পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা] মুক্তধারা ףצ शनडझे সকলে তাহলেই সৰ্ব্বনাশ হয়েচে । সাবা, ঠাকুর, তাই সই!— গণেশ দেখি কেমনে কাদাতে পারে! কথা বুঝতে সময় লাগে,•সে তর সয় না; তোমাকে ቈ বুঝে নিমেচি, তাঁতেই লকাল-সকাল তরে যাব। কিন্তু তুমি কোথায় চলেচ, বল ত ? ধনঞ্জয় ধনঞ্জয় তার পরে বিকেল যখন হবে । তপন দেখবি কুলের কাছে তরী এসে ডুবেচে । যে কথাটা পাকা, সেটাকে .ভিতর থেকে পাকা করে’ না যদি বুঝি ত মজ বি । গণেশ ও কথা বোলো না, ঠাকুর ! তোমার চরণাশ্রয় যখন পেয়েচি তঃন যে করে হোক বুঝেচি । to भनश्य" বুঝি নি যে তা আর বুঝতে বাকি নেই। তোদের চোখ রয়েচে রাঙিয়ে, তোদের গলা দিয়ে স্বর বেরল না । একটু স্বর ধরিয়ে দেব ? - গান আরে, অারে, প্রভু, আরো, আরো ! এম্নি করেই মারো, মারো ! ওরে ভীতু, মার এড়াবার জন্যেই তোরা হয় মাৰ্বতে নয় পালাতে থাকিস্, দুটো একই কথা । দুটোতেই পশুর দলে ভেড়ায়, পশুপতির দেখা মেলে না লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ভয়ে ভয়ে কেবল তোমায় এড়াই ; ' যা-কিছু-অাছে সব কাড়ো কাড়ো । দেখ বাবা, আমি মৃত্যুঞ্জয়ের সঙ্গে বোঝা-পড়া করতে চলেছি। বলতে চাই, “মার আমায় বাজে কি না তুমি নিজে বাজিয়ে নাও।” যে ডরে কিম্বা ডর দেখায় তার বোঝা ঘাড়ে নিয়ে এগতে পারব না" এবার যা করবার তা সারে, সারে, ভূমিই হারি, কিৰা তুমিই হারে। হাটে ঘাটে বাটে করি খেলা, কেবল হেমে খেলে গেছে বেলা, দেখি কেমনে কাদাতে পারে । ΦΨ রাজার উৎসবে । v; ঠাকুর, রাজার পক্ষে যেটা উংসব তোমার পক্ষে সেটা কি দাড়ায় বলা যায় কি। সেখানে কি করতে যাবে ? ধনঞ্জয় রাজসভায় নাম রেখে আস্ব । 8 রাজা তোমাকে একবার হাতের কাছে পেলে—ন, না, সে হবে না ! ধনঞ্জয় হবে না কি রে? খুব হবে, পেট ভরে হবে। S O রাজাকে ভয় কর না তুমি, কিন্তু আমাদের ভয় লাগে। ধনঞ্জয় তোরা যে মনে মনে মারতে চাস তাই ভয় করিস, আমি মারতে চাইনে তাই ভয় করিনে। যার হিংসা আছে ভয় তাকে কামড়ে লেগে থাকে। ૨ 穩 আচ্ছা, আমরাও তোমার সঙ্গে যাব। VG রাজার কাছে দরবার করব । ধনঞ্জয় কি চাইবি রে ? \ চাইবার ত আছে ঢের, দেয় তবে ত? ধনঞ্জয় রাজত্ব চাইবি নে ? ঠাটা করচ, ঠাকুর ?