পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
৮৮

জানা-শোনার বাসা বেঁধে
কাটল তো দিন হেসে কেঁদে,
এই কোণেতেই আনাগোনা নয় কিছুতেই নয়;
জয় অজানার জয়॥
মরণকে তুই পর করেছিস্, ভাই,
জীবন যে তোর ক্ষুদ্র হল তাই।
দু’দিন দিয়ে ঘেরা ঘরে
তাইতে যদি এতই ধরে
চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়?
জয় অজানার জয়॥

১৭

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
বাইব না মোর খেয়া তরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা-কেনা,
মিটিয়ে দেব লেনা-দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে;
আমায় তখন নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
আমায় ডাকলে॥