পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুৰে।ধ চন্দ্রিক । $ 8 A ত্রের চক্ষুদ্বয় ছিন্ন ভিন্ন করিয়া অতিতীক্ষ নথের দ্বার উপড়িয়া সে স্থান ত্যাগ করিয়া স্থানান্তর যাইতে উডঙীন হওয়া অর্থাৎ উড়িৰামাত্রে রাজ কহিলেন যে হে পূজনীয়ে তুমি যাও কেন তো মায় ভয় কি ন্যায্য কর্ম করিয়াছ তোমার সন্তাননাশক আমার পুত্র তোমাহইতে নিজ দোষে অন্ধ হইয়। জীবনমৃত হইল যেহেতুক অন্ধরাজা লি°২হাসনে বসিবার যোগ্য হয় না এমত রাজসন্তানের যে জীবন সেই মরণ আমার পুত্রের যেমন মতি তেমনি গতি হইয়াছে স্বকৰ্মফলভুক্ত পুমান । এ বিষয়ে তুমি নিরপরাধ এৰ^ আমিও নিদোষ তোমার আমার পরল্পর নিরুপম প্রেমপ্রবাহবিচ্ছেদের কারণ কিছু নাই তৰে নে ধারাবাহিক স্নেহ ভঙ্গরপ দারুণ কৰ্ম্ম করিয়৷ আমার প্রতি নিষ্ঠুরতা প্রকাশ কর । পূজনীয় কহিল হে মহারাজ আমারদের যাদৃশ প্রীতি পূৰ্ব্বে ছিল এইক্ষণে তাদৃশ প্রীতি আর হইতে পারে ন। উভয়ের মনোমালিনের কারণ সমবধা ন হইল । কেবল নির্মাল সরল ব্যবহার জন্য যে প্রীতিরূপ নদী তাহাতে ষৎকিঞ্চিতে। যদি মালিন্য ব্যবধান হয় তবে সে বিন্ধ পৰ্ব্বতের ভূল্য সেতুষস্কেতে প্রবাহ রুদ্ধ হয়। অতএব হে মহারাজ ভগ্নয়েছে যা প্রীতির্ন স কল্যাণদায়িনী। এই নীতির অনুসবুণে আমি প্রস্থান করি আপনি থিদ্যমান হইবেন না । সম্পংযোগাস্তু বিয়োগান্তাস^যোগ হইলে কালক্রমে অবশ্য বিয়োগ হয় অতএব তাকিক পণ্ডিতের স^যোগকে ক্ষণিক কহিয়াছেন। হে প্রিয় বন্ধু বিচিত্ৰকৰ্ম্ম বন্ধুজনেরদের একত্র সম্বাস কাদাচিৎক যেহেতুক স্বস্বকৰ্মানুসারি পুরুষের কর্মসূত্রেষ্ঠে আকৃষ্ট হই য়াই পরে রিযুক্ত হয় যেমন জলাদিবেগেতে একস্থানে আ. নীত তৃণসমূহের স^যোগ ও বিযোগ। আর আমার যে এই শরীর সে যদ্যপি তোমাকে ত্যাগ করিয়া অগ্ৰে চলিতেছে তথাপি তোমার গুণেতে বদ্ধ যে আমার মনলৈ পশ্চাদ্ধাৰমান / হওত তোমার আভিমুথ্যেই থাকিল প্রতিকুল বায়ুগামি রথের – পতাকার প্রায় y এইরুপ বাক্কৌশলে রাজাকে তুষিয়া পূজনীয় স্থানন্তারে গেল। ব্রাহ্মণী কছিলেন হে রাস্কণি পৰ্বল্পর বৈরের পর প্রণয় কদাচ সুখকর হয় না বর^ দুঃখকর যে না হয় লেও কুচিৎ ৷ - ४ ९