পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্য। ] রোএরিক 8:ፃ - - بسیاهکصیه میامی هیچ مسیحیای مسیحیی へヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘへ〜 AMAMMAMMMMAMMMMMMAAA AAAA SAAA AMMS MAAAA مهمی রোএরিক © এক শতাব্দীরও আগেকার কথা, টুর্গেনিডের গল্প উপন্যাস হঠাৎ রুশিয়াকে পৃথিবীর গুণী- ও রসজ-সমাজের দৃষ্টির সম্মুখে আনিয়া উপস্থিত করে। সাহিত্য ও ললিতকলায় তারপর হইতে বিশেষ একটি গৌরবের স্থান রুশিয়া বরাবরই অধিকার করিয়া আসিয়াছে। টুর্গেনিভের উপন্যাসরাজির পর, শায়কোভেস্কির সঙ্গীত, তারপর এক-সঙ্গে ডক্টয়েফুস্কির উপন্যাস ও রুশীয় নৃত্যকলা সমস্ত ইউরোপ জুড়িয়া যে রসের প্লাবন বহাইয়াছিল আজও পৰ্য্যন্ত তাহাতে বিন্দুমাত্র ভাট পড়ে নাই। কিন্তু এ-সমস্ত ছাড়া রুশিয়া যে চিত্রসম্পদেও সমুদ্ধ এ কথাটা হয়ত অনেকেরই জানা নাই। রুশীয় চিত্রকলার একটি বড় বিশেষত্ব এই, যে, উহাতে শিল্পপদ্ধতির দিক দিয়া একদিকে স্কেণ্ডিনেভিয়ার ও অন্যদিকে বাইজেন্টীয় তাতার ও ভারতীয় প্রভাব একসমানভাবে ছায়াপাত করিয়াছে, কিন্তু তার মধ্যেই রুশিয়ার চির-রহস্যভরা চিরস্তন সত্তাটি, তাহার তরুগুল্মহীন কালোকষ্টির পাহাড়, তার স্নান " পাণ্ডুর বসন্ত, তার তড়িচ্চুজ্জল সুদীর্ঘ কোজাগর রাত্রি, তার ইতিহাস, তার কিম্বদন্তী সৰ্ব্বত্র স্বম্পষ্ট সুন্দরভাবে আত্মপ্রকাশ করিয়াছে। রুশীয় ভাবে অকুপ্রাণিত এই তরুণ রুশীয় শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন নিকোলাস কন্‌ষ্টান্টিনোভিক রোএরিকের চিত্র। নিকোলাস রোএরিক ছাড়া রুশীয় শিল্পকলার পূজারীদের মধ্যে ভোরুবেল সোমোফ, সেরোফ, বেনোয় প্রভৃতি আরও অনেক শক্তিশালী শিল্পীদের নাম করা যাইতে পারে, কিন্তু তাহাদের সকলেরই শিল্পে রুশিয়ার যে প্রকাশ তাহা অনেকখানিই বাঙ্গিরের বস্তু। রুশিয়ার জীবনের যেটা ভিতরের দিকৃ, সত্য সুন্দর শিবের যে আত্মপ্রকাশ তার নিতান্তই অস্তরের বস্তু, তাহাকে পাই আমরা একমাত্র রোএরিকের চিত্রে। এই হিসাবে রোএরিকই প্রথম রুশীয় শিল্পকলায় সেই জিনিসটির পরিচয় দিয়াছেন যাহাকে বলিতে পারা যায় রুশীয়ু শিল্পের আত্মা। কিন্তু এই আত্মা বস্তু শাশ্বত, দেশে দেশে কালে কালে নানা প্রকাশুের মধ্য দিয়াও ইহার & 8+-> d = চিরন্তন ভাবসত্তা সৰ্ব্বত্ৰ সৰ্ব্বমানবেরই বোধগম্য, আদর ও সম্ভোগের সামগ্রী। তাই রোএরিকের শিল্প রুশীয় হইয়াও রুশীয়ত্বের অতীত । উহা শাশ্বত ও সৰ্ব্বমানবিক । নিকোলাস্ কনষ্টানোটিভিকু রোএরিক । বৰ্ত্তমান রুশিয়ার সর্বশ্রেষ্ঠ ভাবুক চিত্রকর, বিখ্যাত চিত্রসমালোচক ও কবি । ভাবাত্মক হইলে ও রোএরিকের চিত্র দুৰ্ব্বোধ্য নহে। বরঞ্চ সহজবোধ্য ভাই তাহার শিল্পের বিশেষত্ব। র্তাহার যে-কোনো চিত্রের দিকে দৃষ্টিপাত করিলেই তার অন্তনিহিত সত্যটি অতি অলক্ষিতে আসিয়া মনকে স্পর্শ করে। আপাত-দৃষ্টিতে যেগুলিকে অদ্ভূত কিভূতকিমাকার বলিয়া মনে হয়, এমন একটি সহজ অনুভূতি ও প্রকাশের জ্যোতিতে সেগুলি দেদীপ্যমান যে তাহাদিগকে সত্য ও জীষন্ত বলিয়া ভাব ছাড়া উপায় থাকে না । বাহিরে