পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় । জগন্নাথবল্লভ নাম উদ্যান-প্রধানে। প্রবেশ করিলা প্রভু লঞ ভক্তগণে ॥ প্রফুল্লিত বৃক্ষ-বল্লী যেন বৃন্দাবন। শুক শারী পিক ভূঙ্গ করে আলাপন ॥ পুষ্প-গন্ধ লঞা বহে মলয়-পবন। গুরু হঞা তরু লতা শিখায় নৰ্ত্তন ॥ পূর্ণচন্দ্র-চন্দ্রিকায় পরম উজ্জল। তরু লতা জ্যোৎস্নায় করে ঝলমল ॥ ছয় ঋতুগণ যাহা বসন্ত প্রধান। দেখি আনন্দিত হৈল গেীর ভগবান। ললিত-লবঙ্গলত পদ গাওয়াইয়া । নৃত্য করি বুলে প্রভু নিজগণ লৈয়া ॥ প্রতি বৃক্ষ-বল্লী ঐছে ভ্ৰমিতে ভ্ৰমিতে। অশোকের তলে কৃষ্ণ দেখে আচম্বিতে ॥ কৃষ্ণ দেখি মহাপ্রভু ধাঞিয়া চলিলা । । আগে দেখি হাসি কৃষ্ণ অন্তৰ্দ্ধান হৈলা ॥ আগে আইল কৃষ্ণ তারে পুনঃ হারাইয়া। ভূমিতে পড়িলা প্রভু মুর্ভূিত হইয়া ॥ কৃষ্ণের শ্ৰীঅঙ্গ গন্ধে ভরিয়াছে উদ্যান। সেই গন্ধ পাঞ প্রভু হৈলা অচেতন ॥ নিরন্তর নাসায় পৈশে কৃষ্ণ-পরিমল। গন্ধ আস্বাদিতে প্রভু হুইলা পাগল ॥ কৃষ্ণ-গন্ধ-লুব্ধ রাধা সখীকে যে কহিলা। সেই শ্লোক পঢ়ি প্রভু অর্থ করিলা ॥ সমাপ্তি-বাক্য । বৃন্দাবন দাস প্রথম যে লীলা বর্ণিল । । সেই সব লীলার আমি স্বত্র মাত্র কৈল ॥ তার ত্যক্ত অবশেষ সংক্ষেপে কহিল। লীলার বাহুল্যে গ্রন্থ তথাপি বাঢ়িল । অতএব সে সব লীলা নারি বর্ণিবারে। সমাপ্তি করিল লীলাকে করি নমস্কারে ॥