পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] জেলা লোকসংখ্যা বাকুড়া ১ ,১৯,৯৪১ হাবড়া సె, సె,80ని মালদহ :را راه 4 رأ d জলপাইগুড়ী ৯,৩৬,২৬৯ বীরভূম tw,8१,¢१० দার্জিলিং ૨, ૨,૧ 8ા - চট্টগ্রাম পাৰ্ব্বত্য অঞ্চল ১,৭৩,২৪৩ লোকসংখ্যা ১৯২১ সালের সেন্সাস অনুসারে দেওয় হইয়াছে। ব্রিটিশসাম্রাজ্যভুক্ত যে যে দেশে প্রধানতঃ শ্বেত অধিবাসীদের স্বায়ত্তশাসনাধিকার আছে, তাহার কার্য্যতঃ স্বাধীন। তাহদের নাম না করিয়া ছোট ছোট সম্পূর্ণ স্বাধীন দেশ সকলের নাম করিব । আলবানিয় । লোকসংখ্যা ৮,৩১,৪৭৭। তন্মধ্যে শতকরা ৭১জন মুসলমান। এই দেশে ৫৪৮টি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চতর বিদ্যালয় ১৪টি আছে। শিক্ষকদের জন্স ট্রেনিং কলেজ একটি আছে। একটি আমেরিকান শিল্পশিক্ষালয় এবং মেয়েদের জন্ত কলেজ আছে। ১৯২৬২৭ সালেব রাজস্ব ২,৩০,০৯,২৬০ সোনার ফ্রাঙ্ক । কোঃ রিকা | লোকসংখ্যা 8@。储 প্রাথমিক বিদ্যালয়, ১টি বালকদের উচ্চতর বিদ্যালয়, ১টি বালিকাদের কলেজ, ১টি নম্যাল স্কুল, দুটি সাধারণ কলেজ, এবং একটি বিশ্ববিদ্যালয় আছে। ১৯২৬ সালে রাজস্ব হইয়াছিল ১৩,৯৩,০২০ পাউণ্ড । ডোমিনিকা। লোকসংখ্যা প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক। এখানে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, শিল্পবিদ্যালয় ; নম্যালস্কুল, ও বিশ্ববিদ্যালয় আছে। সরকারী বিদ্যালয়ের মোট সংখ্যা ৯৭২ । ১৯২৬সালে রাজস্ব ১,১৯,৬৮,০০০ ডলার। হওরাস। লোকসংখ্যা ৭,৭৩,৪০৮। অধিবাসীরা প্রধানতঃ আদিম লাল আমেরিকান। ৭ হইতে ১৫ বৎসর বয়স পৰ্য্যন্ত বালকবালিকাদের শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক। ১৯২৪-২৫ সালে ৯৮৭টি বিদ্যালয় ছিল। * ছাত্রসংখ্যা ৪৩,২৯৬, ছাত্রীসংখ্যা ৩৫,৫৬১। একটি জাতীয় (, a h,) సెరి | v,›ፃ,8•« ! خانه বিবিধ প্রসঙ্গ—ছোট ছোট স্বাধীন দেশ ও বঙ্গের ছোট ছোট জেলা ৯৩১ ト・ヘヘヘヘヘヘヘヘヘーペヘヘヘ・ベ 5. ۔ --. --م۔----= বিশ্ববিদ্যালয় আছে। তাছাড়া, যুদ্ধবিদ্যা, আকাশযান-চালন, আইন, শিক্ষাবিদ্যা, বাণিজ্য, কৃষি, প্রভৃতি শিখাইবার বিদ্যালয় আছে। লুক্সেম্বুর্গ। লোকসংখ্যা ২,৬০,৭৬৭। ৬ হইতে ১৩ বৎসর বয়স পর্যন্ত সব বালকবালিকার শিক্ষা বাধ্যতামূলক। বহুসংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে মোট ৯৯৫ জন শিক্ষক আছেন। তার মধ্যে ৪৮২ জন শিক্ষয়িত্রী। তা ছাড়া উচ্চতর বিদ্যালয় আছে ৩৮টি, দুটি শিল্প বাণিজ্য কলেজ, ২টি মেয়েদের কলেজ, একটি শিল্পবিদ্যালয়, একটি শিক্ষকশিক্ষয়িত্রীদের শিক্ষার কলেজ, একটি খনি-বিদ্যালয়, একটি কৃষি বিদ্যালয়, এবং একটি সংগীত পরিষৎ আছে । ১৯২৬ সালের রাজস্ব ১৬,৮৪,৭৭,৩৪৭ ফ্রাঙ্ক । নিকারাগুয়া । লোকসংখ্যা অনেকে আদিম লাল আমেরিকান ৷ শতকরা ৫০ জন লিখন-পঠনক্ষম, বঙ্গে শতকরা ১০ জন লিখনপঠনক্ষম । তিনটি বিশ্ববিদ্যালয় আছে । সব রকম বিদ্যালয়ের সংখ্যা ৪৮৯ । - পানামা । খোকসংখ্যা ৪,৪২,৪৮৬ ৭ হইতে ১৫ পৰ্য্যন্ত সব বয়সের ছেলেমেয়েদের শিক্ষা বাধ্যতামূলক। ৫০২টি স্কুলে অবৈতনিক শিক্ষা দেওয়া হয় । বালক বালিকার একত্র শিক্ষা পায়। একটি বিশ্ববিদ্যালর অাছে । মেয়েদের জন্ত নমালি স্কুল এবং ছেলেদের জন্ত নানাবিধ শিল্প কারিগরী ও ব্যবসা শিপাইবার স্কুল আছে। অনেক যুবা ছাত্র-ছাত্রী ইউরোপ ও ইউনাইটেড ষ্টেটুসে পানাম ৬,৩৮,১১৯ ৷ গবন্মেন্টের ব্যয়ে শিক্ষা পাইতেছে । ১৯২৩-২৪ সালে রাজস্ব ২১, ২৪, ৮৩৬ পাউণ্ড । পারাগুয়ে । লোকসংখ্যা ৮,৫৩,৩২১ । শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১২০৪ ; ছাত্রসখ্যা ৪০,১৫৯, ছাত্রী ৩৪,৬৬১ । তাছাড়া বেসরকারী ৩১টি স্কুল আছে। তিনটি দ্যাশন্তাল কলেজ আছে। ১টি বিশ্ববিদ্যালয় ও ৬টি নম্যাল স্কুল আছে। এতদ্ভিন্ন শিক্ষাবিভাগের অধীন জাতীয় লাইব্রেরী, জাতীয় প্রাণিবিদ্যা মিউজিয়ম, এবং বোটানিক্যান-জুলজিক্যাল উদ্যান আছে । মোনাকে । লোকসংখ্যা ২২,১৫৩ ( বাইশ হাজার একশত তিপ্লার ) ।