পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬e প্রবাসী—ভাদে, ১৩e৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড পান না। বাংলা দেশ মরুভূমি নহে, কৃষিজাত ধন অনেক হয়, আরও হইতে পারে । শিল্পজাত পণ্যও এখানে কোটি কোটি টাকার উৎপন্ন হয় । কিন্তু রাজস্বের অধিকাংশ টাকা ভারত গবন্মেণ্ট শোষণ করেন । কৃষিবাণিজ্যশিল্পের লাভেরও অধিকাংশ কোটি কোটি টাকা বিদেশীরা অত্বসাৎ করে—অধিকাংশ বাঙালীর ভাগে পড়ে ছিন্ন বস্ত্র, অৰ্দ্ধাশন ও অনশন । কিন্তু বাঙালী যদি উদ্যোগী হয়, আত্মশাসনের শক্তি ও অধিকার যদি বাঙালী অর্জন করিতে পারে,তাহা হইলে বাংলা দেশ কিরূপ শিক্ষিত, উন্নত, ধনশালী হইতে পারে, তাহা ময়মনসিংহ জেলা অপেক্ষা কম লোকের বাসভূমি দুএকটা দেশের দৃষ্টান্ত হইতে দেখাইতেছি। বাংলাদেশের নারী ও পুরুষ উভয় অধিবাসী একত্র গণনা করিয়া হাজারে ১৯৪ জন লিখনপঠনক্ষম। অর্থাৎ শতকরা প্রায় ৯০ জন নিরক্ষর। চিলি দক্ষিণ আমেরিকার একটি ছোট দেশ, বেশী কিছু সভ্যদেশ বলিয়া পরিচিত নহে। লোক-সংখ্যা মোটে ৪২ লাখ, ময়মনসিংহ জেলার চেয়েও কম। অথচ ইহার পুরুষনারীদের মধ্যে শতকরা ৬০ জন, হাজার-করা ৬•• জন লিখিতে পড়িতে পারে। এই দেশে প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক । বঙ্গের একটি জেলার চেয়েও কম লোকদের জন্য দুটি সাধারণ ও ছুটি শিল্প বিশ্ব-বিদ্যালয় অাছে। তা ছাড়া নানারকম বিদ্যালয় চারি হাজারের উপর আছে । লাইব্রেরী, মিউজিয়ম প্রভৃতি আছে। ১৯২৬ সালে বাংলার ৪,৬১,৯৫,৫৩৬ জন অধিবাসীর জন্য শিক্ষার ব্যয় হইয়াছিল মোট ১,• ৯,৩৯,২৭৩ টাকা । তাহার মধ্যে গবন্মেণ্ট দিয়াছিলেন শতকরা ৪৮.৯৫ অর্থাৎ অৰ্দ্ধেকেরও কম। চিলির ৪২ লক্ষ লোকের জন্য ১৯২১ সালে সরকারী শিক্ষাব্যয় হইয়াছিল প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকা । ১৯২১ সালে চিলির মোট রাজস্ব হইয়াছিল ২,৪১,৯৬,২২৫ পৌণ্ড অর্থাৎ প্রায় ছত্রিশ কোটি টাকার উপর। ইহার মানে এই, যে, চিলির ৪২ লক্ষ লোকের জন্ত বৎসরে ৩৬ কোটি টাকার উপর রাজস্ব ব্যয় হয়, আর বঙ্গের ৪৬৭ লক্ষ লোকের জন্য পৌনে এগার কোটি টাকা রাজস্ব ব্যয় হয়। বাংলাদেশে চিলির চেয়ে কম ধন উৎপন্ন হয় না ; t কিন্তু তাহ বাঙালীর ভোগে আসে না, বাঙালীর হিডের छष्ट्र रु]म्न ट्रेग्न न| । ভেন্মার্কের মোট রাজস্ব ১৯২১-২২ সালে হইয়াছিল প্রায় ৩৭ কোটি টাকা ; মোট লোক-সংখ্যা ৩০ লক্ষ, অর্থাৎ ময়মনসিংহ জেলার চেয়ে কম; ঢাকা জেলার চেয়ে কম! বঙ্গের লোকসংখ্য। ডেন্মার্কের ১৫ গুণেরও বেশী, কিন্তু বাংলা গবন্মেণ্ট রাজস্ব খরচ করিতে পান ভেন্মার্কের চতুর্থাংশের চেয়ে কিছু বেশী । ডেন্মার্কের শিক্ষাদির বন্দোবস্তের বিষয় পরে ছাপা হইবে । শিক্ষা বাধ্যতা · মুলক ও প্রায় অবৈতনিক । নরওয়ের লোকসংখ্যা ২৬ লক্ষ মাত্র, অর্থাৎ ময়মনসিংহ, ঢাকা, ত্রিপুর, মেদিনীপুর, চব্বিশ পরগণা, বাখরগঞ্জ ও রংপুর, এই কয়টি জেলার প্রত্যেকটির চেয়ে কম । কিন্তু ১৯২১-২২ সালে রাজস্ব হইয়াছিল ৬০ কোটি টাকা—বঙ্গের প্রায় ছয়গুণ । অষ্টান্য ব্যবস্থার কথা পরে ছাপা হইবে । সুইজারল্যাণ্ডের লোকসংখ্যা ৪০ লক্ষ, ময়মনসিংহের চেয়ে কম। কিন্তু রাজস্ব হয় ষোলকোটি টাকার উপর । সাতটি বিশ্ববিদ্যালয় আছে । লাইব্রেরী আছে ছয় হাজার এবং তাহাতে বহি আছে ৯৪ লক্ষ । এই রকম আরো দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে। বঙ্গের এক একটি জেলার চেয়ে কম লোক এই যে-সব দেশে বাস করে, তাহারা পৃথিবীতে স্বনামধন্য, জগৎস ভায় তাহাদের স্থান আছে ; আমাদের স্থান নাই। আমাদের পরিচয় আমরা ব্রিটিশ প্রজা । যে-সব দেশের কথা বলিলাম, তাহার কোনটিই বঙ্গের বা ভারতবর্ষের চেয়ে উৰ্ব্বর বা খনিজসম্পত্তি আরণ্যসম্পত্তি ও অন্য প্রাকৃতিক ঐশ্বর্ঘ্যে ধনশালী নহে। তবে তাহারা উন্নত ও আমরা অবনত কেন ? আমাদের জ্ঞান কম, মনুষ্যত্ব কম, একতা কম। বঙ্গের প্রতি অবিচার আমরা মডার্ণ রিভিউ ও প্রবাসীতে অনেকদিন হইতে বহুবার বঙ্গের প্রতি অবিচারের বিষয় লিখিতেছি। জুলাই মাসে এ বিষয়ে ইংরেজীতে একটি বক্তৃত করিয়া প্রায় সমস্তটি ছাপাইয়৷ নানা খবরের কাগজে পাঠাইয়া