পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AMAeeAeeeeMeMAAMeAMAMAMAMSMJAAASAASAASAASAASAASAASAASAASAASAAMAAASAAAA প্রবাসী~ৰৈশাখ, ১৩৩৪ [ २१* छांश, sग थ७ ....ഹTarunnoBot (আলাপ) ১৭:১৬, ১৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)്TarunnoBot (আলাপ) പം....--സാബ് اندامنتالپce= সজ্জনগড়, উদয়পুর চারিধারে ঘরবাড়ি করেছেন । সে-সকল দিন, সপ্তাহ বা মাস হিসাবে ভাড়া পাওয়া যায় । উদয়পুরে থাকৃবার জায়গা উদয়পুর হোটেল (বিলাতি ধরণের) আর এই ফুলটাদবাড়ি । বাড়ি ভাড়া পাওয়া যায় না | - শীত বেশ পড়েছে বোঝা গেল। বিলাত থেকে আসার পর এতট। শীত অনেক দিন পাইনি। থার্ক্সমিটারে দেখলাম ৩৮ । গরম জলে মুখ-হাত ধুয়ে খাওয়া-দাওয়া করা গেল। তার পর এক ঘুমে রাত কাবার । সকালে উঠে ধাড়ির ছাদ থেকে দেখি, যে, চারিধারে পাহাড়। কিন্তু মরুভূমির কোনও চিহ্ন নাই । সমস্তই বেশ সবুজ গাছ লতা পাতায় ভরা। এ পর রোজনামচা হিসাবে দিনের হিসাব দিলে পাঠকের ধৈর্য্যচ্যুতি হবে। স্বতরাং সোজাস্থজি বর্ণনা দেওয়াই ভাল । . ষ্টয়ম্বপুর সহরটি তিন দিকে উচু দেওয়াল ঘেরা। ঞ্জোলের পরে একটি পরিখা আছে। দেওয়াল এখন শস্ত্রসজ্জাবিহীন । পরিখাটি সন্থর শুদ্ধ লোকে খিড়কির পুকুর হিসাবে ব্যবহার করে । সহরে ঢুকুবার জন্য কয়েকটি দ্বার আছে ; যথা, হাতি পোল, চাদ পোল (পোল অর্থে দ্বার, না পরিখার উপর পুল তা জানি না) ইত্যাদি । অবশ্ব একটি দিল্লী দরওয়াজাও আছে। সহরটি প্রায় ৫০ বর্গ মাইল বিস্তৃত একটি উপত্যকায় বসান। তবে উপত্যক হওয়া সত্ত্বেও রাস্তায় চড়াই উতরাই যথেষ্টই আছে। সহরের ভিতরটি পশ্চিমের যেকোনো পুরানো সহরের মত । আঁক-বাক রাস্তা, কোথাও চওড়া, কোথাও সরু, কোথাও পাথর-বাধান, কোথাও মেটে। বাড়ি ঘরও প্রায় সেই রকম, তবে জানলা দরজার জাফরি-কাট পাথরের কাজ আছে, আর বাইরের দেওয়ালে হাতি, উট, বা ঘোড়ার সোয়ার রাজপুত বা রাজপুতনীর ছবি আছে। সহরে মহারাণার আত্মীয় রাজা হিন্মত সিংজিয় প্রাসাদ ছাড়া খুব বড় বাড়ি আর নাই। তবে অাছে মহারাণার প্রাসাদ । পৃথিবীর যেমন তিন ভাগ জজঞ্জ