পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৯
বিবিধ

আমার ফুলে আর কি কবে,
তোমার মালা গাঁথা হবে,
তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডেকে।৷
শ্রান্তি লাগে পায়ে পায়ে,
বসি পথের তরুছায়ে।
সাথীহারার গোপন ব্যথা
বল্‌ব যারে সেজন কোথা,
পথিকরা যায় আপন মনে, আমারে যায় পিছে রেখে।৷

১৮

সে আমার গোপন কথা
শুনে যা, ও সখি।
ভেবে না পাই বল্‌ব কি॥
প্রাণ আমার বাঁশি শোনে
নীল গগনে,
গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি॥
সে যেন আসবে আমার মন বলেছে,
হাসির পরে তাই তো চোখের জল গলেছে।
দেখ‍্লো তাই দেয় ইসারা
তারায় তারা,
চাঁদ হেসে ঐ হল সারা তাহাই লখি’॥