পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আধুনিক কাঠ-খোদাই-চিত্র ৮২৭

o s ; o 3 t o . . 鷺 ২নং চিত্র। "হরিণ'-গ্লাগেনহাউজেন কর্তৃক খোদিত আয়তন প্রসার লইয়া প্রত্যেক বস্তু অবস্থিত ; ছবির কাগজের সমতল ভূমির উপর যখন সেই বস্তুই চিত্রিত হয় তখন তাহার দৈর্ঘ্য ও প্রস্থ ব্যতীত তৃতীয় দিকটি (dimension) লুপ্ত হয়। এখানেই শিল্পীর প্রথম অসুবিধ, কিন্তু নিপুণ শিল্পী অপূৰ্ব্ব কৌশল অবলম্বন করিয়া পারিপ্রেক্ষিক (perspective) ও ছায়ালোক রচনা করিয়দর্শকের দৃষ্টিবিভ্রম দ্বারা এই তৃতীয় দিকের অভাবের বোধ দূর করেন। সিনেমা বা চলচ্চিত্রে এই কৌশল চরম সম্পূর্ণতা লাভ করিয়াছে এবং অদূর ভবিষ্যতে যখন এই চলচ্চিত্রের সহিত রঙীন ফোটোগ্ৰাফী ও গ্রামোফোন যুক্ত হইবে তখন শিল্পকলায় র্যাহারা আসলের নিখুত নকল সন্ধান করেন তাহারা বলিতে বাধ্য হইবেন যে, দৃপ্ত জগতকে প্রত্যক্ষগোচর করাইবার জন্য চিত্র-শিল্পের মত প্রাচীন ও অসম্পূর্ণ পন্থার অনুসরণ করার প্রয়োজন নাই। চিত্রশিল্পের সমর্থনকারীদের পূৰ্ব্বের মত আবার বিশ্বাস করিতে হইবে যে, চিত্র-শিল্প দৃশ্ব-জগতের কোনো বস্তু বা বিষয়ের যথার্থ