পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

q8o প্রবাসী—ভাদে, ১৩৩৪ [ २१* छांग, >ञ थ७ এই পৃথিবীর ঝটিকা বাত্য ইত্যাদির সহিত স্বর্ষের সম্বন্ধ নির্ণয়ে অধুনা জ্যোতির্বিদগণ সচেষ্ট আছেন। উহাদের চেষ্টা ফলবতী হইলে ভবিষ্যতে ঝটিকা বাতা ইত্যাদির কখা সঠিকভাবে বহু পূর্কে বলিয়া দেওয়া যাইবে । বৈজ্ঞানিকগণের বিশ্বাস যে, সূর্বক্ষতের সহিত ইহুীদের যোগ আছে। ইহারা সুৰ্য্যক্ষতের স্বরূপ ও প্রকৃতি নির্ণর করিতে ব্যস্ত আছেন। সূর্য্যক্ষভ সম্বন্ধে তাঙ্কাদের মত এই যে, এগুলি প্রবলবেগে ঘূর্ণ্যমান ৰাষ্পপুঞ্জ ব্যতীত কিছুই নহে। এইসকল আবর্তের চতুৰ্দ্ধিকের বাষ্প পরস্পর সংঘর্ষে প্রজ্বলন্ত বলির মধ্যবৰ্ত্তী স্থানসমূহকে কালে দেখায় । এইরূপ নানাভাবের আবিষ্কারে জ্যোতির্বিদগণ নিয়ত ব্যস্ত আছেন : আমরা সকল সময়ে তাহীদের কার্যের কার্ধ্যকরী দিকটা দেখিতে পাই ন৷ বটে, কিন্তু ভবিষ্যৎ উহাদের আবিষ্কারগুলির প্রয়োজনীয়ত স্বীকার করে এবং ইহাঙ্গের এই নিশাজাগরণ যে মানবেরই কল্যাণ-কামনায় তাহার সাক্ষ্য দেয় । جستایج تحت حجابجحیتو রণ-সঙ্গীত 举 শ্রী প্যারীমোহন সেনগুপ্ত 3. জাগো ভাই জাগো, জাগো হে বন্ধু, হাজার হাজার, বরিতে নবীন উজ্জল যুগ হও আগুসার, চল দলে দল, চল দৃঢ় পদে, নাহিক ভয়, চল চল ত্বর স্বায়ের যুদ্ধে লভিতে জয় ; হৃদয়-শোণিতে কিনিব সে জয় কাম্য অতি, এ সাগর হতে অপর সাগর জানাবে নতি । এ সারা ইতালী জুড়িয়া আমরা সকলে ভাই, এক ভাষা আর এক স্বথ আশা, দ্বিতীয় নাই ।

  • যৌবন ওহে যৌবন, তুমি মধুর প্রিয়, হে সুন্দরের পরম বিকাশ, হে লোভনীয় ! তোমারি লীলার স্ফূৰ্ত্তি এই এ ফ্যাসিষ্ট-বল, এ বল করিবে মুক্ত দেশের দাসের দল।

૨ এই বলে বলী জাগ্ৰত আজি স্বদেশ মোর লাঞ্ছনা ক্লেশ আর না সহিছে দুঃখ ঘোর । নবীন জীবনে জেগেছে আজিকে স্বপ্ত দেশ, গরীয়ান আজি মহীয়ান সে যে দৃপ্ত-বেশ ! জীবন-মশাল উজ্জ্বল করি’ উচ্চে জালো, ঘুচিবে আঁধার, অভিযান-পথ হইবে আলো ।

  • ইঙালীর ফ্যাস্ট্রি-দলের রণ-সঙ্গীত

চল দৃঢ় ধীর চল স্বস্থির শাস্ত-গতি, মুক্তি লভিবে তবে ত পূর্ণ শুদ্ধ-জ্যোতি । 弹 যৌবন ওহে যৌবন, তুমি মধুর প্রিয়, হে সুন্দরের পরম বিকাশ, হে লোভনীয় ! তোমারি লীলার স্ফূৰ্ত্তি এই এ ফ্যাসিষ্ট-বল, এ বল করিবে মুক্ত দেশের দাসের দল । Vo পরিখা-গহবরে রজনী জাগিয়া কাটিয়া পথ গুলির দাহন দলিয়া চলিব, কে করে রদ ?-- বহিয়া বহিয়া পতাকা আমরা চলিব ত্রুত, সমর-ঘূর্ণ মথিয়া বহিব পতাকা পুত ; বিজয়-লক্ষ্মী লবেন পতাকা—দও তার ; মানুষ আমরা মানুষের মত দুনিবার। মোদের ইতালী ইতালী বলিছে—‘কর রে রণ, ইতালীর নামে লড়িয়া জিনিষ দুৰ্দ্দমন । 弹 ীেবন ওহে যৌবন, তুমি মধুর প্রিয়, হে স্বম্বরের পরম বিকাশ, হে লোভনীয় ! তোমারি লীলার স্ফূৰ্ত্তি এই এ ফ্যাসিট-বল, এ বল করিবে মুক্ত দেশের দাসের দল।