পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—ভাদ্র, ১৩২৯ SAMASAMAMMAMSAASAASAASAAAS A SAAAAAMS সিন্ধিয়া ১৭৬৫ খৃষ্টাকে তাহাকে পরাস্ত করিয়া বিতাড়িত করিয়া দিলেন। দুঃখের বিষয় মহাদজী সিন্ধিয়া কিংবা লোকেজ সিংহ দুজনের মধ্যে সে সময় একজনও ছিলেন না । প্রিন্স, বলবস্তরাও "গোয়ালিয়রনামা" অতুবাদ ও করিয়াছেন, তাহা হইতে যাহা জানিতে পারিয়াছি उांशe cबां५ श्य टैिंक नग्न । ‘গোয়ালিয়ারনামা'র কবি বলিতেছেন, পেশবার সেনাপতি বিনচুরকর গোয়ালিয়র হইয়া দিল্লী যাইতেছিলেন, পথে সহসা গোয়ালিয়র ভূর্গে শাশ-বছ'র মন্দির খৃষ্টাকে দুর্গটি নিজের অধিকারে রাখিলেন । শেরগাহের স্বর-বংশীয় বাদশাহুদিগেরও আধিপত্য অধিকদিনস্থায়ী হয় নাই,—১৫৭০ খৃষ্টাব্দে আকবর সাহু দুর্গটি আবার জয় করিলেন । * মোগলদিগেব জ্যোতি ক্রমশঃ স্নান হইয়া আসিল । ১৮০০ খৃষ্টাব্দে গোহাঁদের জাট রাজা পুনরায় দুর্গ অধিকার করিলেন । তাহার পর “গোয়ালিয়র দুর্গ” মহারাট্রাদিগের অধীনে আসিল । এখনও অনেকে জানেন না কবে এবং কেমন করিয়া “গোয়ালিয়র দুর্গ” প্রথমে মহারাট্রাদিগের করায়ত্ত হইল। “গোয়ালিয়র গেজেটিয়রে" , " যtহ প্রকাশিত হইয়াছ ডাহা একেবারে ভিত্তিহীন। গেজেটিয়রের লেখক মহাশয় বলিতেছেন—‘১৭৬১ খৃঃ গোহাঁদের রাণ লোকেন্দ্র সিংহ “গোয়ালিয়র দুর্গ” জয় করেন, কিন্তু তাহার প্রাধান্ত অধিকদিন স্থায়িত্ব লাভ করিল নৃ-মহাদী 13. Cunningham's A. S. I., Vol II., p 394. 14 Ency. Frit, Vol. XII., p. 794. 15 Hunter's Imperial Gazettecoof India 16 Gwalior Gazetteer. Hy Captain, C. E. Luard, M. A. ... • জাট-ফৌজ উহাকে আক্রমণ করিয়া কতিপয় মহারাট্র সৈন্তকে দুর্গে রুদ্ধ করিয়া রাখে। বিনচুরকর দিল্লী না গিয়া “গোয়ালিয়র দুর্গ” আক্রমণ করিলেন, যুদ্ধে রাণার মৃত্যু হইল ও দুর্গে মহারাট্রাদিগের গেরুয়া রঞ্জিত পতাকা উড়িল ।” "গোপাচলাথ্যান” পড়িয়া আমরা যাহা অবগত হইয়াছি তাই বোধ হয় বিশ্বাসযোগ্য ৷ ‘পেশবার সেনাপতি বিঠলরাও বিনচুরকর যখন গোয়ালিয়র দুর্গ অবরোধ করেন তপন দিল্লী সম্রাটের প্রতিনিধি স্বরূপ কসোরআলি খাঁ দুর্গের স্ববাদার ছিলেন। স্ববাদার মহাশয় গোহাঁদের রাণী ভীমসেনের সাহাধ্য প্রার্থী হইলেও কিছুই কাজ হয় নাই । রাণা যুদ্ধে হত হইলেন এবং মহারাট্টাগণ বিক্রম ১৭৮৪ শ্রাবণ, ৬ই আগষ্ট ১৭৫৪ খৃষ্টাবে দুর্গ জয় করিলেন । বিনচুরকর প্রায় সতের বৎসর অবধি দুর্গের প্রতিনিধি স্বরূপ অবস্থান করিয়াছিলেন। র্তাহার মৃত্যুর পর কে একজন রঘুনাথ রাও বলিয়া দুর্গের মালীক হন। র্তাহারই সময় ‘গোয়ালিয়র দুর্গ গোহাঁদের রাণা ছত্র 17. ইনি বৰ্ত্তমান মহারাজের অগ্রজ । 18 Translated in English.