পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] মেঘে মেঘে ঠোকাঠুকি, কড় কড় শৰ । ভন্ন পেয়ে পোকা খুকী - নিৰ্ব্বাক্, স্তব্ধ । গাছগুলো এলোমেলো, বাতাসের হুটুপাটু ॥ ঝুর ঝুর পাতা ঝরে ডাল ভাঙ্গে ফুটু ফাট । ঝোপে ঝাড়ে, ডোবা-ধারে গলাফুলো কোলা ব্যাং বিটকেল উৎসাহে 5ţ= 5sf H siste siffe ! মর গাঙ্গে এল বান দুটি তীর ছাপিয়ে— তবুতর ছোটে নদী این ناحیه আশপাশ কঁাপিয়ে । হাটে মাঠে নাহি লোক, নাহি লোক রাস্তার, এত জল-ঝড়ে তবু কেন আসে মাষ্টার ? হায় হায় কি আপদ– জল ঝড় সন্ধ্যায় খোকা-বাবু চুপূচাপ্ত নিজ পাঠে মন দ্যায় । ঐ স্থনিৰ্ম্মল বস্ত্র চাকার খেলা আমাদের দেশে মোটর-টায়ারের অষস্থা খারাপ হলে, তা ফেলে দেওয়া হয়। অনেকে কেটে তা দিয়ে জুতার তলাও করেন। কিন্তু মোটরের বড় বড় ফাপা টায়ার দিয়ে মজার খেলাও খেলা যায় । টায়ারকে একটু জোর দিয়ে ফাক করে তার মধ্যে ছোট ছেলেমেয়েরা বেশ গোল হয়ে বসতে পারে । তার পর একজন সেটাকে গড়িয়ে দিলে শরীরের চাপ দিয়ে দিয়ে ছেলেদের পাততাড়ি—সৰ্ব্বকনিষ্ঠ র্যাডিও অপারেটার AA AMMA AMMMMeAMMMMMAAA AAAA AAAAMMMeMA S SJSAMA AJMAMAJJAAeeeMMAAeMMA AMAAAA 8 እጫ তাকে অনেক দূরে গড়িয়ে নেওয়া যায়ু যারা একটু তাল ঠিক করে চালাতে পারবে, তারা ২••।৩০৪ গজ ডিগ্ৰবাজি পেতে খেতে গিয়েও টায়ারকে দাড় করিয়ে টায়ারের ভিক্ষু বসির গড়াইতেছে । । রাখতে পারে। ছেলের এই নৃতন খেলাটাকে একবার চেষ্টা করে দেখতে পারে। সৰ্ব্বকনিষ্ঠ র্যাডিও অপারেটার রবার্ট গার্সিয়ার বয়স সাত বৎসর। এই বালক, বিখ্যাত ভাড় চালি চ্যাপৃলিনের দলের অধিকারী এ্যালেন গার্সিয়ার পুত্র। সে এই বয়সেই তারহীন খবর-দারের কাজ করে। বেতারের কাজে ঢুকিতে হইলে কিছুদিন শিক্ষানবিশী করিয়া তারপর পরীক্ষায় পাস করিতে হয়। রবার্ট এই পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হইয়া বেতারের কাজে ঢুকিয়ছে। সে শতকরা ৯২ নম্বর পাইয়াছে। বালক রবার্ট প্রথমে পিতার নিকট হইতে বেতারের কাজ শিখিতে আরম্ভ করে। সে পিতাকে মাঝে মাঝে এমন সকল প্রশ্ন করিয়া বসিত, তাহার পিতার পক্ষে যাহার উত্তর দেওয়া সহজ হইত না । ছেলের নিকট সম্মান নষ্ট হুইবার ভযে পিতা সমস্ত রাত্রি ধরিয়া বেতারের বিষয়ে স্বক্ষ স্বক্ষ তথ্যগুলি আলোচনা করিতেন । কয়েক সপ্তাহের মধ্যেই রবার্ট বেতারের কলকজা একরকম বেশ আয়ত্ত করিয়া ফেলে। বেতারের কলকজা বুঝা বেশ শক্ত ব্যাপার-কিন্তু বালক রবার্ট একবার যাহা দেগে তাহ আর দ্বিতীয় বার দেখিতে হয় না ।