পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

~াপ্ত 眼、M প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩২৯ [ २२ ७ीर्ण, s* थेख দাস বিক্ররের দলিল–গলিলের পিঠে সাক্ষীদের নাম "ইসাণী— শ্ৰীলক্ষ্মীনারায়ণ রায় শ্ৰীগোপীকৃষ্ণ সৰ্ম্মা" এবং পাশী লেখার শেষভাগে এক পার্থে "নিসাণ সেী শ্রীরামধন দত্ত" লিখিত রহিয়াছে ; এবং অপর পৃষ্ঠে সাক্ষীগণের দস্তখত আছে। এই দলীলের ভাষা সম্বন্ধে কোন কথা না বলিলেও চলে, কারণ ইতিপূৰ্ব্বে অনেক আলোচনা হইয়াছে। কিন্তু “খরিদ নফর” ও “বিক্র করিলাম" কথাতে দাসব্যবসায় যে বিশেষভাবে বাঙ্গালা দেশে প্রচলিত ছিল उांश३ नृक्ष झांग्र । झेश दाउँौड यान्नद्र गांभांखिक ইতিহাসের একটি বিশেষত্ব এই দলীলে লক্ষ্য করিবার আছে। পূৰ্ব্ববঙ্গে “রাঢ়ী" ও "বরেন্দ্র” ব্রাহ্মণগণ এখনও উীহাদের শ্রেণীগত বিশেষত্ব বজায় রাপিয়াছেন ; কিন্তু অনেক কায়স্থ রাঢ় ও বরেন্দ্রভূমি হইতে পূৰ্ব্ববঙ্গে গিয়া বঙ্গজ কায়স্থগণের সঙ্গে মিশিয়া গিয়াছেন। যে রামনরসিংহ দত্ত এই রঙ্গনদাসকে খরিদ করেন, তাহার বংশধরগণ এখনও উক্ত সিমুলিয়া গ্রামে বাস করিতেছেন, এব" র্তাহারা আমার প্রতিবেশী। প্রায় দুই বৎসর পূৰ্ব্বে তাহাদের ঘরে একথান কুলজীগ্রন্থ আমি পাইয়াছিলাম । তাহা আমি রায় সাহেব শ্রযুক্ত নগেন্দ্রনাথ বস্তু প্রাচ্যবিদ্যামহার্ণব মহাশয়কে দিয়াছি। ঐ কুলজী গ্রন্থে লিখিত আছে যে রামনরসিংহ দত্ত মহাশয়ের পূর্বপুরুষগণ পূর্বে রাঢ়দেশে শ্রীরামপুর, বারিষা প্রভৃতি স্থানে বাস করিতেন, পরে বঙ্গদেশে গমন করেন। এই দলীলে দাসবিক্রেতা রামধনদত্তের নিবাস শ্রীরামপুর বলিয়া লিখিত আছে। বিক্রমপুরে শ্রীরামপুর নামে কোন গ্রাম আছে বলিয়। আমি জানি না। এই দলীলে বুঝা যায় যে রামনরসিংহ দত্তের পূর্বপুরুষগণ তখন সবেমাত্র ঐরামপুর হইতে উঠিয়া বঙ্গদেশে গিয়াছিলেন এবং তখনও তাহদের সঙ্গে শ্রীরামপুরের সম্বন্ধ লোপ পায় নাই। দলীলের অপর পৃষ্ঠে সাক্ষীগণের যে নাম ধাম আছে তাহাতে "শ্ৰীতারাচান্দ পাল, সাং শ্রীরামপুর” বলিয়া লিখিত আছে। কুলজীগ্রন্থের “আগে রাঢ়, শেষে বঙ্গে" এই উক্তি এই দলীলে দ্বারা কতকটা প্রমাতি হয়। - ক্রমণীন্দ্রমোহন বন্ধ [ এম-এ ] •