পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৮ পারেন। ইংরেজী বক্তৃতা, প্রস্তাব ও তর্কবিতর্ক তাহার। বুঝিতে পারেন না বা পরিবেন না। কিন্তু হিনী বা উর্দু, বুঝিতে অক্ষম সভের সংখ্যা ইংরেজী না-জানা সভোর সংখ্যা অপেক্ষ অধিক। স্বতরাং হিন্দী উর্দু চালাইলে কাজের অসুবিধা বেশী বই কম হইবে না। সমগ্রভারতে প্রচলিত যদি কোন ভারতীয় ভাষা থাকিত, তাহা হইলে, “জাতীয় ভাষা ভিন্ন স্বরাজ অর্থশূন্ত হইবে,” শেঠজির এই উক্তির আলোচনা আবখ্যক মনে করিতাম । বর্তমানে কিন্তু সেরূপ কোন দেশী ভাষা নাই। হিন্দীভাষীরা তাহীদের ভাষ৷ ভারতব্যাপী করিবার যে-সব স্বচেষ্টা করিতেছেন, তাহা প্রশংসনীয়। হিনী সাহিত্যের উৎকর্ষ সাধন, ভারতের সর্বত্র হিন্দী শিখাইবার ব্যবস্থা করা, স্বচেষ্ট।। কিন্তু ভোটের জোরে ভারতীয় ব্যবস্থাপক সভায় দেশের বহু ভাষার মধ্যে কেবল মাত্র হিন্দুস্থানী চালাইবার চেষ্টাকে আমরা স্বচেষ্টা মনে করি না, অন্ধ গোড়ামি মনে করি। অন্তান্ত দেশী ভাষাগুলা কি অপরাধ করিল ? সমগ্রভারতীয় প্রচেষ্টাসমূহে বাঙালীর স্থান ধৰ্ম্ম, সমাজ, শিক্ষা, রাষ্ট্রনীতি, অর্থনীতি, বাণিজ্য, পণ্যশিল্প, প্রভৃতি নানা বিষয়ে অনেক সমিতি, কমিটি প্রভৃতি গঠিত হইয়াছে ও হইতেছে । তাহার মধ্যে কোন-কোনট। গবন্মেন্টের দ্বারা গঠিত, অনেকগুলিই বেসরকারী নেতাদের দ্বারা গঠিত । আমরা লক্ষ্য করিয়া দেখিয়াছি, তাহার অনেকগুলিতে বাঙালী মোটেই নাই ; কিম্বা যদি থাকে ত বঙ্গের লোকসংখ্যার অনুপাতে যত থাকা উচিত, তত নাই । ইহার কায়ণ কি, বাঙালীদের ভাবিয়া দেখা উচিত। বদি বাঙালীদের অযোগ্যতাই ইহার কারণ হয়, তাহা হইলে যোগ্যতা বাড়াইবার চেষ্টা করা উচিত। অবশু, অযোগ্যতা ছাড়া কোন কোন স্থলে অল্প কারণও থাকিতে পারে । যে কারণেই হউক, অনেক প্রদেশের লোকদের বাঙালীদের প্রতি মনের ভাব ভাল নয়। সেইজন্স কখন কখন বাঙালীদিগকে বাদ দিয়া কাজ চালাইবার চেষ্টাও হইতে পারে। কিন্তু এরূপ প্রবাসী—বৈশাখ, ১৩৩৪ { ২৭শ ভাগ, ১ম খণ্ড চেষ্টা দ্বারা কেবল যে বাঙালীদের অনিষ্ট করা হয় তাহ। নহে, সমগ্র ভারতেরও অনিষ্ট করা হয়। ভারতীয় মহাজাতির ক্ষুদ্রতম অংশও অবজ্ঞেয় বা বর্জনীয় নহে। ভারতবর্ষের অল্পসংখ্যক ন্যায়বান বুদ্ধিমান লোক বহু পূর্ব হইতে"অস্পৃহ"ও"অনাচরণীয়” লোকদিগকে মহুষোচিত মৰ্য্যাদা দিবার চেষ্টা করিয়া আসিতেছেন। পরে রাজনৈতিক দায়ে পড়িয়া অন্য লোকেরাও ইহাতে আস্তরিক ব! মৌখিক যোগ দিয়াছেন । র্যfহীরা বাংলাকে বাদ দিয়া অগ্রসর হইতে চান, এই দৃষ্টাস্ত হইতে র্ত্যহাদের বুঝা উচিত, যে, পরে দায়ে পড়িয়া তাহাদিগকে বাংলার প্রতিও কৃপাকটাক্ষ করিতে হইবে। সমগ্র ভারতীয় যে-সব প্রচেষ্টা ভাল, বঙ্গের নেতৃস্থানীয় লোকদের তাহাতে যোগ দেওয়া উচিত, উদাসীন থাকা উচিত নয় । ডাকমাশুল কেন কমিল না ডাকমাশুল কমাইবার প্রস্তাব এবারও বজেট-বিতর্কের সময় করা হইয়াছিল ; কিন্তু ন-মঞ্জুর হইয়াছে। জাপানে লোকদের জনপ্রতি গড় আয় ও ব্যয় ভারতবর্ষ অপেক্ষ বেশী ; বঁচিয়া থাকিবার খরচ বেশী । তথাপি জাপানে এক-একটি পোষ্টকার্ডের দাম দেড় সেন্‌ বা দেড় পয়সা ; চিঠির নিম্নতম মাশুল তিন পয়সা ; *} খবরের কাগজের নিম্নতম মাগুল আধ পয়সা । কর্তারা বলিতে পারেন, জাপান ছোট দেশ, সেখানে সংবাদপত্র পোষ্টকার্ড ও চিঠি বেশী দূর লইয়া যাইতে হয় না ; স্বতরাং কম মাণ্ডলেই ডাকবিভাগের ব্যয় নির্বাহ হইতে পারে । আচ্ছা, তাহা হুইলে ভারতবর্ষ অপেক্ষ একটা বড় দেশেরই দৃষ্টান্তু লউন। ভারতবর্ধের আয়তন ১৮,০৩,••• বর্গ মাইল। আমেরিকার ইউনাটেড ষ্টেটুয়ের আয়তন ৩৯,২৬,৭৮৯ বর্গ মাইল ; আলাস্কা প্রভৃতি ধরিলে ৩৭,৪৩,৫২৯ বৰ্গ মাইল । যাহা হউক, তাহা না ধরিলেও ইউনাটেড ষ্টেটস্ ভারতবর্ষের প্রায় দ্বিগুণ বড়। এত বড় দেশে পোষ্টকার্ডের মাশুল এক সেন্ট অর্থাৎ ছ পয়সা মাত্র । অথচ আমেরিকার এই দেশে মানুষদের সাংসারিক খরচ