পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

~ 砸 帅 " . স্বরাজ প্রাথনা বর্ষারম্ভে বিশ্বপতির নিকট পূর্ণ স্বরাজ প্রার্থন। করিতেছি । ব্যক্তিগত স্বরাজ চাহিতেছি, সমষ্টিগত স্বরাজ চাহিতেছি । যে আত্মকত্ত্বত্ব চাহিতেছি, তাহ মনুষ্যহৃদয়ে নিরুষ্ট । প্রবৃত্তিকুলের কর্তৃত্ব নহে । যে আত্মকর্তৃত্ব চাহিতেছি,* পরমাত্মার কর্তৃত্বই তাহার ভিত্তি । বিশ্বনিয়ন্তার রাজত্ব আমাদের প্রত্যেকের হৃদয়ে ও সকলের হৃদয়ে প্রতিষ্ঠিত হউক। তাই। হইলেই আমরা প্রত্যেকে ও সকলে স্ব-রাজ্য লাভ করিতে পারিব। মৌলানা হসূরৎ মোহানীর প্রতিবাদ গত কংগ্রেস সপ্তাহে আঙ্গমদাবাদে মৌলানা হস্রং মোহানী মহাত্মা গান্ধীর সহিত যে বাগ্‌বিতণ্ড৷ করিয়াছিলেন বলিয়। কতকগুলি খবরের কাগজে বাহির হইয়াছিল, মৌলানা সাহেব ঠাহী সম্পূর্ণ মিথ্যা বলিয়া তাহার প্রতিবাদ করিয়াছেন । ইহাতে আমরা সাতিশয় আলোদিত হইয়াছি। মৌলানা সাবে বলিয়াছেন, যে, হিন্দু-মুসলমানের মধ্যে ঝগড়া বাধাইবার জন্য অমূলক কথা রটান হইয়াছে। ' মহাত্মা গান্ধীর কারাদণ্ড ব্রিটিশ গবর্ণমেণ্টের প্রতি · বিরাগ-উৎপাদক ও রাজদ্রোহ-উত্তেজক প্রবন্ধ লিখন অপরাধে মহাত্মা গান্ধীর বিনাশ্রমে স্থয় বিখ্যারের ক্ষারাদগু হইয়াছে। উহার অপরাধ প্রমাণার্থ তাহার লেখা এইরূপ তিনটি প্রবন্ধ বিচারকের সমীপে উপস্থিত করা হইয়াছিল। প্রত্যেক প্রবন্ধের জন্য দুই ধংসর, হিসাবটা এইরূপ। কিন্তু গান্ধী বকৃত ছাড়িয়া মহাশয় আরো অনেক প্রবন্ধ ও বক্তৃত্বা দ্বারা ব্রিটিশ । গবর্ণমেণ্টের প্রতি বিরাগ উৎপাদনের চেষ্টা করিয়াছেন । দিয়া, কম করিয়া ধরিলেও এই প্রকার প্রবন্ধেরই সংখ্যা ত্রিশ চল্লিশ হুইবে । তাহা হইলে তাহার ষাট কি আশী বৎসরের জেল হওয়া উচিত ছিল। কিন্তু তাহার বয়স এখন পঞ্চাশের উপর। স্বতরাং তাহীকে পূরামাত্রায় জেল খাটাইতে হুইলে, ইহলোকে তিনি যতদিন থাকিবেন, তাহার উপর পরলোকেও তঁহাকে অনেক রংসর কারাগারে বন্দী করিয়া রাখিতে হয়। কিন্তু দুঃখের বিষয়, পরলোক এখনও ব্রিটিশ সাম্রাজ্যের বাহিরে আছে। পৃথিবীতে স্বাধীনতা বিস্তার এবং পুথিবীকে গণতন্ত্রের জন্য নিরাপদ করিবার নিমিত্ত যে যুদ্ধ হইয়াছিল, তাঙ্গর ফলে ইউরোপের ব্রিটিশ ও অন্য কয়েকটি - জাতি বহুদেশ শাসন করিবার হুকুমনাম ( mandate ) পাইয়াছেন। অনেক বৎসর অপেক্ষা না করিলে বোঝা যাইবে না, যে, সে-কেলে পরদেশ জয় এবং হালফ্যাশানের এই হুকুম-নামায় কোন প্রভেদ আছে কি না, এবং থাকিলে সে প্রভেদটুকুর মাত্রা, পরিমাণ ও স্বরূপ কি। . পরলোক এখনও ব্রিটিশ কিম্বা অন্য কোন জাতির দখলে আসে নাই, তাহা শাসন করিবার হুকুমনামাও কেহ পায় নাই; হয়ত ভবিষ্যতে বৃহত্তর কোন যুদ্ধের দ্বারা পরলোকেও স্বাধীনতা বিস্তার এবং গণতন্ত্রের জন্ত পরলোককে নিরাপদ করিবার চেষ্টা হইবে। আপাততঃ কিন্তু কাছাকেও বারাও দিতে হইলে ইহলোকে তাহার যতদিন বাচিয়া থাকিবার সম্ভাবনা, তাহ বিবেচনা করা আবগুক হওয়ায়, তজ্জগুই সম্ভবতঃ মহাত্মা গান্ধীর" কেবল তিনটি প্রবন্ধের উপর র্তাহার বিরুদ্ধে অভিযোগ খাড়া করা হইয়াছিল ; কেন