পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अtव्णोकिक ख्धाञ्जुङा९ो । 8* তাড়িত হইয়াছিল। কেবল একজন খৃষ্টান সেনানায়ক দৃঢ়পদে দণ্ডায়মান থাকিয়া, অকুতোভয়তার প্রতিমূৰ্ত্তিীরূপে প্ৰতিভাত হইয়াছিলেন ; সেই খৃষ্টান সেনানায়ক স্বয়ং রাজকুমার হেনরী। দুৰ্গাজয় সুসম্পন্ন হইলে, এই অলৌকিক বীরত্বকাহিনী সমগ্ৰ ইউরোপখণ্ডে ব্যাপ্ত হইয়া পড়িল । পোপ,-জৰ্ম্মান সম্রাট-স্পেনরাজ,- ইংলণ্ডাধিপতি-সকলেই রাজকুমার হেনরীকে আপনি আপন রাজ্যের সেনাপতি করিবার আশায় তঁহাকে পুনঃপুনঃ আমন্ত্ৰণ করিতে লাগিলেন। পৰ্ত্ত গালের অধীশ্বরের পঞ্চম পুত্রের পক্ষে রাজসিংহাসনে আরোহণ করিবার সম্ভাবনা না থাকিলেও, সেনাপতি হইয়া অতুল ঐশ্বৰ্য্য এবং অলৌকিক বীর্যকীৰ্ত্তি সম্ভোগ করিবার সম্ভাবনা উত্তরোত্তর প্রবল হঈয়া উঠিয়াছিল । বীরকুমারীগণ নবীন সেনাপতিকে অভ্যর্থনা করিবার জন্য বরমাল্য হস্তে হেনরীর প্রত্যাগমন-পথে প্রতীক্ষা করিতে গিয়া দেখিতে পাইলেন,-হেনরী এক অসাধারণ আত্মত্যাগে সমগ্ৰ ইউরোপকে বিস্মিত করিয়া দিলেন । তিনি স্বদেশে প্ৰত্যাবৃত্ত হইয়া, চিরকুমার-ব্ৰত গ্ৰহণ করিয়া, সন্ন্যাসী হইলেন। রাজকুমার হেনরীর এই অলৌকিক আত্মত্যাগ ইউরোপের ইতিহাসে উজ্জ্বল অক্ষরে লিখিত হইয়া রহিয়াছে। ইহা অসাধারণ সন্ন্যাসকাহিনী। স্বদেশের অভু্যদয়িকামনাই ইহার একমাত্র মূলমন্ত্র। কিরূপে স্বদেশের মুখ উজ্জ্বল করিয়া তুলিবেন, কিরূপে স্বদেশের পদমৰ্য্যাদা বিশ্বব্যাপ্ত করিবেন, কিরূপে স্বদেশের ঐশ্বৰ্য্যগৰ্ব্ব স্ফীত করিয়া দিবেন, তাহার উপায় উদ্ভাবিত করিবার জন্য,-সেই উপায় অবলম্বন করিয়া স্বদেশের অভু্যদয় সাধনের জন্য,-হেনরী সন্ন্যাস গ্ৰহণ করিয়াছিলেন! ইতিহাস এরূপ আকৃত্ৰিম আত্মত্যাগের মস্তকে চিরদিন পুষ্পবর্ষণ করিয়া থাকে । আফ্রিকার উত্তরপশ্চিমোপিকুলের মুসলমান-রাজা দক্ষিণাংশের নানা