পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ow, " প্রবোধ চন্দ্রিক | তথাতে অনিয়া উপস্থিত হইলেন তাহারদের দুরবস্থা দেখিয়া অত্যন্ত করুণান্বিত হইয়। তাছারদিগকে জিজ্ঞাসিলেন তোমরা এ দুৰ্দশাগ্রস্ত কি কারণে হইয়াছ তাহ আমাকে কহ । ইহা শুনিয়া তাহার আদোপান্ত সকল বৃত্তান্ত কহিল। তদনন্তর আত্মদর্শী বিবেচনা করিয়া বুঝিলেন যে ইহারা সকলেই আত্মবিস্কৃত। আত্মস্বরুপ বিস্মরণ সৰ্ব্বানর্থের নিদান হয় । ধন্য জগন্মোহিনী পারমেশ্বরী শক্তি যে আত্মজ্ঞানাধীন সৰ্ব্ববিজ্ঞান হয় সে স্বয়^ প্রকাশমান আত্মাকে বিস্মৃত করান। আহ এ জীবের আত্মাকে ভুলিয়া ন গণিয়া এতাদৃশ দুঃখ পাইতেছে ; ইহা মনে করিয়া কহিলেন যে হে অসুfসম্মতের। উঠ মোহ শোক রোদন ত্যাগ কর তোমারদের দশম মরে না আছে আমি দেখাইয়া দিতেছি স্থির হও অন্তঃকরণ সুস্থ কর। আত্মদৰ্শির এই বাক্য শুনিয়া আত্ম বিস্মৃতের অন্তব্যন্তে উঠিয়া কহিলেন কইং আমারদের দশম কোথায় আছে তুমি যদি আমারদের দশমকে দেখাইতে পার তৰে যার পর নাই এমন উপকার কর। আত্মদর্শী কহিলেন ভাল২ কিন্তু তোমরা বাহ্য বিষয়মাত্রই অত্যন্ত অভিনিবেশ করিও না আত্মজ্ঞানে জাগরুক হও বাহ্যগণনা করিয়া আত্মগণনা করিলে কিম্ব আত্মাকে গণিয়া বাহ্যগণনা করিলে তোমর সব লেই দশম স্থ চব । আদি মধ্য শেষ সকলেই দশম । তোমরা সব শ্রেণীবদ্ধ হইয় দাড়াও আমি দেখাইয়া দি । এ বাক্য শুনিয়! তাহারা সৰ একশারি হইয়া দাড়াইল। পরে আত্মদর্শী প্রথমাবধি শেষপর্যন্ত দ্বিতীয়বধি প্রথমপর্যন্ত তৃতীয়াৰধি দ্বিতীয়পর্যন্ত এৰ^ চতুর্থাদ্যৰধি তৃতীয়াদিপর্যন্ত মালার ন্যায়ে গণনা করিয়া সকলকে দশমরূপে প্রতিপন্ন করিয়া দিলেন । তদনন্তর তাহারা সকলেই স~শয়াপন্ন হইয়া কহিল যে আপনার মনে বুঝিয়। দেখতে ইনি আপনি আমারদিগের মধ্যে প্রৰিষ্ট হইয়। আমারদিগকে ভু ন তো নাই। ইহা কহিয়া আত্মদৰ্শিকে কহিল আপনি হোরে যাওতে আমরা আপনার মনে যুক্তি করিয়া বুঝি তৰে আমারদের প্রামাণ্য ২ইৰেক ইহা কহিয়া সকলেই প্রত্যেৰুে মনন করিয়া সাক্ষাৎ প্রত্যক্ষরুপে স্বস্বস্বরুপ দশমকে পাইয়া মোহ শোক দুঃখ পরিত্যাগ করিয়া কৃতকৃত্য ও অতি সন্তুষ্ট হইয়া নিরতিশয় সুখ পাওত স্বাস্থ্য পাইল। এতাদৃশ দশম ম্যায়েতে এ জীবেরুদেয় বিশ্বাস্তু সৰ্ব্বান্তর্ষামি পরমেশ্বরের