পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান—প্রেমদাস—১৭১২ খৃঃ । -১২৭১ সাৰ্ব্বভৌম বোলে রাজা অট্টালি উঠিলা । নরেন্দ্রের পথে দৃষ্টি করিঞা রহিলা ॥ ছোথা শ্রীচৈতন্তদেব সৰ্ব্বজ্ঞ ঈশ্বর । জানিলা আইলা সৰ্ব্ব ভকত-মণ্ডল ৷ দামোদর স্বরূপেরে প্রভু আজ্ঞা দিলা । অদ্বৈতাদি ভক্তগণ নিকটে আইলা ॥ ঈশ্বর-প্রসাদ লঞ চল শীঘ্ৰগতি । সন্মান করিঞা গিঞা আন ভক্ত তথি । দামোদর জগন্নাথ-নিৰ্ম্মাল্য লইঞা । ভক্তগণ-স্থানে চলে উল্লসিত হঞা ॥ গজপতি বলে এই কোন জন যায়। পরিচয় জিজ্ঞাসা । ভগবন্নিৰ্ম্মাল্য লঞা চলিছে বেরীয় ॥ গোপীনাথ-কুত পরিচয়-প্রদান । সাৰ্ব্বভৌম বলে এহেঁ দামোদর নাম। গেীর ভগবানের পার্ষদ প্রেম-ধাম ॥ অদ্বৈতাদি প্রিয়গণ গমন শুনিঞা। ভগবৎ-প্রসাদমালা দামোদরে দিঞা ॥ আপনে চৈতষ্ঠ পাঠাইলা দামোদরে । পুরস্করি অদ্বৈতাদি আনিবার তরে ॥ গজপতি বলে যত আইল ভক্তগণ । তাথে হেন চৈতন্তের প্রিয় কেবা হন ৷ মালা দিঞা অনুব্রজি আনাইব যারে। সাৰ্ব্বভৌম বলে আছে জানিল বিচারে ॥ সে নহিলে হেন কেন ব্যবসায় হয়। গৌড়দেশে মহা-মহাভাগবত রয় ॥ মোর সঙ্গে পরিচয় নাহি তা সভার । গোপীনাথ আচার্য্যে বোলাহ জানিবার ॥ গৌড়ের সকল ভক্তে গোপীনাথ চিনে । তিহেঁ পরিচয় করাইব সৰ্ব্ব জনে ॥ হেন বেলে আইলা তথা গোপীনাথাচাৰ্য্য। - - - সাৰ্ব্বভৌম বলে সিদ্ধ হৈল সৰ্ব্ব কাৰ্য্য। গোপীনাথ বলে রাজা কি আজ্ঞ তোমার। কি করিব কেনে নাম লৈছিলে আমার ॥