পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ai rit Il } পরিচিত হন। তাহদের মধ্যে র্যাহারা স্থায়ী বাস স্থাপন করিয়া "বসখী" নাম লোপ করিয়াছেন শ্রদ্ধাস্পদ হরিদাস চট্টোপাধ্যায় মহাশয় কলিকাতা ভবানীপুর ল্যান্সডাউন রোডে ভদ্রাসন, খাণ্ডোয়া ( মধ্যপ্রদেশ ) ও ইন্দোরে (মধ্যভারত) প্রাসাদতুল্য অট্টালিকা নিৰ্মাণ, এবং এই দুই প্রদেশেই ভূসম্পত্তি করিয়া, তাহাদের অন্যতম স্থান অধিকার করিয়াছেন। জগদ্বিখ্যাত ঔপন্যাসিক স্বনামধন্ত মনীষী বঙ্কিম-বাবর প্রপিতামহ এবং হরিদাস-বাবুর প্রপিতামহ সহোদর ভাই ছিলেন । এই বংশে যাহার পাশ্চাত্য-উচ্চশিক্ষা লাভ করিয়া উন্নতির শীর্ষস্থান অধিকার করিয়া কীৰ্ত্তি রাখিয়াছেন, বঙ্কিম-বাবু তাহাদের অগ্রদূত এবং স্বনুমিথ্যাত শ্ৰীযুক্ত অতুলচন্দ্র চট্টোপাধ্যায়, আই-সি-এস মহাশয় তাহাদের অন্যতম। হরিদাস-বাবুর পিতৃদেব স্বৰ্গীয় তারকনাথ চট্টোপাধ্যায় মহাশয় কলিকাতায শিপূ-সরকারি করিয়া যে দশ পনর টাকা মাসে উপার্জন করিতেন, জাহাতে অতি কষ্টে সংসার প্রতিপালন করিয়া পুত্রকে মানুষ করিয়াছিলেন । তিনি স্বহস্তে রন্ধনাদি করিয়া কলিকাতার বাসায় সামান্যভাবে জীবনযাপন করিতেন, কারণ এই সামান্য আয়ে মালপাড়া হইতে পরিবারবর্গকে আনিয়া কলিকাতায় রাখিবার সামর্থ্য র্তাহার ছিল না। কিন্তু হরিদাস-বাবু পিতার এরূপ দৈন্য সত্ত্বেও আশৈশব মুশিক্ষায় रक्षिऊ ठून नाझे । डिनि ८झ्यांब छल ७ ८थनिरङकौ কলেজে অধ্যয়ন করেন এবং প্রতিভাবান ছাত্র বলিয়৷ সৰ্ব্বত্র আদৃত হন । র্তাহার সময় সাটক্লিফ এবং পেন্ডুলার সাহেব কলেজের প্রিন্সিপ্যাল ছিলেন এবং শিক্ষক ছিলেন স্বনামখ্যাত স্বৰ্গীয় প্যারীচরণ সরকার। র্তাহার র্তাহার প্রতি অতিশয় প্রসন্ন ছিলেন। তখন প্রেসিডেন্সী কলেজে অসমর্থ মেধাবী ছাত্রকে অল্প বেতনে ভৰ্ত্তি করিয়া লইবার নিয়ম ছিল। এই অধিকারে হরিদাস-বাবু অৰ্দ্ধবেতনে উক্ত কলেজে অধ্যয়ন করেন। তিনি প্রত্যেক পরীক্ষাই স্বনামের সহিত উৰ্ত্তীর্ণ হন, এবং এম-এ পর্যন্ত বৃত্তি পান। তাহার গুরুভ্রাতৃদ্বয় নগেন্দ্র এবং যোগেন্দ্রনাথ সরকার, নাগপুরবাসী সার বিপিনকৃষ্ণ বস্থর সহোদর স্বৰ্গীয় নন্দকৃষ্ণ বস্থ, ভূতপূৰ্ব্ব মধ্যপ্রদেশে বাঙ্গালী . \პტპტ(: ‘সময়-সম্পাদক বাবু জানেন্দ্রনাথ দাস এবং বাবু মহেন্দ্র নাথ গুপ্ত র্তাহার সহপাঠী ছিলেন । 