পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> >b-b গঙ্গাদাস পণ্ডিতের নিকট । মুকুন্দ সঞ্জয়-গৃহে। বঙ্গ-সাহিত্য-পরিচয় । কেহো বোলে নিমাঞি পণ্ডিত ভাল হৈলে । পাষণ্ডীর মুণ্ড ছিণ্ডিবারে পারি হেলে। কেহো বোলে হইবেক কৃষ্ণের রহস্ত । সৰ্ব্বথা সন্দেহ নাঞি জানিছ অবন্ত ৷ কেহো বোলে ঈশ্বরপুরীর সঙ্গ হৈতে। কিবা দেখিলেন কৃষ্ণ-প্রকাশ গয়াতে ৷ এই মত আনন্দে সকল ভক্তগণ । নান জন নানা মতে করেন কথন । সভে মিলি করিতে লাগিলা আশীৰ্ব্বাদ । হউক হউক সত্য কৃষ্ণের প্রসাদ ॥ আনন্দে লাগিল সভে করিতে কীৰ্ত্তন। কেহো গায় কেহো নাচে করয়ে ক্রনন ৷ হেন মতে ভক্তগণ আছেন হরিষে । ঠাকুর আবিষ্ট হই আছেন স্ব-বাসে ॥ কথঞ্চিত বাহ প্রকাশিয়া বিশ্বম্ভর । চলিলেন গঙ্গাদাস পণ্ডিতের ঘর। গুরুর করিলা প্ৰভু চরণ-বন্দন । সন্ত্রমে উঠিয়া গুরু কৈলা আলিঙ্গন ॥ গুৰু বোলে ধন্ত বাপ তোমার জীবন। পিতৃকুল মাতৃকুল করিলে মোচন। তোমার পঢ়য়া সব তোমার অবধি । পুথি কেহো নাহি মেলে ব্ৰহ্মা বোলে যদি ॥ এখনে আইলা তুমি সভার প্রকাশ । কালি হৈতে পঢ়াইবা আজি যাহ বাস ॥ । গুরু নমস্করিয়া চলিলা বিশ্বম্ভর । চতুর্দিগে পঢ়া-বেষ্টিত শশধর। আইলেন শ্ৰীমুকুন্দ সঞ্জয়ের ঘরে। আসিয়া বসিলা চণ্ডীমণ্ডপ-ভিতরে ॥ গোষ্ঠীসহ মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্ত । যে হইল আনন্দ তাহার নাহি অন্ত ॥ পুরুষোত্তম সঞ্জয়েরে প্রভু কৈলা কোলে। সিঞ্চিলেন অঙ্গ তান নয়নের জলে ৷