পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] AAMMAMMMMAMMeAMAMAAA AAAA AAAA AAAA AAAA S مم-----محم----- عےیہی ہے. নিবাসী vগোপীনাথ চট্টোপাধ্যায়, মহাশয়ের পুত্ৰ মহেশফুকে পাটনা প্রেরণ করিয়ছিলেন। তিনি কিছুকাল এখানে পারস্ত-ভাষা শিক্ষা করিবার পর বাবু প্রসন্নকুমার বন্ধ্যোপাধ্যায়ের চেষ্টায় আফিমের কুঠীতে কৰ্ম্ম প্রাপ্ত হন এবং বাকীপুরে স্থায়ী বাস স্থাপন করেন। তাহারই দুই পুত্র সব জীবাগের বাটতে জন্মগ্রহণ করেন। কনিষ্ঠ বাবু হরিদাস চট্টোপাধ্যায় গয়াকেই নিজ কৰ্ম্মক্ষেত্র করিয়া লন। জ্যেষ্ঠ কালিদাস-বাবু উক্ত আফিসের কুঠতে কৰ্ম্ম প্রাপ্ত হইয়া দক্ষতার গুণে সৰ্ব্বোচ পদ লাভ করেন । পাটনা-প্রবাসী রাজা শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠা ভগিনী শ্ৰীমতী অম্বিকাসুন্দরী দেবীর সহিত র্তাহার বিবাহ হয়। কালিদাস-বাবুর আস্তরিক কালীভক্তি তাহার নামের সার্থকতা সম্পাদন করিয়াছিল। তিনি শেষ-পৰ্য্যন্ত ভক্তিভরে কালীপূজা করিয়া ১৯০২ খৃষ্টাবো প্রতিমা-বিসর্জনের দিন মানবলীলা সম্বরণ করেন। তাহার সন্তানাদি হয় নাই। কাশীর কাপাশী ব্ৰহ্মপুরীতে তিনি একটি শিবমন্দির স্থাপন করিয়া গিয়াছেন । র্তাহার পিত মহেশ-বাৰু যখন ফারসী শিক্ষার জন্য পাটনা যাত্রা করেন, তখন তাহার স্বগ্রামনিবাসী পাটনার বিখ্যাত উকীল এবং "Travels in India” নামক পুস্তকের লেখক yখামাচরণ বন্দ্যোপাধ্যায়ের পিতা ৬/গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় সহযাত্রী হইয়াছিলেন। গোপাল-বাবুও আফিম-বিভাগে কৰ্ম্ম লইয়া বাকীপুরে স্থায়ী হইয়াছিলেন । খৃষ্টীয় ১৭৮৬ অব্দে দ্বাদশ-বর্ষ-মাত্র বয়সে স্বনামধন্য মহাত্মা রাজা রামমোহন রায় পারস্য ও আরবী ভাষা শিক্ষার জন্ত পাটনা-প্রবাসী হইয়াছিলেন। গঙ্গার উপকূলে যথায় জগৎশেঠের প্রাসাদ ছিল, তাহার নিকটে অর্থাৎ বর্তমান বিলুপ্ত প্রাসাদ ও দুর্গের মধ্যবৰ্ত্তী মাত্রাসার সন্নিহিত পল্লীর কোনো বাটীতে তিনি বাস করিতেন এবং উক্ত মাদ্রাসায় অধ্যয়ন করিতেন । সে বাটীর সন্ধান আমরা পাই নাই । তিন বৎসরে এখানে জনৈক মৌলবীর নিকট শিক্ষা সমাপ্ত করিয়া তিনি সংস্কৃত শিক্ষার জন্ত বারাণসী গমন করেন। এই শিক্ষার ফলে তিনি উত্তরকালে মুসলমান-সুধী-সমাজে "জবরদস্ত মৌলবী” নামে খ্যাত হইয়াছিলেন। বাকীপুরের প্রবীণ উকীল ঐযুক্ত রামলাল সিংহ মহাশয় তাহার 88–t বিহারে বাঙ্গালী উপনিবেশ e)&d গৃহ সযত্ন-রক্ষিত রাজার লিখিত একখানি পুস্তিক আমাদের দেখান। * উহা পাটনার অ্যালেনব্যাক সাহেবকে রাজা উপহার দিয়াছিলেন। উক্ত সাহেব তখন গুলজারবাগে থাকিতেন। উপহৃত পুস্তকের নাম পত্রের উপর *tol woos fiftutoR-William Allenback from the Author. শতাধিক বর্ষপূৰ্ব্বে বাকীপুর সহরের মারুফগঞ্জ-পল্লীতে ব্যবসায়-উপলক্ষে কয়েকজন বাঙ্গালী আসিয়া বাস করিয়াছিলেন। লবণ, চাউল, গম, তিনি, তৈল, তুলা প্রভৃতির অনেকগুলি গদি র্তাহার এখানে স্থাপিত করিয়াছিলেন । আজিও তৈলাদির আড়ত এখানে বিদ্যমান আছে। ঈস্টু ইণ্ডিয়া কোম্পানীর আমল হইতে ইংরেজের সোর ও নিমকমহালের যে-সকল বাঙ্গালী এদেশবাসী হইয়াছিলেন, তাহাদের সমসাময়িক ও পরবর্তী কালের বাঙ্গালী ব্যবসায়ীরা এখানে ৫২টি গদি স্থাপিত করেন। তন্মধ্যে মানকুণ্ডের খা-বাবুদের গদি ছিল প্রধান । মারুফগঞ্জে র্তাহারা প্রতিষ্ঠিত হইয়া পাটনায় সৰ্ব্বপ্রথম জাতীয় অনুষ্ঠান দুর্গাপূজার প্রবর্তন করেন। মুর্শিদাবাদের সাহাদের বাড়ী মারুফগঞ্জে এখনও বিদ্যমান আছে । ৫২ গজির অন্ততম গদিয়ান দেবীপুরের ভূস্বামী সিংহ-বাৰুর মহাজন হইতেই জমিদার হন। কলিকাতা ও কালনায় তাহাঁদের সদর গদি ছিল। কালনার অংশবিশেষ এখনও তাহাদের জমিদারিভূক্ত। বাকীপুরে তাহাজের এক প্রকাও অট্টালিকা আজও বিদ্যমান রহিয়াছে। কিন্তু তাহাদের বংশধরগণ এখানে বাস না করায় তাহা শূন্ত পড়িয়া আছে এবং অযত্বে নষ্ট হইয়া যাইতেছে। এই পল্লীতে একসময় বাঙ্গালী-প্রাধান্ত থাকায় ইহা “বাবুয়াগঞ্জ” নামে আজিও প্রসিদ্ধ। ঐযুক্ত ক্ষেত্রনাথ বন্দ্যোপাধ্যায় কাব্যকণ্ঠ মহাশয় ইহাদেব সম্বন্ধে এক প্রবন্ধে লিখিয়াছেন,—*৬৫ বৎসর বয়ঃক্রম-কালে নীলাম্বর কাশীদর্শনের জন্য ব্যাকুল হইয় উঠেন এবং দেবীপুরের অন্যতম জমিদার ঐযুক্ত নহ্মগোপাল সিংহ ও ঐযুক্ত আনম্বগোপাল সিংহ মহাশয়দিগের পিতৃদেব স্বৰ্গীয়

  • Translation of Ishopanishad one of the chapters, of the Zajurveda”. By Ram Mohon Ray, Calcutta. Printed by Phillip Pereira, at the Hindustanee Press, 1816.