象 এম-এ পাশ করিবার পর বাৰ্ধক্যবশতঃ পিত অসমর্থ হইয় পড়িলে, হরিদাস-বাবকে বাধ্য হইয়া কলেজ ত্যাগ করিয়া উপার্জনের চেষ্টা করিতে হয় । তিনি প্রাইভেট টিউগুনী ও গবমেন্টের পূওঁবিভাগে অল্পবেতনে চাকরি গ্রহণ করিয়া তাহাতেই কষ্টে-স্থষ্টে সংসার পরিচালন এবং আইন অধ্যয়নের ব্যয় নিৰ্ব্বাহ করিতে থাকেন। - ১৮৭৮ অব্দে বি-এল পরীক্ষায় উত্তীর্ণ হইয়৷ তিনি সেই বংসরই আলিপুর ও পরে পাবনায় ওকালতি আরস্তু করেন। সেই সময় মধ্যপ্রদেশের আদালতে শ্ৰীযুক্ত বিপিনকৃষ্ণ বস্তু মহাশয় ওকালতি করিতেছিলেন। তখন নাগপুরে তাহার প্রসার খুব জমিয়া উঠিতেছিল। তাহার দিন দিন উন্নতি হইতেছে শুনিয়া হরিদাস-বাবু তাহাকে দেখিতে যান এবং তাহারই সাহায্যে মধ্যপ্রদেশে ওকালতি করিবার লাইসেন্স, পান। বিপিনবাবুই তাহাকে, যেখানে উকীল বেশী নাই এবং বাঙ্গালী নাই, সেইখানে গিয়া কাৰ্য্যারম্ভ করিতে পরামর্শ দেন। তাহার পরামর্শ-মতে বাঙ্গালী- ও উকীল-হীন খাণ্ডোয়ায় গিয়া তিনি ব্যবসায় আরম্ভ করেন। তাহার সঙ্গে যান নদীয়া কুড়ুলগাছির বিখ্যাত স্বাঙ্গুলী পরিবারের ৮ প্যারীলাল গাঙ্গুলী মহাশয় । তিনি হরিদাস-বাবুর প্রবর্ধিত জনহিতকর প্রত্যেক কাৰ্য্যেই সহযোগিতা করিতেন এবং সম্পূর্ণ র্তাষ্ঠীর পথাম্ববর্তী হইয়া চলিতেন। পূৰ্ব্বেই উক্ত হইয়াছে হরিদাস-বাবু খাণ্ডোয়ায় আসিয়া অবধি ওকালতি ব্যবসায়ে প্রতিষ্ঠা ও প্রতিপত্তি লাভ করেন। তিনি দেশের ৪০ টাকা বেতনের কেরাণীগিরি ত্যাগ করিয়া ৪•• এবং শীঘ্রই ৬০০ টাকা মাসিক উপার্জন করিতে থাকিলে, তাহার সংসার-প্রতিপালনের চিন্তা দূর হয় এবং তাহার স্বাভাবিক সদৃত্তিগুলি ক্ষপ্তি পাটতে থাকে। তিনি দেখিলেন খাণ্ডোয়া অতিশয় অস্থয়ত স্থান। ইহার চতুষ্পাশ্ববর্তী স্থানসমূহও তদ্রুপ। দেশীয় লোকের মধ্যে শিক্ষার অভাব এবং সামাজিক কুসংস্কার অতিশয় প্রবল । নাগপুর জব্বলপুর প্রভৃতি স্থানে বাঙ্গালীর সংশুবে যদিৰ শিক্ষার অবস্থা ও সংস্কারের অনেকূট পরিবর্তন হুইয়াছে,