পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(o o o بیرام خیریه اعده مست. ভারতবর্ষের ভাস্করের পাথরের বুক চিরে একদিন যে ভাবের স্বর বইয়ে দিয়েছিল, সে স্বরে আজ জগং মোঙ্গিত ও গুণ্ডিত। কিন্তু তারা যাবার সময় যাদের হাতে বাটালি দিয়ে গিয়েছিল তারা তাদের মধ্যাদা রাখতে পারে নি ; কাজেই এই শিল্প ভারতবর্ষ থেকে একরকম শ্ৰীমুক্ত ফণীন্দ্রনাথ বসু । । লোপ পেয়ে গিয়েছিল বল্লেই হয়। ভারতের এই স্বকুমার শিল্পটিকে এখন আবার যারা বাচিয়ে তোলবার চেষ্ট করছেন তাদের মধ্যে মুহাত্রে, দেবল, কৰ্ম্মকার প্রভৃতি ভাস্করের নাম শুনতে পাওয়া যায়। কিন্তু ভারতবর্ষের প্রবাসী—শ্রাবণ, ১৩২৯ o একটি বাঙালী ভাস্কর [२२* छां★, >ग थ७ বাইরে একজন বাঙালী ভাস্কর আছেন যার কথা আমরা তেমনভাবে শুনতে না পেলেও তার সম্বন্ধে যতটুকু জানতে পারা গেছে তাতেই বোঝা যায় যে, তার প্রতিভা এদের চেয়ে কম নয় । আমরা যার কথা বলতে যাচ্ছি র্তার নাম শ্ৰীযুক্ত ফণীন্দ্রনাথ বসু। ইনি স্কটল্যাণ্ডের এডিনবরা সহরে বাস করেন, এবং সেইখানেই তার নিজের কারখানা ইত্যাদি করেছেন। ফণীন্দ্রনাথ ১৮৮৮ খষ্টাব্দের ২রা बप्प्प्लांभांब्र महोब्रांज । মার্চ তারিখে পূর্ববঙ্গের কোনও এক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্ৰীযুক্ত তারানাথ বস্তু। ছেলে বেলা থেকেই ছবি আঁকার দিকে ফণীন্দ্রের বিশেষ কোক ছিল। তারানাথ ছেলের এই ছবি আঁকার খেয়ালে কোনও বাধা না দিয়ে বরং উৎসাহ দিতেন। চোদ্দ বছর বয়সে ফণীন্দ্র কলকাতার গভর্ণমেণ্ট আর্ট স্কুলে এসে ভৰ্ত্তি