পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] কধাৰাৰ্তা কহা চলিবে । - ৰেঞ্চিও থাকিৰে । عیسههمبسی পথের দুধারে বসিবার জন্ত সারি সারি দূর-দর্শন— টেলিফোনে এখন কেবল দূর হইতে কথাই শুনিতে পাওয়া যায়। নিকোলা তেমূল নামক বিখ্যাত বিজ্ঞানবিৎ পণ্ডিত “টেলি-ভিস্যন” বা দূর-দর্শন নামক যন্ত্রের নির্মাণ প্রায় শেষ করিয়াছেন, উহার সাহায্যে বহু দূরে বসিয়া দুইজন লোক কথাবাৰ্ত্ত বলিতে বলিতে পরম্পরের মুথও দেখিতে সমর্থ হইবে। মানুষের দর্শনেত্রিয়ের নির্মাণপ্রণালীর অনুসরণে দূর-দর্শন যন্ত্রের পর্দায় দূরস্থ বন্ধুর ছায়ার সঙ্গে কণা কওয়৷ চলিতেছে । এই যন্ত্র নিশ্মিত হইতেছে। টেলিফোনের কলের সম্মুখে একটি কাচের পর্দার উপর দুরন্থ ব্যক্তির তড়িম্বাহিত ছায়া আসিয় প্রতিফলিত হইবে। কেবল বে তারের টেলিফোর কলেই ইহা হইবে তাহ নহে ; অ-তার টেলিফোতেও হইবে। সুতরাং "টেলিভিসানের" চলন হইলে কলিকাতায় বসিয়৷ কেজি বা শিকাগো-প্রবাসী বন্ধুর মুখের প্রতিদিনকার প্রত্যেকটি ভাবস্তুর এবং তাহার প্রতিদিনকার কুশল डांछांद्र भूथ इश्रङहे जांना जरुरु श्रद । शदनेिण्छमान এক ছিলেন রাজা। একদিন সারেঙ হাতে এক বৃদ্ধ বাউল -উীহাকে গান শুনাইতে আসিলে তিনি বিরক্ত হইয়া তাঁহাকে গ্রাসাদ হটতে ছুড়িয়া বাহিরে ফেলিয়া দেন। প্রাসাদের বাহিরে পরিখার উপর যাতায়াতের বে পুল ছিল, বাউল তাহার নিকটে বসিয়৷ সারেঙা বাজাইতে আরম্ভ করিল। সৰেঙাৰ শব্দ পুলটা সহিতে পারিল না, চূর্ণবিচূর্ণ হইয় গেল। এপলোর সঙ্গীতে আপন হইতে পাথর গাখিয়া উঠিয়া ট্রর সম্বর নির্শিত হইয়াছিল। ইস্রায়েলবাসীদের সমবেত চীৎকার ও শিঙ্গ-নিনাদে জেরিকোর দুর্গ-প্রাচীর ধ্বসিয়া পড়িয়াছিল। লীকৃষ্ণের বাণীর শব্দে पथून नौब्र জল উজান বছিত।-- এ-সমস্ট্র পুরাণ-কথা। किड अफूबखद्र छनब्र मत्रौष्ठद्र अखांब वाभूनिरू बिछाननधाठ পঞ্চশস্য—বাতাসে-বাজা বঁাশী 8SA সত্য। বিশ্বের প্রতিটি বস্তু কোনো-না-কোনো বিশেষ স্বরগ্রামের পর্দায় বাধা আচে । তাহাকে আঘাত করিলে সেই স্বরে সে বাজে, এবং তাহার কাছে সেই স্বর বাঙ্গাইলে সে সহানুভূতিতে কম্পিত হয়। এই কম্পন বড় সামান্ত ব্যাপার নহে মনে করুন একটি ত্রিতল অট্টালিকা স্বরগ্রামেৰ মুদারীর পঞ্চন পর্দায় বাধা আছে। সেই অট্টালিকায় কেহ যদি ক্রমাগত মুদ্রারার পা—এই পর্ণাটিই বাজাইতে থাকে তrব এতবড় সেই বাড়ীটি এমন ভাবে কম্পিত হইবে যে তাহা বেশ স্পষ্ট উপলব্ধি করা যায়। যদি অনেকে মিলিয়৷ একসঙ্গে অনেকক্ষণ ধরিয়া সেই স্বরটিই বাজাইতে থাকে তবে কম্পন এমন প্রচণ্ড হইতে পারে যে তাঁহার ফলে সমস্ত বাড়ীটি ধ্বসিয়া পড়া কিছুমাত্র বিচিত্র নহে। কোনো বস্তুর এই ধ্বনিতরঙ্গ একটি ইলেষ্ট্রে-ম্যাগনেটে ধরিয়া জমা করিব লইয়া কানাডার এক ব্যক্তি তাঙ্গার সাহায্যে মোটরগাড়ী, সেলাইয়ের কল প্রভৃতি চলাইতে সমর্থ হইয়াছেন। ইহার শক্তি খুব বেশী নহে, তবু অল্পব্যয়সাধ্য ও অল্প-স্থান-সাপেক্ষ বলিয়া হয়ত কিছু দিনের মধ্যেই ব্যাপকভাবে ইহার ব্যবহার আরম্ভ হইবে। ধ্বনিম্পন্দনকে আরও নান ভাবে কাজে লাগাইবাব চেষ্ট নীনাস্থানে হইছেছে। বাতাসে-বাজী বঁাশী— পর্কের ঢোল সত্যই বাতাসে বাজে কি না তাহা লইয়। তর্ক উঠবে। কিন্তু এমন একটি ফুট-বাণী তৈরি হইয়াছে, বাতাসে ধরিলে যাহা আপনা-আপনি বাজিতে থাকে। একদিক-বোজানে| বাশের চোঙ বা ফুটোওয়াশ। অন্য জিনিসের মধ্যে জোরে বাতাস ঢুকিলে যে বাউসে-বীজ। বঁাশ । কারণে শিস দেওয়ার মতে শব্দ হয়, এই ফুটও ঠিক সেই কারণেই बांप्ऊ, cङदल इंशंद्र दून्नित्व भण्डा भूथ शोटक ठिनहैि, श्रीब्र ८नहे তিন-মুখওয়াল বাঁশীটিকে জোরোলে বাতাসের মুথে ধরিয়া খুব সহজেই যে-কোনো গানের গৎ আদায় করিয়া লওয়া যায় ৪