পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] ভুখন নারীর এক প্রকার বিশেষ নাচ নাচিয়া থাকে। এই নাচের উদ্বেগু স্বামীদের কার্ধ্যে সফলত এবং শরীরের বলবৃদ্ধি কামনা। নারীরা নানা রকম কবচ ইত্যাদি ধারণ করে। তাহাতে নাকি অস্থখ-বিমুখ দূর হয়, সন্তানপ্রসবের কষ্টও কুম হয় । নারীরা “লিৰো” নামে এক প্রকার জুমুখ খোলা ছালা পরিধান করে। দেহের উপুরাদ্ধে তাহারা তাকোছে৷ নামে জাম ব্যবহার করে । জাম বুকে আট থাকে। এই-সমস্ত বস্ত্র এক এক জাতি এক এক প্রকাল কাপড়ে তৈয়ার করে । কেহ কেহ খুব রঙিন করে। কেহু আবার দুই রঙের করে । সিম্বো কোমরে চামড়ার পেটির দ্বার আটকানো থাকে । & দ্বীপের মধ্য-প্রদেশের অধিবাসী নারীদের বেশ একটু সৌন্দর্ঘ্যের জ্ঞান আছে। তাহা তাহাদের পোষাক পরিচ্ছদ দেখিলেই বুঝিতে পারা যায়। পরিচ্ছদের কিনারে কিনারে তাহারা খুব চমৎকার নানা রকমের লেল লাগায়। এই লেস তাহাদের হাতের তৈরী। এইসমস্ত বস্ত্রের উপর যে স্বচীকাৰ্য্য থাকে, তাহাও খুব স্বল্প এবং চমৎকার। ইহাদের এক , রংএর সহিত আরএক রং মিলাইবার দক্ষতা প্রচুর । পুরুষেরা এক প্রকার চাদর ব্যবহার করে, তাহার রং শাদ, এবং শাদ স্থতার নানা রকম কাজ তাহার উপর থাকে। নারীরাও অনেকে , এই .চাদর ব্যবহার করে । বৰ্ত্তমান সময়ে অনেকে শ্বেতাঙ্গদের অন্থকরণে বিদঘুটে পোষাক ব্যবহার স্বরু করিয়াছে। বিশেষত টানানারিভো ইত্যাদি বড় বড় সহরে ইহা বেশী করিয়া লক্ষিত হইতেছে। মালাগাসি নারীর চুল বাধা এক বৃহৎ কার্য । একজনের চুল বাধিতে জন-কয়েকের সাহায্য প্রয়োজন । চুলগুলিকে অনেকগুলি বিহুনিতে ভাগ করা হয়। তার পর জাতীয় প্রথা অনুসারে বিমুনি-গাথা হয়। এই-সমস্ত হইলে তাহার উপর কাদা বা গরুর চৰ্ব্বি লেপা হয়। তাহাতে বিমুনি ঠিক থাকে, এবং মাসে এক বারের বেশী চুল বাধিবার দরকার হয় না। চুল বাধিরার সরঞ্জাম —একখানা কাঠের চিরুণী এবং মাথা পরিষ্কার করিবার जष्ठ একটুকরা সুচাল হাড়ের বা তামার কাটা । .. মহিলা-মজলিস—ম্যাডাগাস্কারের নারী : e 坪・8、 মালাগাসি-নারী নাচ গান খুব ভালবাসে। তাহাদের বাশের তৈরী একপ্রকার বাদ্যযন্ত্র, আছে, বিভিন্ন দৈর্ঘ্যের বঁাশের ফালি এক সঙ্গে ੇ বঁাশের গায়ে বসান থাকে, তাহাতে ঘা মারিলে খুব তীক্ষ স্বর বাহির হয়। নাচের বিশেষ কোন বালাই নাই, সামনে এবং পিছনে নড়া-চড়া ছাড়া আর কিছুই করিতে হয় না। নাচ একলা ও হইতে পারে, আবাব দলবদ্ধ হইয়া ৭ চলে । o হেভি ( এণ্টিমেরিন ) নারীলাম্ব-পরিহিত। চেহারা বিশুদ্ধ মালয়-জাতীয়ের মত সন্তান ভূমিষ্ঠ হইবার পূর্বেই ঘরের মাঝে মাদুর আড়াল দিয়। আর-একটি ছোট কামবা করা হয় । কামরার মাঝখানে আগুন জলে সব সময়, কারণ, ইহাদের মতে ঘর 'গরম থাকিলে প্রস্থতির কষ্ট কম হয় এবং শরীর তাড়াতাড়ি সবল হইয়া উঠে । অস্বীয় বন্ধুবান্ধব সকলেই ভাবী-জননীকে দেখিতে আসে এবং কিছু টাকা ভেট দিয়া যায়। এই ভেট দেওয়ার উদেশ্ব জ্বালানি কাঠের খরচ জোগানোতে সাহাড় করা। ছেলে বা, মেয়ে যাই