পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—ঘনশ্যাম দাস—১৭শ শতাব্দী ! a b శ్రీ বিছরল মোহে তবহু যব কান। জানলো বিঘটন বিহিক বিধান ॥ উয়ল চাদ না অয়ল নাহ। (১) কামিনী কৈছে সহই ইহ দাহ । কহ ঘনশ্যাম দাস না হও নিরাশ । কামু ঝটিতি মিলায়ব পাশ । বিরহ । কুসুম-শ্যে ভেল শর-পরিযঙ্ক (২) । বজর-বিঘাতন মধুকর-ঝঙ্ক ॥(৩) গাথল পদুমিনী (৪) ভেল ভুজঙ্গ । গরল উগারল মলয়জ পঙ্ক । (৫) হরি হরি কোহি নহত অনুকূল। পায়লু হরি সঞে প্রেম কি মূল । কি করব কাহে কহব পুন এহ। আয়ব কাহা না পায়ব থেহ ॥ দোষর দৈব বুঝিয়ে অনুমান। 攣 攣 籌 犧 কৈছলে জীউ রহত ইহ দেহ। নাশক ভেল মৰু বাসক গেহ। হরি রন্থ কোন কলাবতী-পাশ । আয়ত কহ ঘনশু্যাম দাস ॥ একে বিরহানল সহজে দুরন্ত । দোসর ভেল তাহে সময় বসন্ত ॥ এ হরি কহিলুম তুয়া পাশ লাগি। সে অব জীবই রবহু পুন ভাগী ॥ (>) (*) (9) (8) (2) চাদ উদিত হইল, (কিন্তু ) নাথ আসিল না । শর-শয্যা । মধুকরের ঝঙ্কার বজ্রপাত-তুল্য হইল। গাথল = গ্রস্থিত। পদুমিনী = পদ্মিনী । পদ্মমালা । “সরস মহুণমপি মলয়জ পঙ্কং ॥ পশুতি বিষমিব বপুষি সশঙ্কং ”—জয়দেব ॥