পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] ১৬১৩ সালে প্রথম ঈস্ট ইণ্ডিয়া কোম্পানী এদেশে আসে । ভারতবর্ষে ও এসিয়া মহাদেশের অন্যান্য দেশে বাণিজ্য করিয়া ধন উপার্জন করিবার জন্যই বিলাতে এই কোম্পানী গঠিত হয়। ভারতবর্ষের কোন অংশের বা সমগ্র ভারতবর্ষের প্রভু হুইবার বাসনা কোম্পানীর এদেশে আসিবার দীর্ঘকাল পরে উহার কোন-কোন কৰ্ম্মচারীর হৃদয়ে উত্থিত হয়। কোম্পানীর এদেশে আসিবার উদ্দেশ্য যে এই ছিল, তাহা ভারতবর্যের প্রতি দ্যায়বিচারপরায়ণ কোন ঐতিহাসিকের গ্রন্থেই লিখিত আছে, এমন নয় ; ইংরেজ ভারতেতিহাসলেখকদের মধ্যে যাহার সত্যনিষ্ঠ৷ যেরূপই হউক, ঈস্ট-ইণ্ডিয়া কোম্পানীর এদেশে আসিবার কারণ-সম্বন্ধে সকলেই একমত ; সকলেই এই সত্য কথাই লিপিবদ্ধ করিয়াছেন, ধে, কোম্পানী বাণিজ্য করিবার জন্য এদেশে আসিয়াছিল । ভারতবর্ষে ইংরেজ-রাজ ই-কালের ইতিহাসের কোনকোন ঘটনা বা উহাতে বর্ণিত কোন-কোন ব্যক্তি-সম্বন্ধে আগেকার ঐতিহাসিকেরা যাহা লিখিয়া গিয়াছেন, পববৰ্ত্তী ঐতিহাসিকেরা তাহা ভ্রান্ত বলিয়া প্রমাণ করিতে চেষ্টা করিয়াছেন। কোন-কোন ক্ষেত্রে আগেকার লেখক দের বহিতে ইচ্ছfরুত বা অজ্ঞতা-প্রসুত অপ্রকৃত কথার সমাবেশ হুইয়াছিল, প্রমাণিতও হইয়াছে । কিন্তু ঈস্ট-ইণ্ডিয়া কোম্পানীর ভারত-আগমনের উদ্দেঙ্গ-সম্বন্ধে সাবেক ও আধুনিক ঐতিহাসিকেরা একমত। চেম্বাসের এনসাইক্লোপীডিয়ার যে নূতন সংস্করণ বাহির হইতেছে, তাহার দশ খণ্ডের মধ্যে ছয় খণ্ড বাহির হইয়াছে, চারি খণ্ড এখনও বাহির হইতে বাকী । এপ্রকার আধুনিক বছিতে ঈস্ট-ইণ্ডিয়া কোম্পানীকে প্রথমতঃ বণিকূই বলা হইয়াছে, এবং ইহাও বলা হইয়াছে, যে, অর্থলোলুপতা ও উচ্চাকাঙ্ক্ষা ক্ৰমে-ক্রমে কোম্পানী বা তাহার কৰ্ম্মাদিগকে দেশী রাজাদের ঝগড়ায় কোন-না-কোন পক্ষ অবলম্বন করিতে প্রবৃত্ত করে ; ভারতীয় সভ্যতাকে বাচাইবার জন্য তাহারা কখনও কোন পক্ষ অবলম্বন করে নাই । *

  • “I’roperly speaking,

the company were only merchants: sending out bullion, loud, 'ಕ್ಡ woollens, hardware, and other goods to India : and bringing home calicoes, silk, diamonds, tea. porcelain. বিবিধ প্রসঙ্গ—ইংরেজদের ভারত আগমনের কারণ &tూసి কোম্পানী যে-সব ঝগড়া-বিবাদের সুযোগ পাইয়া, কোন-না-কোন পক্ষ অবলম্বন করিয়া ক্ৰমে-ক্রমেরাজ্য-স্থাপন ও প্রভুত্ব-লাভ করিতে সমর্থ হয়, তাহার আরম্ভ হয় কোম্পানীর এদেশে আসিবার অনেক পরে } আওরংজীবের রাজত্ব-কালের পূর্বেই ব্রিটিশ বণিকের এদেশে আসিয়াছিল। তখন মুসলমান রাজত্ব স্বদৃঢ় ছিল। আওরংজীবের রাজত্ব-কালে ( ১৬৫৮-১৭০৭) মোগলসাম্রাজ্যের বিনাশের বীজ রোপিত হয় । তাহার মৃত্যুর পর উহার পতন আরম্ভ হয়। তখন হইতে দেশী মুসলমান ও হিন্দুরাজাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলিতে থাকে ; এবং সেই সুযোগে, কথামালার ধূৰ্ত্ত শৃগালের মত, ইংরেজরা শিকার দখল করিতে আরম্ভ করে । পৃথিবীতে যে-সব জাতি অন্য জাতিদের দেশ দখল করিয়া আছে, তাহারা নিজের-নিজের ব্যবহারে কোন দোষ দেখিতে পায় না; কিন্তু অন্য মাসতুতো ভাইদের সমালোচনা তাহার করে । এই . মাসতুতো ভাইদের মুখ বন্ধ করিবার প্রয়োজন হইলে ইংরেজরা বলে, যে, তাহীদের রাজত্ব ভারতীয়েরা খুবই পছন্দ কবে, ভারতীয়দের সম্মতিক্রমেই তাহার শাসন করিতেছে । কিন্তু আলোচ্য বক্ততায় লর্ড বার্কেনহেড বলিতেছেন, যে, তলোয়ারের সনন্দেই ইংরেজরা রাজত্ব করিতেছে। pepper, drugs ..saltpetre, et., from , thence. Not imorely with India, but with China and other parts of the East, the trade was monopolised by the Company : antl hene" arose., theil great. tradę in China tea, porcelain. and silk lontil Clive's day, however, paltry and insufficient salaries were paid to the servants of John Company’, who were permitted to supplement their income by every means in their power- to , shake, the naroda tree". By degrees avarice and ambition led the Compahy. or their agents in India, . to take part in the quarrels aimong the native primeos ; this grave theiu hower and influence at , the native courts, and lence arose the aquisition of sovereign powers over vast regions. រ៉ែ thus became valued, by the Company not only as pommercially profitable, but as affording to the kinsfolk and friends of the directors opportunities of making vast fortunes hy political or military enterprises. এখানে ভারতীয় সভ্যতা সংরক্ষণের কোন কথাই নাই। ভারতবর্ধ ८कtन्छनैौब्र गऽक्र जांछखनक क्लिश dवः छि८ब्रप्लेबमब्र जाम्रौग्न-वअब ७ বন্ধুদের বিশাল ঐশ্বৰ্য লাভের উপায় ছিল, ইহাই এখানে লেখা আছে । अदर ऐशरें गठा कर्षl ॥