পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা } . . . ५मछङ्गं তবে তোরা এইখানে বোস, এ জায়গা কখনো আসি নি, পথঘাটের খবরটা নিয়ে আলি। [ প্রস্থান। r. • . * . - দেখচিল, ভাই, কি চেহারা ঐ উত্তরকুটের মানুষগুলোর ? যেন একতাল মাংস নিয়ে বিধাতা গভূতে মুরু করেছিলেন শেষ করে উঠতে ফুৰ্বলং পান নি। ૨ অর দেখেচিস্ ওদের মালকোচ মেরে কাপড় পরার ধরণটা ? ত যেন নিজেকে বস্তায় বেঁধেচে, একটুখানি পাছে লোক্‌সান হয় । • X ওরা মজুরী করবার জন্তেই জয় নিয়েচে, কেবল সাত ঘাটের জল পেরিয়ে সাত হাটেই ঘুরে বেড়ায় । - ૨ ওদের বে শিক্ষাই নেই, ওদের যা শাস্তর তার মধ্যে আছে কি ? S কিছু না, কিছু না, দেগিস নি তার অক্ষরগুলো উইপোকার মত । ૨ উইপোকাই ত বটে ! ওদের বিদ্যে যেখানে লাগে সেখানে কেটে টুক্‌রে টুকরো করে। w5 “জীর গড়ে তোলে মাটির টিবি। @ ૨ - ওদের মুস্তর দিয়ে মারে প্রাণটাকে, আর শাস্তর দিয়ে মারে মনটাকে । २ পাপ, পাপ ! আমাদের গুরু-বলে ওদের ছায়া মাড়ানো নৈ নৈবচ । কেন জানিস ? \9 किन बल रू ? মুক্তধারা AAMMAeASAMAMA AMAAAA TarunnoBot (আলাপ) ০১:০৮, ২১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)ാ $సి خلاحیححمیریحیہ حمیہ حمیہ ۔سی**rیجا۔ 零八 २ তা জানিস নে ? সমুদ্রমন্থনের পর দেবতার ভাড় থেকে অমৃত গড়িয়ে যে মাটিতে পড়েছিল আমাদের শিবতরাইয়ের ‘পূৰ্ব্বপুরুষ সেই মাটি দিয়ে গড়। আর দৈত্যরা যখন দেবতার উচ্ছিষ্ট ভাড় চেটে চেটে নর্দমায় ফেলে দিলে তখন সেই ভাড়-ভাঙা পোড়-মাটি দিয়ে উত্তরকুটের মানুষকে গড়া হয়। তাই ওরা শক্ত, কিন্তু খুঃ-অপবিত্র। ס\ এ তুই কোথায় পেলি ? ૨ স্বয়ং গুরু বলে দিয়েচেন । \ల ( উদ্দেশে প্রণাম করিয়৷ ) গুরু, তুমিই সত্য! [ উত্তরকুটের একদল নাগরিকের প্রবেশ ] উ ১ আর সব হল ভাল, কিন্তু কামারের ছেলে বিভূতিৰুে রাজা একেবারে ক্ষত্ৰিয় করে নিলে, সেটা ত— উ ২ ওসব হল ঘরের কথা, সে আমাদের গায়ে ফিরে গিয়ে বুঝে পড়ে নেব। এখন বল, জয় যন্ত্ররাজ বিভূতির জয় । উ ৩ ক্ষত্রিয়ের অস্ত্রে বৈশ্বের যন্ত্রে যে মিলিয়েচে, জয় সেই যন্ত্ররাজ বিভূতির জয় । উ ১ ও ভাই, ঐ যে দেখি শিবভরাইয়ের মানুষ । উ ২ কি করে বুঝলি ? উ ১ কান-ঢাকা টুপি দেখছি নে ? কিরকম অদ্ভুত দেখতে ? যেন উপর থেকে থাবড়া মেরে হঠাৎ কে ওদের বাড় বদ্ধ করে দিয়েচ। ऐ २ - আচ্ছ, এত দেশ থাকতে ওরা কাম-ঢাকা টপি পরে কেন ? এবা কি ভাবে কানটা বিধাতুৱে মতিভ্ৰম •