পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ఢ _ faخيحيين وه - - ,లి 2 كد డ7((ు རྫོརློ་རྩོབློ( སྐྱེད། ། ക്ട \\: A. A. SA A. . বনমানুষের কথা বনমাল্লুবই নাকি মানুষের পূর্বপুরুষ। অনেক পণ্ডিত এই মত সত্য বলিয়া প্রমাণ করিয়াছেন, যদিও এই কথাটা বিশ্বাস করিতে আমাদের অনেকের ইচ্ছা হয় না, কারণ ভাল লাগে না । বনমানুষের বুদ্ধি পশুদের মধ্যে সবচেয়ে বেশী। শিম্পাঞ্জী অপেক্ষা বনমানুষ অনেক স্থির এবং ধীর। শিম্পাঞ্জীর ছটফটানিকে বনমানুষ ছেলে-মামুৰী বলিয়া তত বেশী পছন্দ করে না । বনমানুষ যখন জঙ্গলে থাকে, সে বড় একটা মাটিতে নামে না । অবশ্য যখন শীকারীর বন্দুকের গুলি খায় তখন আহত হইয়া অনেক সময় তাহাকে বৃক্ষ ত্যাগ করিয়া মাটি আশ্রয় করিতে হয়। যখন জল-তৃষ্ণ পায়, সে জলের ধারের কোন একটা গাছের ডালের একেবারে আগায় গিয়া বসে। ভারের চোটে ডালটা চুইয়া যখন জলের খুব কাছাকাছি যায়, তখন বনমানুষ জলপান করে । বনমানুষ বন্দী হুইবার পর, গভীর মনের দুঃখে খাচার कीcछब्र नभन्न कीछ একটা পাশে চোখ বন্ধ করিয়া চুপ করিয়া বসিয়া থাকে। তাহাকে দেখিলে, আমাদের হয়ত কষ্ট হইবে না, কিন্তু স্বাধীনতা-পিয়ালী লোকের সত্যই কষ্ট হয়। তবে বাচ্চ। অবস্থায় তাহাকে বন হইতে বন্দী করিয়া আনিলে সে বন্দীশালাতেও বেশ থাকে। তাহাকে ষে যত্ন করে, খাওয়ায় পরায়, তাহার সঙ্গে বনমানুষ-বাচ্চার বেশ ভাব ङ्ग्न । মিঃ শিকূ নামে এক ভদ্রলোক এক জন্তু-দলের সঙ্গে সহরে সহরে ঘুরিয়া পশু-পক্ষী সম্বন্ধে বক্তৃতা করিয়া বেড়াইতেন। একদিন তিনি বক্তৃতা শেষ করিয়া একটা চেয়ারে বসিয়া আছেন। এমন সময় হটাৎ কে তাহার গলা জড়াইয়া ধরিল। তার পরেই দেখিলেন, একটা বনমানুষ বাচ্চা তাহার খাচার দুয়ার খুলিয়া বাহির হইয়া, র্তাহার কোলের উপর আয়েস করিয়া বসিল । নিউ ইয়র্ক জন্তুশালায় দেখা যায়, বনমানুষ তাগর পালকের সঙ্গে সঙ্গে বেড়াইতেছে। পালক হয়ত দৌড়াইয়া তাহার কাছ হইতে দূরে পলাইতে চায়, বনমানুষও লম্বা লম্বা পা ফেলিয়া ডিগৃবাজি খাইতে খাইতে তাহার সঙ্গে দৌড়াইতেছে। অনেক বনমানুষকে টেবিলে বসিয়া ছুরি কাটার সাহায্যে খাইতে দেখা যায়, বোতল হইতে মদ গেলাসে ঢালিয়া খাইতেও অনেক সময় দেখা যায়। ১৯০৮ সালের নিউ ইয়র্ক পশু-প্রদর্শনীতে একটি দুবছরের বনমানুষ বাচ্চা আনা হইয়াছিল। সে তাহার সহবাসী শিম্পাঞ্জীটাকে বড় ভয় করিত। শিম্পাষ্ট্ৰীটা তাহার দিকে ফিরিয়া দাত খিচাইলেই সে দৌড়াইয়া গিয়া, তাহীর পালকের গলা জড়াইয়া ধরিত। এমন করিয়া তাকাইত যাহাতে মনে হইত, সে যেন বলিতেছে —“ওগে, আমাকে ঐ অসভ্য কুৎসিত জানোয়ারটার হাত হইতে রক্ষা কর।” o