পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్ప్రి ** গিয়া ফিরিয়া আসিয়া ) বিজয়পাল, এই পদ্মটি আমার নাম করে দাদাকে দিয়ে৷ i - * * * r [ উভয়ের প্রস্থান । শিবতরাইয়ের বৈরাগী ধনঞ্জয়ের প্রবেশ • • * গান a. * * * * আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে আমার ভয়-ভাঙা এই নায়ে । মাভৈঃ বাণীর ভরসা নিয়ে ছেড়াপালে বুক ফুলিয়ে তোমার ঐ পারেডেই যাবে তরী : ছায়াবটের ছায়ে । পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়— আমি অভয়মনে ছাড়ব তরী - * এই শুধু মোর দায়। দিন ফুরোলে জানি জানি পৌছে ঘাটে দেব আনি । আমার দুঃখদিনের রক্তকমল তোমার করুণ পায়ে । [ শিবতরাইয়ের একদল প্রজার প্রবেশ ] ধনঞ্জয় একেবারে মুখ চুন যে ! কেন রে, কি হয়েচে ? S প্রভু, রাজশ্যালক চণ্ডপালের মার ত সৰু হয় না। য়ে আমাদের যুবরাজকেই মানে না, সেইটেতেই আরো चणश् छूश्च । ধনঞ্জয় ওরে আজো মারকে জিংতে পাবৃলি নে ? আজো লাগে ? t g .২ রাজার দেউড়িতে ধরে নিয়ে মার! বড় অপমান! প্রবাসী-বৈশাখ, ১৩২৯ नैश्नाइन्स्तनाजश्न#उ लाशव ऋषीनक्कन्जनक অংশ “প্রায়শ্চিত্ত” নামক আমার একটি নাটক হইষ্ঠে লওয়া । সেই নাটক এখন হইতে পনেiে বছরেরও পূৰ্ব্বে লিগিন্ত। ' [ ২২শ ভাগ, ১ম-খণ্ড शनेखङ्गः . . . . . তোদের মানকে নিজের কাছে রাখিগুনে ; ভিতরে যে ঠাকুরটি আছেন তারই পায়ের কাছে রেখে আয়, সেখানে অপমান পৌছবে না। - “ গণেশসর্দারের প্রধেশ ] গণেশ . আর সহ হয় না, হাত দুটো নিশপিশ কর্চে । ধনঞ্জয় । তাঙ্গলে হাত দুটাে বেহাত হয়েছে বল। । গণেশ . - ঠাকুর, একবার হুকুম কর ঐ ষণ্ডামার্ক চণ্ডপালের দণ্ডটা খসিয়ে নিয়ে মার কাকে বলে একবার দেখিয়ে দিই। ধনঞ্জয় o “ মার কাকে না বলে তা দেখাতে পারিস্নে ? জোর বেশি লাগে বুঝি ? ঢেউকে বাড়ি মারলে ঢেউ থামে না, হালটাকে স্থির করে' রাখলে ঢেউ জয় করা যায়। 3 তাহলে কি করতে বল ? ধনঞ্জয় মার জিনিষটাকেই একেবারে গোড়া ঘেঁষে কোপ লাগাও ! s সেটা কি করে হবে, গ্রন্থ ? - ধনঞ্জয় মাথা তুলে যেমনি বলতে পারৰি লাগচে না, অমনি মারের শিকড় যাবে কাটা । ३ লাগৃচে না বলা যে শক্ত। ' ধনঞ্জয় , আসল মানুষটি যে, তার লাগে না, সে যে আলোর শিখা। লাগে জন্তুটার, সে যে মাংস, মার খেয়ে কেই কেঁই করে মরে। স্থা করে রইলি যে ? কথাটা বুঝলি নে ? : - & তোমাকেই আমরা বুৰি, কথা তোমার নাই বা বুঝলুম ।