পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e: বঙ্গ-সাহিত্য-পরিচয় । (আমায়) নারী না করিত বিধি তোমা হেন গুণনিধি লইয়া ফিরিতাম দেশ দেশ । (বধু তোমায় যখন পড়ে মনে (আমি) চাই বৃন্দাবন-পানে এলাইলে কেশ নাহি বাধি । রন্ধন-শালাতে যাই তুয়া বধু গুণ গাই ধুয়ার ছলনা করে কাদি ৷ কােজর করিয়া যদি নরনেতে পরি গে তাহে পরিজন-পরিবাদ । বাজন-নূপূৰ্ব হয়ে চরণে রহিব গো লোচন দাসের এই সাধ । (১) গৌরাঙ্গ-বারমাসী । ফাল্গুনে গৌরাঙ্গ-চাদ পূর্ণিমা-দিবসে। উদ্বর্তন-তৈলে স্নান করাব হরিষে ॥ পিষ্টক পায়স আর ধূপদীপ-গন্ধে। সংকীৰ্ত্তন করাইব মনের আনন্দে ॥ ও গৌরাঙ্গ পহু হে তোমার জন্মতিথি-পূজা। আনন্দিত নবদ্বীপে বালবৃদ্ধ যুবা । চৈত্রে চাতক পঞ্জী (২) পিউ পিউ ডাকে। তাহা শুনি প্রাণ র্কাদে কি কহিব কাকে ॥ বসন্তে কোকিল সব ডাকে কুহু কুহু। তাহা শুনি আমি মূৰ্ছা যাই মুহুমুছ। পুষ্পমধু খাই মত্ত গুঞ্জরে মধুপে। তুমি দূরদেশে আমি গোঙাব কিরূপে ॥ ও গৌরাঙ্গ পন্থ হে আমি কি বলিতে জানি। বিধাইল শরে যেন ব্যাকুল হরিণী ॥ (১) এই পদটী লোচন দাসের । ইহা বঙ্কিম বাবু তাহার “কমলাকাস্তের দপ্তরে” উদ্ধৃত করিয়াছেন। কেহ কেহ উহা বঙ্কিম বাবুরই রচনা মনে করিয়া ভ্ৰমে পতিত হইয়াছেন। প্রকৃত পক্ষে, লোচন দাসের এই পদটা বঙ্কিম বাবুর বাড়ীতে তদীয় জ্যেষ্ঠ ভ্রাতা সঞ্জীব বাবুর পুত্ৰ শ্ৰীযুক্ত জ্যোতীশ চন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের সংগৃহীত পদাবলীর মধ্যে আছে। (২) পার্থী।