পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রশেখর রক্ষার উপায় নাই দেখিয়া, গুবৃগন খার সঙ্গে মিলিল । মীর কাসেমের নিপাত উভয়ের উদ্দেশু । কিন্তু বিনা কারণে জগৎশেঠদিগের সঙ্গে গুরুগম্ গ| দেখাসাক্ষাৎ করিলে নবাব সন্দেহযুক্ত হইতে পারেন বিবেচনায়, জগৎশেঠেরা এই উৎসবের স্বজন করিয়া গুবৃগমৃ এবং অন্যান্ত রাজামাত্যবর্গকে নিমন্ত্রিত করিয়াছিলেন। গুরুগম্‌ ৰ্থ নবাবের অনুমতি লইয়া আসিয়াছিলেন এবং অন্যান্ত অমাত্যগণ হইতে পৃথক্ বসিয়াছিলেন । জগৎশেঠেরা যেমন সকলের নিকট আসিয়া এক একবার আলাপ করিতেছিলেন—গুর্গন গার সঙ্গে সেইরূপ মাত্র --অধিকক্ষণ অবস্থিতি করিতেছিলেন না । কিন্তু কথাবাৰ্ত্ত অষ্ঠের অশ্রাব্য স্বরে হইতেছিল ! কথোপ কথন এইরূপ — গুরুগন খ বলিতেছেন,-“আপনাদের সঙ্গে আমি একটি কুঠ খুলিব, আপনার বখরাদার হইতে স্বাকার আছেন ?" মাহতাব চন্দ । কি মতলব ? গুর । মুঙ্গেরের বড় কুঠা বন্ধ করিবার জন্য । মাহ । স্বীকৃত আছি-এরূপ একটা নুতন কারধার না আরম্ভ করিলে আমাদের আর কোন উপায় দেখি না । গুবৃগনু খ। বলিলেন, “যদি আপনার স্বীকৃত হয়েন, তবে টাকাব আঞ্জম্মট আপনাদিগের করিতে হইবে--আমি শারীরিক পরিশ্রম করিব ।” সেই সময় মনিয়! বাই নিকটে আসিয়া সনদী খেয়াল গাইল,-“শিখে হে ছলা ভাল|” ইত্যাদি । শুনিয়। মাহতাব হাসিয়া বলিলেন, “কাকে বলে ? যাক, আমরা রাজি আছি—আমাদের মূলধন স্বদে আসলে বজায় থাকিলেই হইল—কোন দায়ে নাঠেকি ।” এইরূপে এক দিকে বাইজী কেদার, হাম্বির, ছায়ানট ইত্যাদি রাগ ঝাড়িতে লাগিল, আর এক দিকে গুরুগন খ ও জগৎশেঠ রূপেয়া, লোকসান, দর্শনী প্রভৃতি ছেদো কথায় আপনাদিগের পরামর্শ স্থির করিতে লাগিলেন । কথাবাৰ্ত্ত স্থির হইলে ওবৃগন বলিতে লাগিলেন, “এক জন নুতন বণিক্‌ কুঠী খুলিতেছে, কিছু শুনিয়াছেন ?” মাহ । না—দেশী না বিলাতী ? গুরু। দেশী । মাহ ৷ কোথায় ? গুৰু। মুঙ্গের হইতে মুরশিদাবাদ পর্য্যন্ত সকল স্থানে। যেখানে পাহাড়, যেখানে জঙ্গল, যেখানে মাঠ, সেইখানে তাহার কুঠা বসিতেছে। 6:6. মাহ । ধনী কেমন ? - গুর। এখনও বড় ভারী ধনী নয়, কিন্তু কি হয় বলা যায় না । মাহ । কার সঙ্গে তাহার লেনদেন ? গুর। মুঙ্গেরের বড় কুঠীর সঙ্গে । মাহ , হিন্দু না মুসলমান ? গুর । হিন্দু। মাহ । নাম কি ? গুরু। প্রতাপ রায় । মাহ । বাড়ী কোথায় ? গুরু । মুরশিদাবাদের নিকট । মাহ । নাম শুনিয়াছ—সে সামান্য লোক । গুরু । অতি ভয়ানক লোক । মাহ । কেন সে হঠাৎ এ প্রকার করিতেছে ? গুরু। কলিকাতার বড় কুঠার উপর রাগ। মাহ । তাহাকে হস্তগত করিতে হুইবে—সে কিসের বশ ? গুরু। কেন সে এ কার্য্যে প্রবৃত্ত, তাহা ন৷ জানিলে বলা যায় না । যদি অর্থলৈাভে বেতনভোগী হইয়া কাৰ্য্য আরম্ভ করিয়া থাকে, তবে তাহাকে কিনিতে কতক্ষণ ? জমজমা তালুক-মুলুকও দিতে পারি। কিন্তু যদি ভিতরে আর কিছু থাকে ? মাহ । আর কি থাকিতে পারে ? কিসে প্রতাপ রায় এত মাতিল ? বাইজী সে সময়ে গায়িতেছিল, "গোরে গোরে মুখ পরাবেশর শোহে ।” মাহতাব চন্দ বলিলেন, “তাই কি ? গোরা মুখ ?" কার চতুর্থ পরিচ্ছেদ দলনী কি করিল মহাকায় পুরুষ নিঃশব্দে দলনীর পাশে আসিয়া বসিল। দলনী কঁাদিতেছিল, ভয় পাইয়া রোদন সংবরণ করিল, নিম্পন হইয়া রহিল। আগন্তুকও নিঃশব্দে রহিল । - যতক্ষণ এই ব্যাপার ঘটিতেছিল, ততক্ষণ আস্তন্ত্র দলনীর আর এক সৰ্ব্বনাশ উপস্থিত হইয়াছিল। মহম্মদ তকির প্রতি গুপ্ত আদেশ ছিল যে, ইংরেজদিগের নৌকা হইতে দলনী বেগমকে হস্তগত করিয়া মুঙ্গেরে পাঠাইবে। মহম্মদ তকি বিবেচনা করিয়াছিলেন যে, ইংরেজের বন্দী বা হত হইলে বেগম