পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છેરર8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । তার লঘু ভ্রাতা শ্ৰীবল্লভ অনুপম। তার পুত্র মহাপণ্ডিত জীব গোসাঞি নাম ॥ সৰ্ব্বত্যাগী তেহে পাছে আইলা বৃন্দাবন। তেহো ভক্তি-শাস্ত্র বহু কৈল প্রচারণ ॥ ভাগবত-সন্দর্ভ নাম কৈল গ্রন্থসার। ভাগবত-সিদ্ধান্তের তাই পাইএ পার ॥ গোপালচম্প নাম গ্রন্থসার কৈল । ব্রজের প্রেম-রস লীলা-সার দেখাইল ॥ ষটুসন্দর্ভে কৃষ্ণপ্রেম-তত্ত্ব প্রকাশিল । চারি লক্ষ গ্রন্থ দোহে বিস্তার করিল। জীব গোসাঞি গৌড়ে হৈতে মথুরা চলিলা। : নিত্যানন্দ প্রভূ-স্থানে আজ্ঞা মাগিলা ॥ প্রভু প্রতে তার মাথে ধরিল চরণ। রূপ-সনাতন-সম্বন্ধে কৈল আলিঙ্গন ॥ আজ্ঞা দিলা শীঘ্ৰ তুমি যাহ বৃন্দাবনে। তোমার বংশে প্রভু দিয়াছেন সেই স্থানে ॥ তার আজ্ঞা লৈয়া আইলা আজ্ঞার ফল পাইলা । শাস্ত্র করি বহুকাল ভক্তি প্রচারিলা ॥ এই তিন গুরু আর রঘুনাথ দাস। ইহা সভার চরণ বন্দে যার মুঞি দাস ॥ এই ত কহিল পুনঃ সনাতন-সঙ্গমে। প্রভুর আশয় জানি যাহার শ্রবণে । চৈতন্ত্য-চরিত এই ইক্ষুদণ্ড-সম । চৰ্ব্বণ করিতে হয় রস-আস্বাদন ॥ শ্ৰীক্লপ-রঘুনাথ-পদে যার আশ। চৈতন্ত-চরিতামৃত কহে কৃষ্ণদাস ৷ হরিদাসের দেহ-ত্যাগ । আর দিন মহাপ্রভু তার ঠাঞি আইলা । সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা ॥ নমস্কার করি তেঁহো কৈল নিবেদন। শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি-মন ৷