পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয় । কেমনে ছাড়িয়া যাবে নিজ সঙ্গিজন। না করিবে তা সবার সহিত সঙ্কীৰ্ত্তন ॥ সে হেন সুন্দর বেশে না নাচিবে আর । যাহা দেখি মোহ যায় সকল সংসার ॥ কেমনে বা জীবে তোর নিজ সঙ্গিগণে । সভারে মারিবা তোর সন্ন্যাস-কারণে ॥ সন্ন্যাস শুনিলে আর না জীবে কোন জন । বিদরিয়া মরিবে সকল পুরজন ॥ আগেতে মরিব আমি পাছে বিষ্ণুপ্রিয়া। মরিবে ভকত সব বুক বিদরিয়া ॥ - মুরারি মুকুন্দ দত্ত আর শ্ৰীনিবাস। অদ্বৈত আচাৰ্য্য আদি আর হরিদাস ॥ মরিবে সকল জন না দেখিয়া তোমা । এ সব দেখিয়া পুত্র চিত্তে দেহ ক্ষমা ৷ পিতাহীন পুত্র তোর দিল দুই বিভা। অপত্য-সন্ততি কিছু না দেখিল ইহা ॥ তরুণ বয়সে নহে সন্ন্যাসের ধৰ্ম্ম । গৃহস্থ-আশ্রমে থাকি সাধ সব কৰ্ম্ম ॥ এতেক বচন যদি শচী দেবী বৈল । শুনিয়া প্রবোধ-বাণী মায়েরে কহিল ॥ నశి জননীকে চৈতন্যের প্রবোধ-প্রদান। আস্তেব্যস্তে কহে শুন আমার বচন । মিছা কাজে চিত্তে দুঃখ কর অকারণ। বিষম বিপাক ইথে আছএ অপার। ক্ষণেকে ভঙ্গুর এই সকল সংসার। তবহু দুর্লভ এই মানুষ-শরীর। শ্ৰীকৃষ্ণ ভজিয়া যবে মায়া হয় স্থির। শ্ৰীকৃষ্ণ-ভজন মাত্র এই সব দেহ। মুক্তবস্ত হয় যদি কৃষ্ণে করে লেহ। পুত্র-স্নেহ করি মোরে যত বড় ভাব। শ্ৰীকৃষ্ণ-চরণ হইলে কত হয় লাভ ॥