পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&es খ্ৰীযুক্ত ফণীন্দ্রনাথ বস্থ কর্তৃক গঠিত। Scholarship ) দেওয়া হয়েছিল। ফণীন্দ্র বৃত্তি পেয়ে এক বৎসর ইটালি ও ফ্রান্সে ঘুরে বেড়িয়েছিলেন । প্রবাসী—শ্রাবণ, ১৩২৯ [ २२* उांगं, »भ पं७ পারী সহরে বিখ্যাত ফরাসী ভাস্কর রোদ্যার সঙ্গে उँॉब्र *ब्रिक्रञ्च इंग्र । cब्रांमैंrां ऊँांब्र क्रांज 'cम८षं धूब প্রশংসা করেন এবং তাকে এ সম্বন্ধে অনেক পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন। এখান থেকে স্কটল্যাণ্ডে ফিরে গিয়ে ফণীন্দ্র নিজের কারখানা খুলে ব্যবসা স্বরু করেছেন। ১৯১৩ খৃষ্টাব্দে রয়েল স্কটিশ একাডেমীতে তিনি প্রথমে তার মূৰ্ত্তি পাঠিয়ে দেন। পরে রয়েল একাডেমীতে তিনি দুটি ছোট ছোট মূৰ্ত্তি পাঠিয়েছিলেন । এই দুটি মূৰ্ত্তির মধ্যে শিকারীর ( Hunter ) মূৰ্ত্তিটির ছবি এখানে দেওয়া হলো। রাজশিল্পী সার উইলিয়াম্ গাস্কোঙ্গ, *R (Sir William Gascombe John, R. A.) এই শিকারীর মূৰ্ত্তিটি কিনেছিলেন । এই মূৰ্ত্তিটি দেখে বড়োদার মহারাজার এত ভাল লেগেছিল যে, তিনি ফণীন্দ্রনাথকে বড়োদার আর্টগ্যালারির জন্য ঐ মূৰ্ত্তিটির আর-একটি নকল কোরে দিতে অনুরোধ করেন। শুধু তাই নয়, পরে তার লক্ষ্মীবিলাস প্রাসাদের বাগানে সাজিয়ে রাখৃবার জন্য আরো আটটি ব্রোঞ্জের প্রতিমূৰ্ত্তি তৈরী কোরে দিতে বলেন। প্রতিমূৰ্ত্তিগুলি বড়োদাতে বসেই, তৈরী করবার মনস্থ কোরে ফণীন্দ্র স্কট্ল্যাণ্ড থেকে বড়োদায় এসেছিলেন । কিন্তু সেখানে ব্রোঞ্চ ঢালাই করা ইত্যাদির অস্ববিধা হওয়াতে র্তাকে আবার এডিনবরায় ফিরে যেতে হয়। বড়োদায় অবস্থান কালে তিনি সেখানের ‘কলাভবনে কিছুকাল পাথর খোদাই করা সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন । - ফণীন্দ্রনাথের কতকগুলি প্রতিমূৰ্ত্তির ছবি এখানে দেওয়া হোলো। সাপুড়ে ও সাধুর মূৰ্ত্তি দুটাে ১৯১৭ *ēto assota (Royal Scottish Academy) রয়াল স্কটিশ একাডেমীর প্রদর্শনীতে দেওয়া হয়েছিল। পর ১৯১৯ খৃষ্টাকে সাপুড়ে প্রতিমূৰ্ত্তিটা ( Royal Academy ) রয়াল একাডেমীতে দেখানো হয়। এই সময় অনেক সমালোচক এই মূৰ্ত্তিটির প্রশংসা করেন এবং ঐ মূত্তির নির্মাতা যে ভবিষ্যতে একজন বড় ভাস্কর হয়ে উঠবেন অনেক সমালোচক একথাও প্রকাশ করেন । * - ফণীন্দ্রনাথ শিল্পকলার কোনও একটা বাধাধরা