পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] এবারকার মটের ছবি স্বগীয় ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়ের বৃহৎ পুস্তকালয়ে রাগরাগিণীর প্রাচীন চিত্রের একটি পুথি আছে । তাহার পৌত্র শ্ৰীমান প্রমথলাল সরকারের সৌজন্যে উহা হইতে একটি ছবি প্রস্তুত করাইয়া এবারকার মলাটে ছাপিলাম। ইহা শ্ৰীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের নির্বাচিত । “রশ্মি” স্বৰ্য্যরশ্মি বলিতে আমরা স্বয্যের কিরণ বুঝিয়া থাকি। রশ্মির মানে রাখু বা বলগাও হয়। স্বয্যের রশ্মিকে যে ঠিক্‌ বৈজ্ঞানিক অর্থে স্বর্ষ্যের বলগাও বলা যায়, আচাৰ্য্য জগদীশচন্দ্র বস্থ মহাশয়ের লিখিত “বৃক্ষের অঙ্গভঙ্গী” নামক প্রবন্ধ পড়িলে তাহা বুঝা যাইবে । বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্নচুরি অন্য অনেক বৎসরের ন্যায় এবংসরও কলিকতা বিশ্ববিদ্যালয়ের কোন কোন প্রশ্নপত্র চুরি হইয়। পরীক্ষার পূৰ্ব্বেই বাহির হইয়। যাইবার গুজব রটয়াছিল। আমরাও উহ! ভিন্ন ভিন্ন স্থানে ও সময়ে নির্ভরযোগ্য তিনজন লোকের মুখে শুনিয়াছিলাম। বাস্তবিক তাহারা ঠিক সংবাদ পাইয়াছিলেন কি না, এবং স্যার দেবপ্রসাদ সৰ্ব্বাধিকারীকে অপদস্থ করিবার জন্য যে-যে সচেতন ও অচেতন কল কার্য্যে প্রযুক্ত হইয়ছিল, তাহার কোন-কোনটা এখনও অসাবধানত বশতঃ সক্রিয় রহিয়া গিয়াছে কি না, বলিতে পারি না। কিন্তু রোগের মুল বিশ্ববিদ্যালয়ে নহে। ‘বিষ্ঠালাভ হউক বা না হউক, চরিত্র যেমনই হউক, বিশ্ববিদ্যালয়ের ছাপ লইয়। বাহির হইতে পারিলেই কৃতার্থ হইলাম,“জাতীয় চরিত্রের অবনতির স্বচক এই ধারণাই যত “নষ্ট্রের গোড়া”। এই জন্য প্রশ্ন চুরি হয় এবং চোরের চুপয়সা লাভও কখন কখন হয়। সভ্য ও স্বাধীন দেশসকলে জীবিকানিৰ্ব্বাহের যতপ্রকার পথ আছে, আমাদের দেশে তাহা নাই। এইজন্য চাকরীর এত মুল্য, এবং চাকরী পাইবার নিমিষ্ট্র আবশ্বক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটেরও এত মূল্য । রোগের প্রতিকারের জন্য যেমন চারিত্রিক বিবিধ প্রসঙ্গ—ভীলেদের অসন্তোষ S)eసె উন্নতি প্রয়োজন, তেমনি জীবিকা-নিৰ্ব্বাহের নানা পথ খুলিয়া দেওয়াও আবখ্যক । খাইবার গিরিসঙ্কট রেলওয়ে ভারতবর্ষের উত্তর-পশ্চিম সীমান্তে ভারতের বাহিরে যাইবার একটি পথ খাইবার গিরিসঙ্কট । উহার ভিতর দিয়া গবর্ণমেণ্ট বহু কোটি টাক ব্যয়ে ৪৮ মাইল লম্বা এক রেলওয়ে প্রস্তুত করিতেছেন। উদেশ্ব ঐ পথ দিয়া ভারত আক্রমণ নিবারণ । কিন্তু আক্রমণ করিবুে কে ? আফগানদের সঙ্গে ত মিত্রতাসূচক সন্ধি এই সেদিন স্থাপিত হইয়াছে ! রাজনীতির কি সবটাই ভুযেl ? এই গিরিরেলওয়ে দ্বারা আক্রমণ নিবারিত হউক বা না হউক, উহা যে ভারত-আক্রমণের একটা কারণ হইবে, তাহাতে সন্দেহ নাই। কারণ, রেল যে ভূভাগ দিয়া যাইবে, তাহার অধিকাংশ আফ্রিদিদের । তাহারা স্বাধীনতায় অভ্যস্ত । তাহার। তাহীদের জায়গার ভিতর দিয়া রেল চালাইলে এই অনধিকার-প্রবেশ নিশ্চয়ই ঠাণ্ড ভাবে সহ করিবে না । রণকৌশলের দিক্ দিয়াও রেলটা ঠিক মনে হইতেছে ন । সম্ভাবিত আততায়ীর ও আমাদের মধ্যে যদি দুৰ্গম দুরতিক্রম নদী পৰ্ব্বত আদি বাধা কিছু থাকে, তাহা থাকিতে দিয়া, তাহ অতিক্রম করিবার ভারট, আততায়ীর উপর রাখাই ত ভাল । তা ন করিয়া গবর্ণমেণ্ট স্বয়ং তাই অতিক্রম করিয়া আততায়ীর সঙ্গিত লড়িতে যাইতেছেন । তা ছাড়া, যদি কোন প্রকারে রেলটা আততায়ীর হস্তগত হয়, তাহ হইলে ভারতআক্রমণ খুব সোজ হইবে। ভীলদের অসন্তোষ ভীলরা, বাচিয়া থাকার জন্য, হিন্দু মুসলমান ইংরেজ কাহারও নিকট ঋণী নহে । তাহারা স্বয়ং বনজঙ্গল কাটিয়া পাৰ্ব্বত্য জমী চষিং হিংস্র জন্তুর সহিত লড়িা, ও আত্মরক্ষা করিয়া পঁচিয়৷ তাঙ্গে । রক্ষা করিয়া বাচাইয়। রাখেন নাই। সুতরাং তাহারা বরাবর গাজন সামান্তই দিত, এবং তাঙ্গ তferrদব লো- গ,লণ,মাস্ট - ig |টিহু,কে