বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8 ' कैंब्रिाई আকুল । তাহার হরিনামের ঝুলি রামধনের মাথায় বার বার ঠেকাইয়া কত রকম শুভকামনা ও আশীৰ্ব্বাদ করিল। ক্ষণেক পরে কিঞ্চিৎ সংবুত হইয়া বলিতে লাগিল— “আমার গুণধর পুত্রদ্বয় আমার সর্বস্ব অপহরণ ও নষ্ট করিতেছিল বলিয়া বুদ্ধবয়সের অভাবের দিনের জন্ত আমি সেই পাঁচহাজার টাকা সেই দেবদারুতলে লুকাইয় রাখিয়|ছিলাম। তখন আমার থলি শূন্ত দেখিয়া এক পুত্র অন্তত্ব চুরি করিয়া জেলে গিয়াছে ; এবং অপরজন মত্তাবস্থায় একজন স্ত্রীলোককে হত্যা করিয়া দ্বীপান্তরে বাস করিতেছে । অন্ত ছেলেটাও যদি দেশছাড়া ইষ্টয় দ্বীপান্তর যাইত ত’ আমি একেবারে নিশ্চিন্ত চক্টতে পারিতাম । যাচাই হউক, তবু কথঞ্চিৎ নিশ্চিন্ত হইয় অর্থের সন্ধানে গিয়া দেখিলাম সৰ্ব্বনাশ হইয়া গিয়াছে । আমি তৎক্ষণাৎ গলায় চাদর বাধিয়া দেবদারুরই একটা শাখায় বুলিয়া সকল দুশ্চিন্তা, সমস্ত যন্ত্রণার অবসান করিতীম ; কেবল তোমার লিখিত বাক্য— "ইহ গুপ্ত কেহ, বিপন্ন দুরূহ, নিল এই ঋণ, শোধ্য পেলে দিন । আমাকে আশা ও আশ্বাস দিয়া অকাল অপমৃত্যুর গ্রাস হইতে রক্ষা করিয়াছিল । এই শ্লোকের ‘ঋণ’ ও ‘শোধ্য’ এই দুটি কথা দুই বন্ধুর মত আমার দুষ্ট কর্ণে ক্রমাগত আশা ভরসা, সাস্তুনা আশ্বাস দিতে লাগিল। সেই দুটি কথার পরামর্শ মত আমি অপেক্ষা করিয়া আছি ; এবং দারিদ্র-অনশন-ঋণে বিবিধ কষ্টভোগ করিয়াও অজ্ঞাত ঋণীর নিরস্তর শুভকামনা ও সুমতি প্রার্থনা করিয়াছি। বাপধন, তুমি আমারই ঐকান্তিক প্রার্থনাতে এত বড়, এত সুশীল হইয়াছ। যদি আশ্বাস দিয়া না যাইতে, তবে বৃদ্ধের মনস্তাপে পলে পলে দগ্ধ হইয়া তুমি অধঃপাতে যাইতে, ইহা নিশ্চয়” । রামধন হাসিয়া অপ্রতিভভাবে ক্ষমা চাহিয়া সুদসমেত ঋণ শোধ করিল। তখন বৃদ্ধ জগন্নাথ রামধনকে উকিল জানিয় তাহা দ্বারা এক উইল প্রস্তুত করাইল । সমস্ত অর্থ গৃহপ্রতিষ্ঠিত বিগ্ৰহ ৮ yামসুন্দরের দৈনিক প্রবাসী। [ ৭ম ভাগ । সেবার ব্যয়ে নিয়োজিত হইবে । পুত্রদ্ধয় গৃহপ্রত্যাগত হইলে পৈতৃক গৃহে বাস-অধিকার পাইবে এবং প্রত্যহ দুই বেলা শু্যামসুন্দরের প্রসাদ পাইবে মাত্র । সম্পত্ত্বির টুষ্টি ও একজিকিটার নিযুক্ত হইলেন অন্ত দুই জনের সহিত হাইকোর্টের সুশীল ধৰ্ম্মাত্মা উকিল প্রযুক্ত বাবু রামধন মওল। চারু বন্দ্যোপাধ্যায় । ১৯০৬-০৭ সালের ভারতের বাণিজ্য হিসাব । ইণ্ডিয়ান টেণ্ড জর্ণল নামক সরকারী বাণিজ্য পত্রিকায় ১৯৯৬ সালের এপ্রেল চষ্টতে ১৯৯৭ সালের মার্চ পর্য্যন্ত ১২ মাসের বাণিজ্যবিবরণ প্রকাশিত হইয়াছে । তাহারই সংক্ষেপ সঙ্কলন নিয়ে প্রকাশিত হইতেছে । আমদানি । 5-5 so8-•4 3 సె ఉ d = q శ్రీ ** ** a 5 وه دوم মাল টীকা টাকা টীকা বেসরকারী ৯৬,৬৭,৮২,৮৮৪ ১০৩,০৬,৫৬,৬৯২ اه دz,88 د,ه ئ. • ثا সরকারী १, १७,88,११० ৯,৯২,৯৬,৭১৪ ৮,৯৩,৪৬, ১৫ • মেট আমদানি টীকা so >>२,०२,d७,७>७ २ २ १,२8,२8, sd,२२8 সোণ রূপ। প্রভৃতি বেসরকারী రిచి, ఇ, గి6, సెb २०,०२,>२,P:०० २१,२०,००,wd w সরকারী 8. با 8,۰, با d ১০,৭২,৯৭,২৪৩ ১৭,৩৭,৮৮,২৫৬ ধনরত্বের মোট টাক 88,4 ماریا لا, ده لایه بنای دمی ه 4 ۹, لابا، ه هوهن Գ,aե,s ծ8 সৰ্ব্ব মোট আমদানির मूला ১৪৩,৯২,৭৯.২° ৪ ১৪৩,৭৪,৬৩,৪৪৯ با قتلاوه برد ولد গত বৎসরে বিদেশী দ্রব্য পূৰ্ব্ব পূৰ্ব্ব বৎসর অপেক্ষা ১৮ কোটি টাকারও অধিক ভারতে আমদানি হইয়াছে। বাংলা ও বোম্বাই প্রদেশেই আমদানি অধিক । বাংলা শীর্ষস্থান অধিকার করিয়াছে ; তবু আমরা স্বদেশী বলিয়া গৰ্ব্ব করিতে লজ্জাবোধ করি না ! 鑿 রপ্তানি । এপ্রেল-- মার্চ ১৯০৪-০৫ لا $ e (tلا را به س $s و به جوانا মাল টাকা টাকা টাক বেসরকারী ১০৭,৫১,৪৩,৪৪৪ ১৬১,৭১,৭৮,৯৯২ ১৭৬,৫৬,১৫,১৬৫ সরকারী, २०, ११,०४d به ۰ ده:۹ و ۰ د . » با او ۹ود دا মোট রপ্তানি 聯 টীকা >*१,१२,२०,०२० २७२,४२,५8,w११ s१७,७७,०s,२१