পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sye প্রবাসী-আষাঢ়, ১৪৬৪ ২৭শ ভাগ, ১ম খণ্ড কি সহিষ্ণু সহজ সৰল সৰ্ব্ব কর্থে সৰ্ব্ব গ্রেমে, মোদের মৰ্ত্তোর পরে তোমাদের স্বৰ্গ আনিবারে ? দেখে যাও শিখে যাও স্বর্গ হতে নেমে দাড়ায়ে এ ধরণীর ধূলির উপরে ; মর্ত্য বিরহের এই মৃত্যু-যজ্ঞ হতে বুঝে যাও কোন মতে কখনো না-কখনো ন! ! করিয়াছি বৃথা চেষ্ট জনমে জনমে পশিয়াছি স্বৰ্গলোকে নিজের পৌরুষে, প্রাণ-শূন্ত হয়ে গেছি না দিয়েও দেওয়া যায়, না পেয়েও পাওয়া যায়, ভ্রান্তিহীন দ্বন্দ্বহীন গতিহীন স্বর্গের রৌরবে না বেঁচেও বঁচি যায় অনন্ত জীবনে, বিরহের মিলনের জনমের মরণের আদিহীন অস্তহীন উদ্বাহ বন্ধনে । আমাদের মাটি-মা’র ভাব-ততু-খানি অস্তহীন আড়াবেতে গড় । জননীর অস্তরের মৌন স্নেহ-ধারা সবুজের উৎস হয়ে ফুটে ওঠে লতায় পাতায় ঝাপায়ে পড়েছি পুনঃ অসহ তৃষ্ণায় দ্বিধা-দ্বন্দ্ব-দুঃখ-ভর ধরণীর বুকে দেবত্বের মৃত্যুহীন জড়ত্ব বর্জিয় জাগায়েছি পুনরায় দুৰ্ব্বার আবেগে মৃত্যু-ভরা নরত্বের অমর মহিমা ! অন্তহীন পরমায়ু পাই নাই মোর তাইত এ জীবনের মুহূৰ্ত্তেরে অনন্ত করেছি আবেগের তীব্রভায়। সহসা বিবর্ণ হ’য়ে যায় ! আমাদের মুখ শান্তি রূপ হষ্টি চকিতে মিলায় ভরি’ দিয়া দিগ্বিদিক সুষমা-সৌরভে একান্ত নীরবে ফোটে ফুল তাই ত মোদের কবি যুগে যুগে একে যায় মৃত্যুহীন ছবি ক্ষণতরে আমাদের করিয়া আকুল চকিত মুহূৰ্ত্ত-পটে ক্ষণিকের বক্ষ-রক্ত-রক্তিম-উচ্ছ্বাসে+ সহস অজ্ঞাতে ক’রে পড়ে ! জাগে স্বয়—ক্ষণতরে এ জীবন করিয়া মধুর অfচম্বিতে থেমে যায় ; রেখে যায় প্রাণে শুধু অতৃপ্তির রেশ এই ভাবে সব হয় শেষ তাই ত বিকাশে আমাদের গুণী শিল্পী সুরজ্ঞের হাতে মর্ত্যের অপূৰ্ব্ব এই মুতুহীন রূপ! জীবন ত অন্তহীন ঘুরাশার স্ত প তাই ত মোদের চাওয়া এমন নিবিড় সুখ-শান্তি-সৌন্দৰ্য্য-সম্ভার গাছ পাত ফুল পার্থী করে আসে ভিড় চকিত পরশ দিয়ে চকিতে মিলায় বারবার ! BB BK BBBK BBB BBSBBS BB BDEBB ফুলেরই মতন মেীন মুরে যেন বলে যায় বারম্বর, ফুটে ওটে অতর্কিতে আমাদের হৃদয়ের ধন, ক্ষণতরে বুকে ধরি,দিই তারে ক্ষণিক চুম্বন, দিনাস্তের পুষ্পসম সহসা কথন ক'রে পড়ে । অতৃপ্তি অভাব দুঃখ বিরহ মোদের নিত্য সত্য নিৰ্ম্মম একান্ত সত্য নহেক কল্পনা নহে মাত্র বর্ষব্যাপী শাপ-পরিহাস । জন্মে জন্মে এই ভাবে মোরা সবে আছি তা’ব’লে কি যাচি, হে স্বৰ্গ-প্রবাসী যক্ষ ! “এখুনি যে ক’রে যাবো ম’রে যাবে! হায় দেখে নাও শুনে নাও ভালবেসে নাও—* অস্তিম আবেগ-ভরে তাই ক্ষুদ্র তুচ্ছ সবাকারে বুকে নিতে ধাই। যুগযুগান্তর ধরি অন্তহীন ভালবাসাবালি মৃত্যুহীন লোকে— সে কেমন বুঝিতে চাহি না । শুধু দেখি একদিন অন্ত মনে পথে যেতে যেতে অচিস্ত্য অসীম এক মাহেক্সক্ষণেতে