পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిరి:R বঙ্গ-সাহিত্য-পরিচয় । সৰ্ব্বলোকে লেখাইতে তারে আজ্ঞা দিল ॥ এহিত পাঁচালী-পুথি পড়ে যেই জনে। পুরাণের ফল সে যে পায় ততক্ষণে ॥ এতেক জানিয়া প্রজ প্রধান প্রধান। জনে জনে লেখাইল পুথি একখান ॥ শ্ৰীযুত দেবাই সে যে অতি বিচক্ষণ । তাহান পাচালী এহি শুন সৰ্ব্বজন ॥ বৃহন্নারদীয় নাম উত্তম পুরাণে । আটত্রিংশ অধ্যায় এহি হৈল সমাধানে ৷” মার্কণ্ডেয়ের বিষ্ণু-স্তব। প্রকৃত বৈষ্ণবের লক্ষণ । বিস্ময় হইয়া মার্কণ্ডেয় মুনিবর। হরির চরণ বন্দে স্তবিয়া বিস্তর ॥ শিরে ত অঞ্জলি বান্ধি মৃকণ্ডু-নন্দন। শ্রেষ্ঠ বাক্যে স্তব করে দেব নারায়ণ ॥ প্রণমছ নারায়ণ সহস্ৰেক-শির। একহি আনন্দে যেই ধরিছে শরীর ॥ প্ৰণমহু অনাময় দেব নারায়ণ । বাসুদেব অনাধার দেব জনাৰ্দ্দন ॥ সৰ্ব্বলোক বৈসে যাতে যাতে তত্ত্বজ্ঞান । মায়ায় না ভেদে যারে নমো ভগবান ॥ অমিয়-শরীর নিত্য আনন্দ-শরীর। তর্কের গোচর নহে নমোহু শরীর ॥ অক্ষরের পরব্রহ্ম সত্য বিশ্বরূপ ৷ বিশ্বের সম্ভব যাতে সৰ্ব্ব-তত্ত্বরূপ ৷ প্ৰণমহু শান্তমূৰ্ত্তি দেব জনাৰ্দ্দন। সকল নিগুণ শান্ত মায়ার কারণ ॥ অধিক উত্তম রূপ নমো নারায়ণ । পরম প্রকাশ প্রভু পবিত্র কথন । নমন্থ সকল-রূপ প্ৰভু জনাৰ্দ্দন । পুরাণ-পুরুষ শুদ্ধ জ্ঞানের ভাজন ॥ রূপ নাহি বহুরূপ নমো নারায়ণ । আনন্দ চেতন-রূপ পরম-কারণ ॥ যেই ভগবানে বিশ্ব করিল স্বজন। মমহু সকল-রূপী দেব নারায়ণ ॥