পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—লর্ড রেডিঙের বাজে কথা @>守 জানিবার কথা নহে, জানিতে হইলে যত সময় দিতে হয়, তত অবসর গান্ধীজির নাই। অথচ এই বিষয়ে তিনি মত প্রকাশ করিয়া ফতোজা জারী করিয়া বসিলেন। তিনি সৰ্ব্বজ্ঞতার দাবী করেন না, জানি ; কিন্তু তিনি আর্ট, চিকিৎসা, হিন্দুশাস্ত্র, সমাজবিজ্ঞান, বংশানুক্রমতত্ত্ব, প্রভৃতি নানাবিষয়ে এমন দ্বিধাশূন্তভাবে মত প্রকাশ করেন, যাহা ८रुदन भै-भै विषट्शूद्र विt*षाखद्र भूथ३ ८भांडा भांग्र । অবগু, যাহার। সকল বিষয়েই র্তাহার মত জানিতে চায়, তাহাদেরও দোষ আছে । শ্ৰীযুক্ত রাধিকামোহন লাহিড়ী রায় বাহাদুর রাধিকামোহন লাহিড়ী মহাশয়ের মৃত্যুতে বাংলাদেশ একজন সহৃদয় অকপট কৰ্ম্মী হারাইয়াছে। তিনি কাৰ্য্যদক্ষতাগুণে ডাক-বিভাগে সহকারী चैबूद्ध ब्रांषिकांtघांश्न जांश्छ्रिी ডিরেক্টর জেনার্যাল হইয়াছিলেন। সরকারী কাজ হইতে অবসর লইয়া তিনি দেশের সেবায় মনোনিবেশ করিয়া - ছিলেন। গ্রামসকলের সর্বাঙ্গীণ উন্নতির জন্ত তিনি আন্তরিক চেষ্টা করিতেন । সমবায়-সমিতি স্থাপন ও পরিচালনের জন্ত যে প্রতিষ্ঠান আছে, তিনি তাহার অবৈতনিক সম্পাদক ছিলেন। সমাজ-সংস্কার কার্ধ্যে তিনি উৎসাহী ও উদ্যোগী ছিলেন । বালিকা-বিধবাদের পুনৰ্ব্বিবাহ দান, অস্পৃশ্যতা-দূরীকরণ,প্রভৃতি কাজে তাহার আগ্রহ ছিল। তিনি ফরিদপুর জেলার কড়কদি গ্রামের অধিবাসী । উহার উন্নতির জন্ত বিশেষ সচেষ্ট ছিলেন । উছার জলাশয় সকল হইতে কচুরী পান তুলিয়া নষ্ট করিতে তিনি সকলকে অনুরোধ করিতেন। একখানি খবরের কাগজে পড়িয়াছি, এ-বিষয়ে সকলকে मूछेखि দ্বারা উৎসাহিত করিবার নিমিত্ত তিনি স্বয়ং এই কাজ করিতে গিয়া জরাক্রাস্ত হন, এবং সেই জরেই তাহার প্রাণবিয়োগ হইয়াছে । লর্ড রেডিঙের বাজে কথা যে রেডিং-সহর বিস্কুটের জন্য বিখ্যাত ও যাহার নাম-অমুসারে তাহার উপাধিৰ নাম হইয়াছে, লর্ড রেডিং কিছুদিন হইল, তথায় একটি বক্তৃতা করিয়া ইংরেজজাতির নানা গুণ কীৰ্ত্তন করিয়াছেন । ইংরেজদের অনেক সদগুণ আছে । অনেক ইংরেজ কবি ও অন্যান্য লেখকদের নিকট আমরা জ্ঞান ও আনন্দের জন্য ঋণী। অন্ত-প্রকারের কোন কোন ইংরেজকেও আমরা ভালবাসি ও শ্রদ্ধা করি । সেই কারণে এবং বিশেষভঃ অনর্থক কাহারও দোষেদিঘাটন করিতে ভাল লাগে না বলিয়া আমরা কোনজাতির দোষ দেখাইতে ব্যগ্র নহি । যদিও সাংবাদিকের কৰ্ত্তব্যই এরূপ, যে, তাহাীে প্রায় বিশ্বনিন্দুক হইয়া উঠিতে হয়। তথাপি ভারতবর্ষ সম্বন্ধে ইংরেজ জাতির যে-প্রশংসা পাওনা নহে, তাহা কে তাহাদিগকে দিলে, নীরব থাকা উচিত নহে, বলিয় আমাদিগকে লর্ড রেডিঙের বক্ততা-সম্বন্ধে দু-এক কং বলিতে হইতেছে। ইংরেজদের যে সব গুণের উল্পে তিনি করেন, নীচে তাহার কয়েকটি মূত্র इहेण ।