পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՋՀ Ե ছোকরা অঙ্কের প্ররোচনায় বালিকাকে হত্যা করিয়াছে । পুলিস আসামীর বিরুদ্ধে বন্ধ প্রমাণ উপস্থিত করিল, প্রধান প্রমাণ ইহুদীদের অস্তিষ্ঠানিক নরহত্যা । ছোকরার প্রাণদণ্ডের জগু দেশবাসী ক্ষেপিয়া উঠিল। মাসারিক এ-বিষয়ে অনুসন্ধান করিয়া প্রকাশ করিলেন যে পুলিসের আনীত অধিকাংশ প্রমাণই অবিশ্বাস্ত এবং আঙ্গুষ্ঠানিক নরহত্যার কথা সম্পূর্ণ মিথ্যা। বহুতর শাস্ত্রীয়, ঐতিহাসিক ও লৌকিক প্রমাণ দিয়া তিনি তাহার তর্কযুক্তি প্রকাশ করিলেন । দেশের লোক জলিয়া উঠিল, খবরের কাগঙ্গে, পথে-ঘাটে, সভা-সমিতিতে লোকে তাহাকে দেশ-, সমাজ- ও ধৰ্ম্ম- দ্রোহী বলিয়। গলাগলি ও অপমান করিল। তাহার ছাত্রর পৰ্য্যন্ত র্তাহার বিপক্ষে দাড়াইল । অপরাধ নিৰ্ভুল প্রমাণিত না হইলেও বিচারে লোকমতের খাতিরে ছোকরার প্রাণদণ্ড মাসারিক সমস্ত বিরুদ্ধত আগ্রাহ কfরয় প্রাণদণ্ড সকলেই বলিতে হইল । রহিত করিবার চেষ্টা করিতে লাগিলেন । লাগিল তিনি ইহুদীদিগের কাছে বিস্তুর ঘুষ পাইয়াছেন । যাহা তউক, শেষট চরম বিচারপতির প্রাণদণ্ড রচিত কfরয়! যাবজ্জীবন কারাবাসের ব্যবস্থা করেন । কিন্তু মাসারিক যে ধনী ইহুদীদের কাছে বড় অর্থ লাভ করিয়াছেন হাতে লোকের কোন সন্দেহ রহিল না । এষ্ট সময় তাহার বুড় বাপ গ্রাম হইতে প্রহায় ছেলের বাড়ীতে আসিলেন । তাতার আগমনের উদ্দেশু কিছুক্ত বুঝা গেল ন, কিছুই বলিলেন না, দিনকয়েক শহর দেখিয় বেড়াইলেন, বড়লোকদের বাড়ীর দরজায় চাকর-গাড়োয়ানদের সঙ্গে বfসয়া পাইপ টাfনয়। আলাপ করিয়া বেড়াইতে লাগিলেন, অবশেষে একদিন নির্জনে ছেলেকে বলিলেন, “বাপু হে, আমার সরাইখানাট ভাল চলিতেছে না, তোমার ঐ ঘুষের টাকাটা হইতে কিছু যদি দাও তবে ব্যবসাটার আবার উন্নতি করিতে পারি, কিছু জমিজমাও কিনিতে ইচ্ছা হইয়াছে।” মাসারিক সব নির্ধাত্তন অপবাদ লাঞ্ছন। খাড় হইয় সহিয়াছিলেন, কিন্তু তাহার নিজের পিত্তাও যে তাহাকে ঘুমুখোর বলিয়া বিশ্বাস করিতে পারিলেন ইহাতে তাহার দৃঢ়তা একেবারে ভাঙিয়া গেল, ভল্পোৎসাহ • পরবর্তী কালে প্রেসিডেণ্ট নিযুক্ত চহীয়া মাসারিক এই ইহুদীকে কারামুক্ত করেন । প্রবাসী 包°g第 হয়। তিনি চাকরি ছাড়িয়া প্রাহা ত্যাগের সংকল্প করিলেন। পত্নী শালটি তাহাকে বুঝাইয়া ও সাক্ষন-উৎসাহ fদয় তাহাকে প্রাহা ত্যাগের সংকল্প হইতে নিরস্তু করেন । যাহা হউক, সাধারণের স্মরণশক্তি কম, মিথ্যার শক্তিও বেশী দিন টিকে না । কিছু দিন পরে মসিারিক আবার পূর্বপ্রতিষ্ঠা লাভ করিলেন। ক্রমে তিনি পালে মেণ্টের সভ্য নির্বাচিত হইলেন । পালে মেটের সভ্য হিসাবেও মাসারিকের প্রধান অবলম্বন ছিল থাটি তথ্য, প্রমাণ ও পূর্ণ সত্যবাদিত । কেহ তাঙ্গকে মাথাগরম গোয়ার মনে কfরত, কিন্তু জfধকাংশ দেশবাসীঃই তিনি বিশ্বাসের পাত্র হইলেন । দেশের মুকি ৪ হজাতীয়ের উন্নতির জন্তু তিনি সৰ্ব্বদ প্রসাদা ছিলেন । পালে মেণ্টের গুপ্তক্ষেপ উল্লেখযোগ্য । কেই সমস্ত রূপে একটি ঘটনায়ু তাই বু gSu gD BBB BB BB BBBS BBBB LSBBS g S সাধিয়াকে অপদস্থ করিবার জন্য একট। মিথ মামল** আয়োজন কর হয় ও ঘুম দিয়! সাজানে সাক্ষী ম’৯৮ fন পালামেণ্টের সালিয়াল ও ক্রোটিয়ান সsেiঃ! করা হয় | অধ্যাপক ফ্রিডইয়ু নামক এক জন সাক্ষীর বিরুদ্ধে মানহানির মামল আনেন । মাসারিক এই মামলায় সাক্ষ্য দেন । অধ্যাপক ফ্রি উইয়ুং বলে যে স্টা: fর মgধ্য তিনি হাপসবুর্গ রাজদপুরের দলিলের উপর নির্ভর কfরয় বলিয়াছেন। মাসারিক আদালতে সাক্ষ্য দিলেন যে, হাপসবুর্গ-বংশের প্ররোচনায় বেলগ্রেডস্থ অষ্টিয়ান রাজদূত এই দলিল জাল করিয়াছেন । মাসারিকের এই সামের ফলে, তদানীন্তন অষ্টিয়ান সম্রাটের পররাষ্ট্রসচিব এইরেস্টাল লোকচক্ষে বিশেষ অপদস্থ হন । মাগরিক এই সময়ে বেলগেডে গিয় সাক্ষ্য-প্রমাণ সংগ্ৰছ করিতে থাকেন এবং ঐ দলিলগুলি সরকারী দপ্তর হইতে চুরি করান ( যোগ: কৰ্ম্ম স্বকৌশলং! ) । ব্যাপার এতদূর গড়াইল যে শেষে এ-বিষয়ের সত্যত নিৰ্দ্ধারণের জন্ত পালেমেন্টের একটি কমিটি নিযুক্ত হয় ও মাসারিক এই কমিটির সম্মুখে অকাটা যুক্তি প্রয়োগ করিয়৷ সাক্ষাং দলিল উপস্থিত করিয়া প্রমাণ করেন যে সেগুলি জাল। কমিটির অসুসন্ধানের সময় মাসারিকের প্রমাণের উত্তরে মন্ত্রী এহরেনটাল বলেন,