পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

న8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । চৈতন্ত্যের সন্ন্যাস গ্রহণের সংবাদ লইয়া শ্ৰীচন্দ্রশেখর আচার্য্যের নবদ্বীপে গমন ; এবং শচী দেবী, বিষ্ণুপ্রিয়া ও পুরবাসিগণের শোক । 魯 * o 磐 শ্ৰীচন্দ্রশেখরাচার্য্য নবদ্বীপ পায় ॥ নবদ্বীপে প্রবেশিতে শ্রীচন্দ্রশেখর। নয়নে গলএ জল পোড়এ আন্তর । নবদ্বীপ-বাসী যত তাহারে দেখিয়া । অন্তরে পোড়এ প্রাণ ধকৃধক্ হিয়া ॥ সকল বৈষ্ণব আসি মিলিলা সেখানে । সম্বরিতে নারে অশ্র কাতর বয়নে ॥ পুছিতে না পারে কিছু মুখে নাহি রায় (১) । শুনি শচী দেবী আউদর-চুলি ধায় । আমার নিমাই কোথা থুয়া আইলা তুমি। কেমনে মুণ্ডাইলা মাথা কোন দেশ ভূমি । কোন ছার সন্ন্যাসী সে হৃদয়-দারুণ। গোরাচাদে মন্ত্র দিতে না হইল করুণ ॥ অনুমতি দিল কেমনে মুণ্ডাইতে মাথা । এ হেন সন্ন্যাসী যে তাহার ঘর কোথা । সে হেন সুন্দর কেশ-লাবণ্য দেখিয়া । কোন ছার নাপিত সে নিদারুণ-হিয়া । কেমন পাপিষ্ঠ সে কেশে দিল ক্ষুর । কেমনে বা জীল সেই হৃদয়-নিষ্ঠুর ॥ আমার নিমাই কার ঘরে ভিক্ষা কৈল । মস্তক মুণ্ডাঞা পুত্র কেমন বা হৈল । আর না দেখিব পুত্ৰ বদন তোমার । অন্ধকার হইল মোর সকল সংসার । রন্ধন করিয়া আর নাহি দিব ভাত । সে হেন সুন্দর অঙ্গে নাহি দিব হাত । স্বন্দর বদনে চুম্ব নাহি দিব আর । ক্ষুধার সময় কেবা জানিবে তোমার ॥ (১) রায় = রব।