পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] পশ্চিম-প্রাস্তিক প্রাচ্য— পশ্চিম-প্রাস্তিক প্রাচ্যের সমস্যা নিরীকরণের জন্ত পারি বৈঠকের কৃষ্টি হইয়াছিল ; কিন্তু যতদুর বুঝা যাইতেছে সেভাসূর্ণ সন্ধির যে-সকল পরিবর্তন পারি বৈঠকে স্থির হয় তাহ তুরস্কের জাতীয়দলের আকাঙ্গিত পরিবর্তনের অনুরূপ না হওয়াতে বৈঠকের সিদ্ধান্ত-সকল নিষ্ফল হইবে। কামাল পাশার দল বলেন, যে, তাহার যে-সকল দাৰী বৈঠকে উপস্থিত করিয়াছিলেন সেইগুলি উহাদের সবচেয়ে কম দাবী ; এইগুলি না পাইলে তাহারা কিছুতেই সন্তুষ্ট হইতে পারেন না। তাহারা তুরস্কের বর্তমান অবস্থা স্মরণ করিয়াই এত অল্পে সন্ধি করিতে স্বীকৃত হইয়|ছিলেন, কিন্তু মিত্ৰ-শক্তিবর্গ যদি ইহাও দিতে অস্বীকৃত হন তাহ হইলে জাতীয়দল রক্ষানিষ্পত্তির কথা বন্ধ করিয়৷ নিজ বাহুবলের উপর নির্ভর করিতে বাধ্য হইবেন। স্বলতানের অধীন তুরস্ব-সরকার মিত্রশক্তিবর্গকে জানাইলেন, গ্রীস সৈন্ত এসিয়ামাইনর পরিত্যাগ করিলে সন্ধিসৰ্ব আলোচনা করিবার জন্য তুরস্ক-প্রতিনিধি মিত্ৰ-শক্তিবর্গের প্রতিনিধির সহিত দেখা সাক্ষাৎ করিতে পারেন। কিন্তু রাজনৈতিক কারণে স্তাম্বুলে বৈঠক বসুিবার প্রস্তাব তুরস্ব-সরকার গ্রহণ করিতে পারেন না। কারণ স্তাম্বুলে বৈঠক বসিলে দাঙ্গা-হাঙ্গামা হইবার সম্ভাবনা আছে। মিত্রশক্তিবর্গ, জানাইলেন, যে সন্ধি-সওঁ স্বাক্ষরিত হইবার পূৰ্ব্বে গ্ৰীসকে এদিয়া মাইনর পরিত্যাগ করিতে অনুরোধ করা মিত্ৰ-শক্তিবর্গের পক্ষে সম্ভবপর না হওয়াতে র্তাহারা তুরস্কের প্রস্তাব গ্রহণ করিতে পারিলেন না। কামালের দলও তুরস্কের অনুরূপ প্রস্তাব প্রেরণ করেন ; তদুত্তরে মিত্ৰ-শক্তিবর্গ বলেন যে কামালের দল যদি পারি বৈঠকের সিদ্ধান্তগুলি মোটামুটিরকমে গ্রহণ করিতে প্রস্তুত থাকেন তাহা হইলে গ্ৰীক সৈন্ত এসিয়া মাইনর হইতে সরাইয়া লওয়া যাইতে পারে ; কিন্তু ইহার পূৰ্ব্বে সৈন্ত সরাইয়া লইতে গ্রীস কিছুতেই স্বীকৃত হইবেন না। এবং এদিয়া মাইনর হইতে সৈন্ত সরাইয়া লইলেও গ্রীস থেসে সৈন্তসমাবেশ করবেন। কেনল থেস সম্পূর্ণরূপে ছাড়িয়া দিতে গ্রীস রাজী নহেন এবং মিত্ৰ-শক্তিবর্গ থেসের অধিকাংশের উপর গ্রীসের দাবী স্থায়সঙ্গত বলিয়া মনে করেন। কামালের দল এই-সকল কথা জানিয়াও যদি প্রতিনিধি প্রেরণের ইচ্ছা করেন তাহা হইলে প্রতিনিধিদিগের নামের তালিকা মিত্ৰ-শক্তিবর্গের