পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه نغمانبوان প্রবাসী—ভাঙ্গ, ১৩২৯ [ २२* छां★, »भ थंé 4 ASAeAeAAA AAAA AAAA AAAA AAAA MAAA AAAAA പ് &--്.-ും പാ പ്പസ്പ്രസ്സ് & মধ্যপ্রদেশে বাঙ্গালী थांरश्8ांझां খৃষ্টীয় ১৯১১ অব্দের সেন্সাস গণনানুসারে মধ্যপ্রদেশে ও বেরারে ২৫৪৯ জন বঙ্গীয় নরনারী সংখ্যাত হইয়াছিলেন। তন্মধ্যে নাগপুর বিভাগে ছিলেন ৭৭২ জন, জব্বলপুর বিভাগে ৫৭৬, ছত্রিশগড় বিভাগে ৪৫৮, নৰ্ম্মদ বিভাগে ৩৮৩, বেয়ার বিভাগে ১৯৭ এবং ফরা মহলে ১৫৪ জন । অৰ্বাধিক শতাব্দী পূৰ্ব্বে নৰ্ম্মদ বিভাগে খাণ্ডোয়া নামে একটি জেলা গঠিত হয়, এক্ষণে উগ নিমার জেলার অন্তভূক্ত। জেলা গঠনের প্লায় কুড়ি বৎসর পরে অর্থাৎ ১৮৮• অকে। এখানে কাঙ্গালীর আবির্ভাব হয়। ইতিপূৰ্ব্বে নাগপুর প্রভৃতি স্থানে বাঙ্গালীর উপনিবেশ স্থাপিত হইয়াছিল। মধ্যপ্রদেশে প্রথমাগত বাঙ্গালীদের প্রধান ও প্রসিদ্ধগণের মধ্যে র্যাহারা পরবর্তীগণের পথপ্রদর্শক ছিলেন, তাহাদের এদেশে আগমনের কালানুসারে তিনটি দলে বিভক্ত করা যাইতে পারে। সৰ্ব্বপ্রথমাগত বা প্রথম দলের মধ্যে উল্লেখযোগ্য কোন্নগরনিবাসী স্বৰ্গীয় বাৰু বিহারীলাল বস্থ, কলিকাতার বাবু ক্ষেত্রমোহন বস্থ, সার বিপিনকৃষ্ণ বস্থ, বাৰু কুঞ্জবিহারী গুপ্ত, স্বৰ্গীয় বুীয় ভূতনাথ দে বাহাদুর, স্বৰ্গীয় রায় তারাণস বন্দ্যোপাধ্যায় বাহাদুর, নৈহাটী-নিবাসী স্বগীয় বাবু হরিদাস ঘোষ, কলিকাতা-হেদুয়ানিবাসী বাবু অম্বিকাচরণ দে এবং স্বৰ্গীয় বাৰু শ্ৰীশচন্দ্র চৌধুরী। ইহার নাগপুর, নসিংপুর, জব্বলপুর, সাগর ও হোসাঙ্গাবাদ প্রবাসী হন। ইহাদের পর আসেন বাৰু হরিদাস চট্টোপাধ্যায়, এম-এ, বি-এল, এবং তাহার সহযোগী স্বৰ্গীয় বাৰু প্যারীলাল গঙ্গোপাধ্যায়। এই দুষ্টজনেই খাণ্ডোয়ার সর্বপ্রথম বাঙ্গালী এবং সৰ্ব্বপ্রথম উকীল । ইহাদের পরবর্তী অর্থাৎ তৃতীয় দলের মধ্যে ছিলেন বেলঘরিয়া-নিবাসী স্বৰ্গীয় বাবু কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এবং স্বৰ্গীয় ব্যারিষ্টার ডি, ঘোষ। ইহারা সাগর ও জব্বলপুর প্রবাসী হন। ইহাদের পর মধ্যপ্রদেশে বাঙ্গালীর বাস ক্রমেই বুদ্ধি পাইতে থাকে । খৃঃ ১৮৮• জুজের পূৰ্ব্বে খাণ্ডোয়ার আদালতে বাদ প্রতিবাদীর স্ব স্ব পক্ষ-সমর্থন ও সাক্ষ্যসাবুদ দ্বারা মকদ্দমার নিম্পত্তি হইত। লোকের ধারণা ছিল এখানে ওকালতি ব্যবসায় চলিবে না, খাণ্ডোয়ায় উকীলের অন্ন নাই । ১৮৮০ অব্দের ৭ই জানুয়ারী ঐযুক্ত হরিদাস চট্টোপাধ্যায় মহাশয় এখানে আসিয়া সে ধারণা ঘুচাইয়া স্বীয় কৃতিত্ব প্রতিষ্ঠিত করেন। র্তাহার নিকট আমরা শুনিয়াছি, তিনি এখানে প্রথম বৎসরেই মাসিক চারিশত টাকা এবং পরবৎসরে মাসিক ছয়শত করিয়া উপার্জন আরম্ভ করেন। শ্ৰীযুক্ত হরিদাস চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় মহাশয় ১৮৫২ খৃষ্টাব্দের ফেব্রুয়ারী মাসে হুগলির গোসাই-মালপাড়া গ্রামে নিতান্ত দরিদ্র পিতার গুহে জন্মগ্রহণ করেন । যে-বংশে তাহার জন্ম, তাহ "অবসর্থী গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়ের বংশ” বলিয়া খ্যাত। অবসখী গঙ্গানারায়ণের সন্তানগণ দেশময় এক স্থান ত্যাগ করিয়া অন্যত্র প্রত্ৰজন করায় এই ‘ নামে