পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > o প্রবাসী—বৈশাখ, ১৩৩২ ২৫শ ভাগ, ১ম খণ্ড একদিন তাহার এক শিল্পী-বন্ধু বাড়ীতে নিমন্ত্রিত হইয়া প্রয়োজন উপযুক্ত-পরিমাণ রজত-খণ্ড মজুত থাকিলে, তাহ আসিলেন। নানা বিষয়ে আলাপ হইবার পরে শিল্প- পাইতে কিছুই কষ্ট করিতে হয় না। সে-জিনিষ কে বিষয়ে কথাবার্তা আরম্ভ হইল। শিল্পী সেইস্থত্রে গৃহসজ্জায় ভারতীয় শিল্পকলার বিষয় বলিতে আরম্ভ কৱিলেন । এইবিষয়ে গৃহস্বামিনীর বিশেষ উৎসাহ ও আগ্রহ দেখা গলিত ৰুচিপূর্ণ পাত্র চুনী হইতে যন্ত্র দ্বারা পালিশ করিবার টেবিলে লইয়া যাওয়া হইতেছে গেল। তাহার অনুরোধে শিল্পী বন্ধুকে কয়েকটি ছবি আঁকিয়া বিষয়টি বুঝাইতে হইল এবং ফলে তিনি ঐরুপ কোন-একটি জিনিষের নক্স দিবেন এইরূপ অঙ্গীকার করিয়া আসিলেন। " r দিন-কয়েক পরে একটি আয়নার নক্সা আসিল । সেটি গৃহকত্রীর পছন্দ হওয়ায় তিনি খুলী হইয়া নক্সাটি তাহার আসবাব-ওয়ালাকে দিলেন। অল্প দিনের মধ্যেই একখানি সুন্দর আয়- সেই বাড়ীর কোন বিশেষ ঘরের শোভাবৰ্দ্ধন করিতে লাগিল । শুনিয়া মনে হয়, এ আর কি একটা বড় কথা ? একখান আয়নার দরকার, সেখানার নক্স একজন আঁকিয়া দিলেন আর আসবাবের দোকানে তাঙ্গ তৈয়ারি হইল । অলমতি বিস্তরেণ ! আজকালকার দিনে চারিদিকেই বড়-বড় বাজার, দোকান, হাটে লঙ্ক-রকম কারবার চলে। দেশ বিদেশের জিনিষ, শক্ত সংশপ্রকারের কারখানার জিনিষ, প্রত্যেক শহরেই সরবরাহ ও ক্রয়-বিক্রয় চলিয়াছে। যখন যাহা কোথায় কি-প্রকারে প্রস্তুত করিল তাহ জানিবার কোনই প্রয়োজন নাই। আর সেদিন নাই, যখন সামান্ত কাচের চুড়ি পরিবার সখ মিটাইবার জন্ত হুমায়ুন বাদশার সাম্রাঙ্গীকে স্বয়ূর আরবদেশ হইতে চুড়িওয়ালা আনাইয়৷ নিজের প্রাসাদে রাখিতে হইয়াছিল। সেদিনও নাই যখন টাভানিয়ের ন্যায় বিদেশী "ফেরিওয়ালা” কয়েক-বৎসরকালের মধ্যে এদেশ হইতে অতুল ঐশ্বৰ্য্য লইয়৷ গিয়াছিল। একাল এইরূপ আশ্চৰ্য্য, যে, ঘে-দূর্পণের কাহিনী লেখা হইতেছে, তাহার বিষয় কল্পনা করিবার পূর্বেই তাছার জন্মলাভ হইয়াছিল বলিলেই চলে । কিন্তু কোথায় এবং কি-প্রকারে ? আয়নার কাচটি, স্বদুর চেখোশ্লোভাকিয়া দেশের এক কাচের কারখানায় ধূম, ধূলি ও উত্তাপের মধ্যে জন্মলাভ করে। ইহার জন্য বিশেষ-বিশেষ খাদ ও খনি হইতে বিশুদ্ধ বালি ও চুণ আসে । সে বালি ও চুণে লোহা ম্যাগ্নেশিয়া ইত্যাদি ধাতুর সংস্পর্শ ছিল না এবং উদ্ভিজ্জ গলিত-কাচ ঢালাই বা প্রাণিজ কোনওপ্রকার ময়লা বা অভ্রচুর্ণ মাটি ইত্যাদির পরিমাণও যতদূর-সম্ভব কম ছিল । সোডা ও সোডিয়ম্ সলফেট কাচের বিশেষ উপকরণ, তাহার জন্য বৃহৎ রাসায়নিক কারখানা সকলে -ফরমাইস