নিকট প্রেরণ করিলে কোন স্থানে নূতন বৈঠক বসিবে তাহা জ্ঞাপন করা হইবে। কামালের দল জানাইলেন, যে, যুদ্ধ স্থগিত রাখার সঙ্গেসঙ্গেই গ্ৰীসকে এসিয়া মাইনর পরিত্যাগ করিবার বন্দোবস্ত করিতে আরম্ভ করিতে হইবে। তাহা ন৷ হইলে কামালের দলের পক্ষে যুদ্ধ স্থগিত রাখা অসম্ভব। কেননা সময় পাইলে গ্রীস নিজ অধিকার স্বরক্ষিত করিবার সুযোগ পাইবেন । জাতীয়াল এতদিন যুদ্ধ করির যে সুবিধা করিয়৷ তুলিয়াছিলেন তাহ। नभसई नड़े श्ब्रां यांहैरव । এইরূপ কথাবাৰ্ত্ত চলিবার সময় আর-একুটি গণ্ডগোল বাধির উঠিল । এসির মাইনরে ইতালী ষে ভূমিখণ্ডটুকুর উপর খবরদারী করিবার ভার পাইয়াছিলেন তাঁহার খবরদারীতে ইতালীর ব্যয় যথেষ্টই হইতেছিল কিন্তু সুবিধা কিছুই বড় ছিল না। কোনও বিশেষ স্বাৰ্থ না, थांकांप्ठ बुथ वाग्नडांब्र वहन कब्रिटङ ईठांजी नांब्रांछ श्ब्र ऍयैिरलन । কাজে কাজেই ইতালী সৈন্ত-সাধন্ত এবং শাসকদলকে এসিয়া মাইনর হইতে সরাইয়া লইতে আরম্ভ করিলেন । ইতালী স্থান পরিত্যাগ করিবা-মাত্র সেই-সকল স্থানে গ্ৰীক সৈন্ত প্রবেশ করিয়৷ সেই-সকল शंबक औtगद्र अषिकांब्रष्ट्रङ कब्रिब्र लहेण। ७३-मव नांना कांब्रt१ বিরক্ত হইয় eফামালের দল মিত্ৰশক্তিবর্গের প্রস্তাব প্রত্যাখ্যান করিলেন। مA"میہ جمہ*عیا۔ جمعیا۔ দেশ-বিদেশের কথা—বিদেশ

  • RRసి

অবস্থা গুরুতর হইতেছে দেখির ব্রিটিশ প্রতিনিধি লর্ড হার্ডিঞ্জ ফরাসী প্রতিনিধি পরাকারে ও ইতালীর প্রতিনিধি স্বাঞ্জারের সহিত আলাপ-পরিচয় করিয়া নুতন স্বত্রের আবিষ্কারের চেষ্টা পাইলেন। ফরাসী পূর্বেই অ্যাঙ্গোরার সহিত একটা রক্ষা-নিম্পত্তি করিয়া লইয়াছিল, ইতালীও সেইরূপ একটা নিপত্তি করিয়া ফেলিবার চেষ্টা দেখিতেছিল। কাজেকাজেই লর্ড হার্ডিঞ্জ বড় সুবিধা করিয়া উঠিতে পারিলেন না। এখন ব্রিটিশ রাষ্ট্রনীতি-ধুৱন্ধরেরা জেকো-স্লোভাকিয়া, রমেনিয়া ও যুগোশ্লাভিয়ার সহিত একযোগে পশ্চিম-প্রাস্তিক প্রাচ্য সমস্যার মীমাংসা করিবাব প্রয়াস পাইতেছেন। ইহাদের চেষ্টায় তুরস্কের সুলতানের দরবার পারির সিদ্ধান্ত-সকলকে মোটামুটি রকমে গ্রহণ করিতে স্বীকুত হইয়াছেন। কিন্তু জাতীয়দল পারি-সিদ্ধান্তকে গ্রহণ করিতে অস্বীকার করার তুরস্ক-দরবারের সন্মতি অসন্মতির বিশেষ ८कांन७ मूला नांझे । ठेठांलैौ शनि क्वांएकाव्र अनूष्मज्जनं कब्रिग्न श्राांtत्रांब्रांসরকারের সহিত একটা রফীনিপত্তি