পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૨૭ প্রবাসী-শ্রাবণ, ১৩২৯ [ ૨રન ૩ાન, મેં ૨૭ త్కా ് കുസസ് സ സ്- TS T C AAAA S S S AAAA S eMAAA SAAAAAS SeS eAAA AAAAS AAAS SAAAeSeS ^^^ * * *ళ প্রেরিত হইলে, শ্ৰাদ্ধাঙ্গুষ্ঠান সার্থক হইবে। বাণীভবনের জন্ত বাড়ী ভাড়া লণ্ডয়া হইয়াছে। ছাত্রীও পাওয়া গিয়াছে। অবিলম্বে কাৰ্য্য আরম্ভ হইবে । বঙ্গে শিক্ষার জন্য নূতন সরকারী সাহায্য শিক্ষামন্ত্রী বঙ্গে প্রাথমিক শিক্ষার বিস্তারের জন্য নূতন করিয়া টাকা মঞ্জুর করিয়াছেন। তম্ভিয়, বালিকাদের শিক্ষা ; মুসলমানদের শিক্ষা ; অনগ্রসর শ্রেণীসমূহের মধ্যে শিক্ষার বিস্তার ; ব্যায়াম ও ক্রীড়াদি শিক্ষার দ্বারা দৈহিক উন্নতি ; মফঃস্বলে বেসরকারী কলেজসমূহের কাৰ্য্যক্ষেত্রের, বিশেষত্ব বিজ্ঞানশিক্ষার দিকে, বিস্তার ; বেআইনী দ্বাধ্য করিবার দিকে যাহাদের প্রবৃত্তি, এরূপ বালকবালিকাদের শিক্ষা ; এই-সকলের জন্যও টাকা মঞ্জুর করা হইয়াছে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত ৰাঙালী কবিদের মধ্যে র্যাহাদিগকে নবীন বলা যাইতে পারে, তাহাদের মধ্যে সত্যেন্দ্রনাথ দত্ত চিন্তা ভাব ও ভাষার সম্পদে শ্রেষ্ঠ ছিলেন । বিদেশী কবিতার অনুবাদে তিনি অদ্বিতীয় ছিলেন । র্তাহার অনুবাদগুলি মূল কবিতা বলিয়া মনে হয়। সকল প্রকার রস ও সকল প্রকার ভাবের চিন্তার ও ঘটনার অনুরূপ ছন্দের স্বষ্টি ও ব্যবহারে, এবং শব্দচয়ন ও শব্দবিন্যাসে তাহার অসাধারণ ক্ষমতা ছিল । তাহার কবিতায় তাহার অনাড়ম্বর নির্ভীক মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। গদ্য রচনাডেও তিনি স্বদক্ষ ছিলেন। তিনি যত বড় কবি ছিলেন, মানুষ ছিলেন তাহা অপেক্ষাও বড়। শান্ত সংঘত পৌরুষ র্তাহার প্রকৃতিতে নিহিত ছিল। যশের জগু ভীড় ঠেলিয়া জনতার সামনে দাড়াইরার প্রবৃত্তি প্তাহার ছিল না ; আত্মগোপন তাহার চরিত্রের সৌন্দৰ্ঘ্য বৃদ্ধি করিয়াছিল। কিন্তু যশ তাহার অনুসরণ করিয়াছিল। ক্লিনি যে বহুভাষাবিং পণ্ডিত ছিলেন, তাহা অল্প লোকেই জানিত । তাহার জাতি স্বাধীন হয়, মাছুষের সৰ্ব্ববিধ সদগুণে, অলঙ্কত হয়, সোজা হইয়া মাথা উচু করিয়া