পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীমনোজ বস্তু ঘাটে নৌকা। সতীশ মহা তাড়াহুড়ো লাগিয়েছে—ও মার্সীম, এখনও হ’ল না ? যেতে যেতে বর এসে যাবে যে— গিন্নি তাড়াতাড়ি দালানে ঢুকলেন ; পথের সম্বল কিছু পান-সুপারি বেঁধে নিতে হবে । গিয়ে দেখেন, অবাক কাণ্ড । থাটের উপর একরাশ কাপড়চোপড় ছড়ানে, তার মাঝখানে চুপচাপ বসে আছে । এক মুহূৰ্ত্ত তাকিয়ে রইলেন, তার পর ধীরে ধীরে কাছে এসে তিনি মেয়ের পিঠের উপর হাত রাখতে অতু পুপ অনুপম করে উপুড় হয়ে পড়ল । —যাবি নে ? অতুপম ঘাড় মাড়ল । SBBB BB BBB BBS BBDD BGg ggD KDgSgggS অথচ ঘণ্টাখানেক আগে সে এখানে এসেছে, তখন তার এ মত ছিল না। এ খেয়ালী মেয়ের অস্ত পাওয়া ভার । বাড়ীর মধ্যে জোর খাটাতে পারেন এক কৰ্ত্তা। তিনি আজ চার দিন বাড়ীছাড়া, বিঘ্নেবাউ কাকড়া হয়ে বসেছেন । সতীশ এসে দিকি— বলণ—অষ্ট্র, তোর মতলবট কি, বল –ቕሽኛ! ካõ– —ত হ’লে এক্ষুনি ওঠ । নৌকোয় গিয়ে ব’ল ; গাঙের হt sয়ায় মাথা ছেড়ে যাবে--- ७छ्र**॥ ८म द४:० श्रदाद *** -! , xा५: ठूtर २:८४४ দিকে তাকিয়ে বলল—আর দেরী ক'রে - মা, তোমর। চলে যাও— হুকুমের স্বপ্ন, এর উপর কিছু বলা যায় না ; কোন wিন কিন্তু আজকের মোটেই সামান্য নয় । গিল্লি বলেনও না। প্যাপারটা ধে একটু হতপ্তত ক'রে তাই একবাব :শম ১ে%। কইলেন—তুঠ চল, নয়ত আমি যাব না-- আঠু শাস্ত স্বরে বলল---মাথ। ধরেছে ; এখুনি হয়ত জ? আসবে । সেখানে গিয়ে একটা গোলমাল ঘটিয়ে বসব, সে কি ঠিক হবে ? তুমি চলে યt૯ મ, મtત્તરૌદ્ધ fatઇ---ના citન চলে কখন8–fছ:– সতীশ ব্যথিত স্বরে বলল—তুমি কিন্তু এ জন্মে তোমার সঙ্গে কথা বলবে না, তা ব'লে দিচ্ছি— কথাটা ঠিক, মালতী বড় দুঃখ পাবে। এই বছর দুই যাচ না শুষ্ট, মালত