পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২ কলেজে অধ্যক্ষতা করিতেছেন । আমুরুদ্ধ কলেজটি ঘোষ মহাশয় তাহার অক্লাস্ত চেষ্টায় গড়িয়া তুলিতেছেন। পূৰ্ব্বে এই বিদ্যালয় কেবল পাঠশালার আকারে ছিল । তাহার চেষ্টায় এখন ইহা সেকেণ্ড গ্রেড স্কুলে পরিণত হইয়াছে। এই কাজে তাহাকে নানা বাধা পাইতে হইয়াছিল ; কিন্তু তিনি কিছুতেই দমিয়া যান নাই। তাহার উৎসাহের জন্য অনেক ধনী এবং নেতৃস্থানীয় লোক র্তাহার কাজে সস্তোব প্রকাশ করিয়াছেন, এবং বিদ্যালয়ের উন্নতিকল্পে অর্থ প্রদান করিতে প্রতিশ্রত হইয়াছেন। বিদ্যালয়ের নিজস্ব অট্টালিকার ভিত্তি স্থাপন করা হইয়াছে। এই অট্টালিকা শেষ হইলে ইহা সহরের মধ্যে একটি স্বরম গৃহ হইবে। বাড়ীর নক্সাতে ঘোষ মহাশয় সিংহলের প্রাচীন স্থাপত্যের সাহায্য লইয়াছেন। এই বিদ্যালয় শ্লাঘার বিষয় হইবে। কারণ ঘোষ মহাশয়ের প্রথম হইতে ইহা গড়িয়া তুলিতে হইতেলে বিদ্যালয়টি সমাপ্ত হইলে বাজাগীদের কিছু বলিবার খাকিবে। ৩। শ্ৰীযুক্ত ভূপেন্দ্রনাথ বস্থ ঐযুক্ত ভূপেন্দ্রনাথ বন্ধ এখানে পাচ বৎসর আছেন। এর জন্মস্থান হাবড়া জেলায় গোবৰ্দ্ধনপুর গ্রামে। ইনি উলুবেড়ে হাইস্কুল ও বঙ্গবাসী কলেজে অধ্যয়ন করেন । পরে শ্রীরামপুর গভর্ণমেণ্ট সেন্টাল উইডিং ইনষ্টিটিউট হইতে পাশ করিয়া কিছুদিন বঙ্গলক্ষ্মী ও ভারত অভু্যদয় মিলে কাজ করেন। ইহার পর বোম্বে, মেসাস করিমভাই ইব্রাহিম ও মধুর দাস গোকুলদাসের মিলে প্রথমে শিক্ষানবীশ ও পরে সহকারী রূপে পাচ বৎসর কাজ করেন । . বর্তমানে সিংহলে সিংহল স্পিনিং -এও উইভিং cott (Cylon Spinning and Weaving Co.,)co বন্ধন শিক্ষকের (weaving master) কাজ করিতেছেন। এই মিল সিংহলে হইলেও ভারতের মূলধনে এবং ऊांब्रफौब्र कांग्रैौभtब्रङ्ग अंदय कणिष्ठरक्ष । প্রবাণী—জ্যৈষ্ঠ, ১৩৩৪ बढ् बिझ)ाणाङ्ग कििककछ| uरु९ अक्षाकउ| रुब्रिङ्गा:झ्न । f o বর্তমানে কাfও সহরের নিকটে নওয়াল পিটিয়াতে অমুরুদ্ধ । [ ९१* छांनं, »ब थe ঐ ভূপেন্দ্রনাথ বন্ধ শ্ৰীযুক্ত বস্থ মহাশয় মিলের যাবতীয় কাজ সম্বন্ধে বহু অভিজ্ঞ এবং মজুরদের বন্ধু ; তাহার উপদেশ কলের মালিকেরা বহু বার গ্রহণ করিয়াছে, এবং কোম্পানী সেজন্য অনেকবার বিপদ হইতে রক্ষা श्रृंiइंग्रांtछ्न । ৪ । ঐযুক্ত দেবকিঙ্কর মুখোপাধ্যায় শ্ৰীযুক্ত দেবকিঙ্কর মুখোপাধ্যায় মহাশয় কলম্বোর টেকনিক্যাল কলেজে প্রায় ৩ বৎসর লেকৃচাৱায়ের কাজ করিতেছেন । জন্মস্থান বাগনাপাড়া, জেলা বর্ধমান ; ইহার পিতামহ অমৃতলাল মুখোপাধ্যায় ভূদেব-বাবুর বন্ধু ছিলেন । পিতার নাম ঐউতষ্কলাল মুখোপাধ্যায়। ইনি ১৯১৪ সালে উত্তর পাড়া গভর্ণমেন্ট ভূল হইতে প্রবেশিক পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজসাহী কলেজ