করিয়া ফেলেন, তাহা হইলে মিত্ৰ-শক্তিবর্গের একযোগে কাজ করিবার সংঙ্কল্প একেবারে ব্যর্থ হইবে এবং তুরস্ব-সমস্যার সমাধানের ভার এক ইংলণ্ডের উপরেই আসিয়া পড়িবে। চীনের রাষ্ট্র-বিপ্লব— छेखञ्च ७ मक्रि१ छैौनव्र भाषा थांशांना लश्ब्र विवांन सह गूबांउन । উত্তর চীন ও দক্ষিণ চীনের ভাষাও ভিন্ন। উত্তর চীনের সভ্যতার cरूख हईल निकि९ ७ प्रक्रि१ छैौप्नद्र मछाठांब cकटा कान्न। চীনের মাঞ্চু রাজ্যকে ধ্বংস করিয়া যখন সান ইয়াট সেন চীন সাধারণ-তন্ত্রের প্রতিষ্ঠা করিলেন, তখন দক্ষিণ চীনের এই মহামনা স্বদেশ-সেবক চৈনিক ঐক্য বজায় রাখিবার জন্ত উত্তর চীনের দেশনায়ক ইয়ান সি কাইকে সাধারণ-তন্ত্রের সভাপতিরূপে বরণ করির নিজে রাষ্ট্রীয় জীবন হইতে অবসর গ্রহণ করেন। যদিও দক্ষিণ চীনের অধিবাসীদিগের চেষ্টাতেই চীনে গণতন্ত্রের প্রতিষ্ঠা হইয়াছিল তথাপি উত্তর চীনের শক্তি-সামর্থকে চীনের এই নবীন গণতন্ত্রের সেবাতে যাহাতে নিয়োজিত করা সম্ভবপর হয় তাহারই জষ্ঠ সান ইয়াটু সেন দক্ষিণ চীনের দাবীকে অগ্রাহ করিয়া উত্তর চীনের প্রাধান্তকেই বজায় রাখেন। সান-ইয়াট সেনের ত্যাগ চৈনিক ঐক্য বজায় রাখিতে অতি अअनि भोज जमर्थ इङ्ग्रेग्रोश्लि । लेखप्द्रश्न प्लेकज्र वाक्श्रब्र झुक হইয়া দক্ষিণ চীনের ভিন্ন ভিন্ন প্রদেশের শাসনকৰ্ত্তার বিদ্রোহী হইয়া উঠিলেন। উত্তরেও মাঞ্চুরিয়া বিদ্রোহের পতাকা উত্তোলন করিয়া স্বাধীনতা ঘোষণা করিলেন। উত্তর-চীন জাপানের সাহায্যে চীন সাম্রাজ্যকে প্রবল করিয়া তুলিবার পক্ষপাতী। জাপানের সহিত মিত্রতাবন্ধনে আবদ্ধ হইবার জন্ত উত্তর চীনে আলফু সম্প্রদায় আন্দোলন উপস্থিত করিলেন । দক্ষিণ চীন বরাবরই জাপান-বিদ্বেষী । উত্তর-চীন জাপানের ইঙ্গিতে চলিতে ফিরিতে লাগিলেন, কাজে কাজেই জাপান-বিশ্বেৰী দক্ষিণ চীন উত্তরের প্রাধান্যকে একেবারেই অস্বীকার করিয়া ক্যানটনে আপনাদের ভিন্ন একটি রাষ্ট্ৰতন্ত্রের প্রতিষ্ঠা করিলেন। উত্তর চীনের রাষ্ট্ৰতন্ত্রের কেন্দ্র হইল পিকিং আর দক্ষিণ চীনের ক্যানটন। ক্যানটন ও পিকিং সরকারের বিবাদ বাড়ির উঠর ক্রমে গুরুতর হইয় উঠতে লাগিল এবং মধ্যে মধ্যে উভয় পক্ষে খণ্ডযুদ্ধও চলিতে লাগিল। এই সময়ে পিকিং সৰ্বকারের পরিচালক হইয় উঠলেন স্ববিখ্যাত চীন-সেনাপতি উ-পাই ফু । ইহার গণতন্ত্রে আস্থা নাই ; সেইজন্য ইনি চীনে রাজ-অস্ত্রের প্রতিষ্ঠা করিবার