পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পদাবলী—ভণিতাহীন পদ—১৬-১৮শ শতাব্দী।
১১৪১

স্বর্ণপদ্ম কুঙ্কুমাপ্ত গর্ব্বহারী গৌরদীপ্ত
গোরোচনা গঞ্জনা রাধিকা।
কর্পূরাজ গন্ধ বৃন্দ কীর্ত্তি নিন্দি অন্ধ গন্ধ
গোবিন্দ বাঞ্ছিত সুসাধিকা॥
নবাম্বু জিনিয়া বাস নিত্য কৃষ্ণ সঙ্গোল্লাস
তাহে পদ্ম-বন্ধু আরাধয়ে।
সুকুমল-সুবিগ্রহা পল্লবাব্জ নিগ্রহা
সর্ব্বমাধুর্য্যময় তাহে॥
কর্পূর চন্দন চন্দ্র উৎপল শীকর বৃন্দ
জিনি স্নিগ্ধ রাধা নিতম্বিনী।
কৃষ্ণে আত্ম স্পর্শ দেই কাম তাপ বিনাশই
গোবিন্দের সুখস্বরূপিণী॥
বিশ্ব সতী নন্দা রমা সে বাঞ্ছে যাহার প্রেমা
রূপ নব্য যৌবন সম্পদা।
শীতল অতি মনোহরা নিত্য নব্য গুরুতরা
কৃষ্ণ-কাম পূর্ণ করে সদা॥
রাস-নৃত্য-সুসঙ্গীতা নর্ম্মকলা সুপণ্ডিতা
প্রেম রস রূপ বেশাধিকা।
সদগুণালি সুপণ্ডিতা বিশ্ব নব্য শ্রীঘোষিতা
ভাব অলঙ্কার প্রকাশিকা॥
স্বেদ কম্প গদ্গদাদি অশ্রু হর্ষ কণ্টকাদি
বামা ভাব বহু বিভূষিতা।
নানা রত্ন আভরণ প্রতি অঙ্গে বিধারণ
কৃষ্ণ-নেত্র করয়ে তুষ্টিতা॥

পদকল্পতরু। ১৫। ৬৯। ২৫৯৭॥ পদ