পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ミ● নেমে এসেছে। সার, সে ফোট-ফুলের আড়ালে কাকাতুয়ার সাদা ডান নড়তে দেখে মনে হয় যেন চাদ-পরীর হাট মিলেছে। 歌 蠱 號籍 尊 যায়—এভাবে কয়েক বছর যায়। রাজরাণী ছেলেদের জন্তে প্রায় রাতই কেঁদে কাটান ; মায়ের দুঃখে রাজকন্যাও ुन्-ुम्लt । শ্রাবণ মাসের পূর্ণিমা-রাতে মায়ে-মেয়েতে ঘুমিয়ে। রাজকন্ত স্বপ্ন দেখে-কদম-ফুলের মুখোস পরে কাকাতুয়ার ডান পিঠে বেঁধে তার দাদারা যেন চাদ-পরী সেজেছে ; তারা যেন তাকে ডেকে বলছে— ‘বোনটি মোদের বোনটি, * মায়ের গলার কষ্ঠী, সাত ভায়েরে আছে ভুলে কেমনে তোর মনটি ? রাজকন্ত যেন বললে— ভুলে থাকব কেন, দাদা?— আমি তো তোমাদের কথা রোজই ভাবি, কিন্তু তোমর যে কোথায় আছ কেউ বলতে পারে না । এই তো দেখ,—এলেই যদি তা কিনা আবার চাদ-পরী সেজে ! কেন ? ও ছাই কদম ফুলের মুখোসগুলো ফেলে দাও না কেন ?—আবার কাকাতুয়ার ডানাই বা পিঠে বেঁধেছ কেন ?— বলতেই যেন চাদ-পরীদের মুখ থেকে ঝুরঝুর করে কদমফুলের হলদে রোয়াগুলো ঝরে পড়ল, আর তার বদলে মুখে বেরুলো এক-একটা এ্যা-ত্তে৷ বড় কাকাতুয়ার লাল ঠোট । রাজকন্তু যেন চেচিয়ে উঠল—এ কি হলে, দাদা ?—তোমরা যে কাকাতুয়৷ পার্থী হয়ে গেলে |’ সাতভাই যেন ডেকে বলল— ‘কাকাতুয়া! কাকাতুয়া –কোথায় কি রে গেছে খোয় ? কেন বনের পার্থী ? —মান্থব কে রে ক'রে দেবে ? घटनग्न छूःcर्थ श्रृंझन बटन थांकि ।' রাজকতা বললে—‘ন না, আর গহন বনে যেতে হবে ना,-दण, क् िकदृष्ण cडांमब्रां याश्व इe, चांभिहे कद्द ' ••••পায়ুৰে !" ..পারবো '•••*टैंक የ'••• ‘टैिक I'... Wስ AMAAASAAAAS AAAAA AAAA AAAAMAMAMAAAA { ২২শ ভাগ, ১ম খণ্ড সাতভাই যেন তখন ঠোঁটে ক’রে এক-একটা বনকাপাসের ফল এনে রাজকন্ডার হাতে দিল ; আর বলল—সাত মাস কিন্তু কথা না কয়ে থাকৃতে হবেএ সাত মাসের মধ্যে এ বন-কাপাসের তুলোয় স্থত কেটে গালচে বোনাতে হবে ; গালচের উপর কদম-ফুলের বুটি তুলে আঙ্গুলের রক্ত মাধিয়ে যদি সাত ভাইয়ের গায় ছুড়ে দিতে পার তবেই আমরা মানুষ হই। সাত মাসের মধ্যেই কিন্তু কাজ শেষ হওয়া চাই, আর এ কয় মাস মুখে ই-টিও করতে পারবে না ; করলে আর কিছুতে আমাদের মুক্তি নেই। এই না বলেই যেন সাত ভাই কাকাতুয়া পার্থী টি-হ, টি-হ, ক’রে ডাকতে ডাকৃতে উড়ে গেল । স্বপ্ন দেখেই রাজকন্যার ঘুম ভেঙ্গে গেল। ধড়মড় ক'রে সে বিছানা ছেড়ে উঠে পড়ল। জানালার নীচে কদমগাছটার দিকে তাকাতেই দেখে সত্যিই তো ! কদম-ফুলের আড়ালে যে সাদা পার্থীর ডান ! রাজকন্ত। ঘর ছেড়ে তাড়াতাড়ি বাইরে এল। এদিকে তখন ভোরও হয় হয়। কাকাতুয়া পার্থী সাত রাজপুত্র ডান নাড় দিয়ে আকাশে উড়বে, রাজকন্ত দেখে—তাই তো! এ যে সত্যিই সাতটি কাকাতুয়া! আনন্দে রাজকন্যার আর তর সয় না—পার্থী সাতটি কোথায় যায়, দেখতে সেও छूऐण । পার্থীরা ওড়ে আকাশে, রাজকন্যা পার্থীর দিকে একদৃষ্টে চেয়ে চেয়ে হেঁটে ছুটে চলেছে—কোথায় যায় হিসেব নেই। যেতে যেতে, এক রাজার রাজ্য ছাড়িয়ে আর-এক রাজার রাজ্যে এসে গহন বনে ঢুকবে,—কাকাতুয়া পার্থী সাত-ভাই রাজপুত্রের চেয়ে দেখে—1োনটিও যে এসেছে। দেখে তাদের আনন্দের আর সীমা নেই—তার শে। ক'রে নীচে নেমে এসে রাজকন্যাকে ঘিরে দাড়াল ; তারপর কেউ তার হাতে ঘসে ঠোট, কেউ বা কাধে উঠে নাচে, কাক বা টি-হ,টি-হ, ডাক আর থামে না। এসব দেখে শুনে রাজকঙ্কার মনে হ’লো—সত্যি সত্যি এরাই তার সাত-ভাই। সে ভাবলে—ভোরের স্বপ্ন মিছে इग्न ना ? छांदेब्रl *ांशैौ श्रब्रहछ् ७ वधं यथन भिरण c४ण, उथन व कवृष्ण उीब्र भाइव श्ट्व ८ग प्रश्न क् िभिक्षा